logo
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ৬ কার্তিক ১৪২৬

  শিক্ষা জগৎ ডেস্ক য়   ১২ জুলাই ২০১৯, ০০:০০  

স্টামফোর্ড বক্তৃতা প্রতিযোগিতা

সহিংস উগ্রবাদের বিরুদ্ধে তরুণদের সচেতন করতে ৯ জুলাই রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে 'সম্প্রীতিই প্রগতি' শীর্ষক উন্মুক্ত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বেসরকারি সমাজসেবামূলক প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্পের অংশ হিসেবে ইভেন্ট এক্সপোজার এবং স্টামফোর্ড ডিবেট ফোরাম যৌথভাবে এই প্রোগ্রামটির আয়োজন করে। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় ৩০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং স্টামফোর্ড ডিবেট ফোরামের চিফ কো-অর্ডিনেটর মো. আল মামুন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান তাজবীরা জেসমিন এবং ইভেন্ট ইক্সপোজারের চিফ এডভাইজার অশোক দত্ত।

বিচারকমন্ডলীর রায়ে প্রথম স্থান লাভ করে ইইই ডিপার্টমেন্টের রিজওয়ান আহমদ এবং দ্বিতীয় স্থান লাভ করে সিএসই ডিপার্টমেন্টের শিক্ষার্থী আবদুলস্নাহ আল নাঈম। তারা দুজনেই স্টামফোর্ড ডিবেট ফোরামের বিতার্কিক।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে