শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেরোবির সিন্ডিকেট ও অথর্ কমিটির সভা

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ২৪ জুন ২০১৮, ০০:০০
আপডেট  : ২৪ জুন ২০১৮, ২৩:০৭

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সিন্ডিকেটের ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে ২৩ জুন। ঢাকার লিয়াজেঁা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারার (দায়িত্বপ্রাপ্ত) এবং সিন্ডিকেট সভাপতি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিইউপির প্রো-ভিসি প্রফেসর ড. আবুল কাসেম মজুমদার, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম খান, ঢাকা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ-উল-হক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বেরোবি বাংলা বিভাগের প্রফেসর ড. নাজমুল হক, অথর্নীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোরশেদ হোসেন। এ ছাড়া সিন্ডিকেটের সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইব্রাহীম কবীর সভায় উপস্থিত ছিলেন। সেই সঙ্গে বেরোবির অথর্ কমিটির ২৩তম সভাও অনুষ্ঠিত হয়। এই সভারও সভাপতিত্ব করেন ভিসি। এই সভায় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর আনোয়ারা বেগম, বেরোবির দুযোর্গ ব্যস্থাপনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মো. এমদাদুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাসনীম হুমাইদা ও বেরোবি রেজিস্টার। আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (অথর্ ও হিসাব) মো. রেজাউল করিম হাওলাদার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এর প্রতিনিধি উপ-সহকারী প্রকৗশলী মো. শরিফ হোসাইন পাটোয়ারী এবং পরিচালকের (অথর্ ও হিসাব) প্রতিনিধি এবং উপ-পরিচালক (বাজেট) ও অথর্ কমিটির সচিব খন্দকার আশরাফুল আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে