শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ১৬ জুলাই ২০১৯, ০০:০০
পানি জীবাণুমুক্ত করার পদ্ধতি-

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ দেয়া হলো

শূন্যস্থান পূরণ

১১৬। মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে -।

উত্তর : উদ্ভিদ

১১৭। বায়ুতে সব সময় কিছু পরিমাণ - থাকে।

উত্তর : বাষ্প

১১৮। ফিটকিরি ব্যবহার হয় - বিশুদ্ধ করতে।

উত্তর : পানি

১১৯। দূষিত পানি - জন্য ক্ষতিকর।

উত্তর : জীবনের

১২০। পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি -।

উত্তর : ফুটানো

১২১। পানি ফুটতে শুরু করার পর - তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়।

উত্তর : ২০ মিনিট

১২২। জলীয়বাষ্প বায়ুমন্ডলের ওপরের দিকে উঠে - হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়।

উত্তর : ঠান্ডা

১২৩। মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা পরিণত হয় -।

উত্তর : বরফে

১২৪। বায়ুপ্রবাহের কারণে - মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়।

উত্তর : জলীয়বাষ্প

১২৫। মেঘের পানিকণাগুলো - বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে।

উত্তর : খুব বেশি ঠান্ডায়

১২৬। জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায় - প্রভাবে।

উত্তর : বায়ুপ্রবাহের

১২৭। পাট পচানো পানিদূষণের -।

উত্তর : কারণ

১২৮। আর্সেনিকমুক্ত নলকূপের রঙ -।

উত্তর : সবুজ

১২৯। নলকূপের পানিতে আর্সেনিক নামক - মিশে থাকে।

উত্তর : বিষাক্ত পদার্থ

১৩০। পানিতে আর্সেনিক আছে কিনা, তা বোঝার উপায় - করে।

উত্তর : পরীক্ষা

১৩১। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় - হয়

উত্তর : ঘা

১৩২। কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া - কোন ধরনের রোগ

উত্তর : পানিবাহিত

১৩৩। পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে - কারণে।

উত্তর : দূষিত পানি পানে

১৩৪। আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে যে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয় তা - রোগ।

উত্তর : আর্সেনোকোসিস

১৩৫। আর্সেনোকোসিস রোগের কারণ -।

উত্তর : আর্সেনিকযুক্ত পানি পান

১৩৬। আর্সেনোকোসিস কী ধরনের -।

উত্তর : পানিবাহিত রোগ

১৩৭। দূষিত পানিতে গোসল করলে - রোগ হতে পারে।

উত্তর : চর্মরোগ

১৩৮। দূষিত পানি পান করলে - রোগ হওয়ার আশঙ্কা থাকে।

উত্তর : পেটের পীড়া

১৩৯। আমাদের ঘিরে আছে -।

উত্তর : বায়ু

১৪০। অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে - উৎপাদন করে।

উত্তর : শক্তি

১৪১। শ্বাসকষ্টের রোগীদের অনেক সময় সিলিন্ডার থেকে - দেয়া হয়।

উত্তর : অক্সিজেন

১৪২। রান্নাঘরে বিষাক্ত - উৎপন্ন হয়।

উত্তর : কার্বন মনোক্সাইড

১৪৩। ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর - গ্যাস ব্যবহার করা হয়।

উত্তর : নাইটোজেন

১৪৪। মাটিকণার ফাঁকে ফাঁকে - থাকে।

উত্তর : বায়ু

১৪৫। অক্সিজেন ছাড়া - জ্বলে না।

উত্তর : আগুন

১৪৬। পর্বতের চূড়ায় - পরিমাণ কম থাকে।

উত্তর : অক্সিজেনের।

১৪৭। গাছের বৃদ্ধির জন্য - সার প্রয়োগ করা হয়।

উত্তর : ইউরিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58351 and publish = 1 order by id desc limit 3' at line 1