বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
  ৩১ জুলাই ২০১৯, ০০:০০
টেলিগ্রাফ যন্ত্র

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলোঃ

অধ্যায় ২

প্রশ্ন-৯ : বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব পাঁচটি বাক্যে লেখ।

উত্তর: বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব সম্পর্কিত পাঁচটি বাক্য হলো-

ইংরেজদের মাধ্যমে বাংলায় ইংরেজি শিক্ষার প্রচলন হয়।

শিক্ষা বিস্তারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

আধুনিক ও ইংরেজি শিক্ষার ফলে এ দেশে ক্রমে একটা ইংরেজি শ্রেণি গড়ে ওঠে।

ব্রিটিশ শাসনামলে বাংলার অর্থনীতির মেরুদন্ড কৃষি ও এককালের তাঁতশিল্প প্রায় ধ্বংস হয়ে যায়।

বাংলার শিল্প, বাণিজ্য ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রশ্ন-১০ : কত সালে বাংলাসহ ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের হাতে চলে যায়? ব্রিটিশ শাসনের ভালো দিক সম্পর্কে চারটি বাক্য লেখ।

উত্তর : ১৮৫৮ সালে বাংলাসহ ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের হাতে চলে যায়।

ব্রিটিশ শাসনামলের ভালো দিক সম্পর্কে চারটি বাক্য হলো-

১. নতুন নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষাব্যবস্থার উন্নতি হয়।

২. টেলিগ্রাফ ব্যবস্থার প্রচলন ঘটে।

৩. সড়ক ও রেলপথ উন্নয়নের ফলে যোগাযোগব্যবস্থার উন্নতি হয়।

৪. শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে।

প্রশ্ন-১১ : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।

উত্তর: ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হলো-

১. ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ছিল প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম।

২. এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা।

৩. সিপাহি বিদ্রোহে বিদ্রোহীরা পরাজিত হলেও এর ফলেই কোম্পানির শাসনের অবসান হয়।

৪. শুরু হয় ব্রিটিশ রাজা তথা রানী ভিক্টোরিয়ার শাসন।

৫. জাতি-ধর্ম-বর্ণ-গোত্রের ক্ষেত্রে ব্রিটিশ সরকার কোনো বৈষম্যমূলক নীতি গ্রহণ করবে না বলে রানী ভিক্টোরিয়া প্রতিশ্রম্নতি দেন।

প্রশ্ন-১২ : বাংলা নব জাগরণের ফলাফল কী ছিল? পাঁচটি বাক্য লেখ।

উত্তর : বাংলা নব জাগরণের ফলাফল ছিল খুবই তাৎপর্যপূর্ণ। পাঁচটি বাক্য তা লেখা হলো-

১. উনিশ শতকে বাংলা তথা ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে।

২. ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল গঠিত হয়।

৩. পূর্ব বাংলা ও আসাম নিয়ে একটি নতুন প্রদেশ গঠন করা হয়।

৪. বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলায় তীব্র আন্দোলন গড়ে ওঠে।

৫. ১৯০৬ সালে ভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়।

প্রশ্ন-১৩ : কত শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে? এ ধরনের আন্দোলন সম্পর্কে চারটি বাক্য লেখ।

উত্তর : ২০ শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন সম্পর্কে চারটি বাক্য হলো-

১. ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ।

২. এসব আন্দোলনে মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং ক্ষুদিরামের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<60515 and publish = 1 order by id desc limit 3' at line 1