শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

বিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ২২ জুলাই ২০১৯, ০০:০০

অধ্যায়-৪

৪৬। সাধারণত কান্ডের কোন অংশে মুকুল জন্মে?

উত্তর : পত্রকক্ষে

৪৭। কান্ডের শাখার অগ্রভাগে কী সৃষ্টি হয়?

উত্তর : মুকুল

৪৮। কান্ডের কোথায় কাঙ্ক্ষিত মুকুল জন্মে?

উত্তর : পত্রকক্ষে

৪৯। শীর্ষ মুকুল কোথায় জন্মে?

উত্তর : কান্ড বা শাখার অগ্রভাগে

৫০। প্রাথমিকভাবে কান্ডকে কয় ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৫১। সবল কান্ড কাকে বলে?

উত্তর : যেসব গাছের কান্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে তাদের সবল কান্ড বলে।

৫২। দুর্বল কান্ড কাকে বলে?

উত্তর : যেসব উদ্ভিদের কান্ড খাড়াভাবে দাঁড়াতে পারে না, তাই মাটিতে বা মাচার ওপরে বৃদ্ধি পায় তাদের দুর্বল কান্ড বলে।

৫৩। দেবদারু, বিলেতি, ঝাউ ইত্যাদি গাছের কান্ড কোন আকৃতির?

উত্তর : মঠ আকৃতির

৫৪। আম, কাঁঠাল, জাম ইত্যাদি গাছের কান্ড কোন আকৃতির?

উত্তর : গম্বুজ আকৃতির

৫৫। ক্রিপার বা লতানো কাকে বলে?

উত্তর : যেসব কান্ড মাটির ওপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায় তাদেরকে ক্রিপার বা লতানো বলে।

৫৬। ট্রেইলার বা শয়ান কাকে বলে?

উত্তর : যেসব কান্ড মাটির ওপর ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মুকুল বের হয় না তাদেরকে ট্রেইলার বা শয়ান বলে।

৫৭। ক্লাইম্বার বা আরোহিণী কাকে বলে?

উত্তর : যেসব কান্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে তাদেরকে ক্লাইম্বার বা আরোহিণী বলে।

৫৮। ঘাস, আমরুলী ইত্যাদি উদ্ভিদের কান্ড কোন ধরনের?

উত্তর : ক্রিপার বা লতানো

৫৯। বাঁশ, আখ ইত্যাদি উদ্ভিদের কান্ড কোন ধরনের শাখান্বিত কান্ড?

উত্তর : তৃণ কান্ড

৬০। কোন ধরনের কান্ডে সাধারণত কাষ্ঠ থাকে না?

উত্তর : দুর্বল কান্ডে

৬১। ক্ষেত্রবিশেষ কোন ধরনের কান্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে?

উত্তর : তৃণ কান্ডের

৬২। শিম, পান, বেত ইত্যাদি উদ্ভিদের কান্ড কোন ধরনের?

উত্তর : ক্লাইম্বার বা আরোহিণী

৬৩। পুঁই, মটরশুঁটি ইত্যাদি উদ্ভিদের কান্ড কোন ধরনের?

উত্তর : ট্রেইলার বা শয়ান

৬৪। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের কোন অংশের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে?

উত্তর : কান্ডের মাধ্যমে

৬৫। নিম্ন শ্রেণির উদ্ভিদে কী থাকে না?

উত্তর : পাতা

৬৬। পাতা সাধারণত কেমন হয়?

উত্তর : চ্যাপ্টা ও সবুজ বর্ণের

৬৭। কোন জাতীয় উদ্ভিদে পাতার ন্যায় অঙ্গ থাকে?

উত্তর : ফার্ন ও মস জাতীয় উদ্ভিদে

৬৮। আদর্শ পাতায় কয়টি অংশ থাকে?

উত্তর : ৩টি

৬৯। কোন জাতীয় উদ্ভিদের পাতা প্রকৃত পাতা নয়?

উত্তর : মস জাতীয় উদ্ভিদের পাতা

৭০। উদ্ভিদের কোন অংশ পাতা, ফুল ও ফল এবং শাখা-প্রশাখার ভারবহন করে?

উত্তর : কান্ড

৭১। কচি অবস্থায় সবুজ কান্ড কীসের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে?

উত্তর : সালোকসংশ্লেষণের

৭২। আম, জবা ইত্যাদি উদ্ভিদের পাতায় কয়টি অংশ থাকে?

উত্তর : ৩টি

৭৩। পত্র ফলক কাকে বলে?

উত্তর : পত্র বৃন্তের উপরে চ্যাপ্টা সবুজ অংশটিকে পত্র ফলক বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<59244 and publish = 1 order by id desc limit 3' at line 1