বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
৯ম-১০ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৮ জুলাই ২০১৯, ০০:০০
ওয়ারী-বটেশ্বর

পঞ্চম অধ্যায়

২৭। জগদুল বিহার কোথায় অবস্থিত?

(ক) মালদহ

(খ) শিবপুর

(গ) মেদেনীপুর

(ঘ) কুচবিহার

সঠিক উত্তর: (খ) শিবপুর

২৮। কখন বাংলায় মুদ্রার প্রচলন শুরু হয়?

(ক) ৩য় শতকে

(খ) ৪র্থ শতকে

(গ) ৫ম শতকে

(ঘ) ৬ষ্ঠ শতকে

সঠিক উত্তর: (ক) ৩য় শতকে

২৯। এখন পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে ?

(ক) ৪৬টি

(খ) ৪৭টি

\হ(গ) ৪৮টি

(ঘ) ৪৯টি

সঠিক উত্তর: (খ) ৪৭টি

৩০। ওয়ারী-বটেশ্বরে কত বছর পূর্বের ধ্বংসাবশেষ পাওয়া যায়?

(ক) ২৩০০

(খ) ২৪০০

(গ) ২৫০০

(ঘ) ২৬০০

সঠিক উত্তর: (গ) ২৫০০

৩১। সোমপুর বিহারটি নির্মিত হয় কত সালে?

(ক) সপ্তম শতকে

(খ) অষ্টম শতকে

(গ) নবম শতকে

(ঘ) দশম শতকে

সঠিক উত্তর: (খ) অষ্টম শতকে

৩২। প্রাচীন বাংলার পানীয় হিসেবে পরিচিত ছিল-

(র) দুধ

(রর) ইক্ষুরস

(ররর) তালরস

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও : মনোরঞ্জন দাসের মায়ের বয়স প্রায় ৯৫ বছর। তিনি এখনো ধর্মীয় অতিপ্রাচীন রীতিগুলো পালনে চেষ্টা করেন। প্রাচীন বাংলায় পালিত হতো এমন কতগুলো উৎসব তিনি মনোরঞ্জনদের নিয়ে আয়োজন করে। তবে কিছু কিছু উৎসব এখনো সামাজিকভাবেই সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে।

৩৩। মনোরঞ্জন দাসের মা কোন প্রাচীন উৎসব পালন করতেন?

(ক) হোলাকা

(খ) কোজাগরি

(গ) সুখরাত্রিব্রত

(ঘ) নামকরণ।

সঠিক উত্তর: (ক) হোলাকা

৩৪। মনোরঞ্জন সামাজিকভাবে প্রাচীন বাংলার উৎসব হিসেবে লক্ষ্য করবে-

(র) আকাশ প্রদীপ

(রর) গঙ্গাস্নান

(ররর) মহাঅষ্টমি

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<58642 and publish = 1 order by id desc limit 3' at line 1