শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০২ আগস্ট ২০১৯, ০০:০০
'পত্রকাব্য' বলতে বোঝায়-

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা

থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

বঙ্গভূমির প্রতি

২১। 'অমৃত' শব্দের বিপরীত রূপ হচ্ছে-

ক. গরল

খ. বিষাক্ত

গ. সুধা

ঘ. মধুর

সঠিক উত্তর : ক. গরল

২২। মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি হিসেবে কোনটি সমর্থনযোগ্য?

ক. আবার আসিব ফিরে

খ. নদীর স্বপ্ন

গ. মানবধর্ম

ঘ. বঙ্গভূমির প্রতি

সঠিক উত্তর : ঘ. বঙ্গভূমির প্রতি

২৩। কবিতায় 'বর' শব্দটি ব্যবহার হয়েছে

কী অর্থে?

ক. স্বামী

খ. স্ত্রী

গ. আশীর্বাদ

ঘ. শুভকর্ম

সঠিক উত্তর : গ. আশীর্বাদ

২৪। নরকুলে কাকে ধন্য বলা হয়েছে?

ক. মা যাকে মনে রাখে

খ. আত্মীয়তা যাকে মনে রাখে

গ. লোকে যাকে মনে রাখে

ঘ. স্বদেশ যাকে মনে রাখে

সঠিক উত্তর : গ. লোকে যাকে মনে রাখে

২৫। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে

নিজেকে ভেবেছেন-

ক. দেশের সন্তান

খ. দেশের শত্রম্ন

গ. দেশের আপনজন

ঘ. দেশের বন্ধু

সঠিক উত্তর : ক. দেশের সন্তান

২৬। 'বঙ্গভূমির প্রতি' কোন

\হজাতীয় রচনা?

ক. কবিতা

খ. পদ্য

গ. ছড়া

ঘ. নাট্যকাব্য

সঠিক উত্তর : ক. কবিতা

২৭। 'বঙ্গভূমির প্রতি' কোন জাতীয় কবিতা?

ক. সনেট

খ. পত্রকবিতা

গ. সাধক কবিতা

ঘ. গীতিকবিতা

সঠিক উত্তর : ঘ. গীতিকবিতা

২৮। নিচের কোনটি চলিত ভাষারীতির শব্দ?

ক. রেখো

খ. মারলে

গ. করিয়া

ঘ. মক্ষিকা

সঠিক উত্তর : ক. রেখো

২৯। মাইকেল মধুসূদনের বাবার নাম-

ক. রাজনারায়ণ বসু

খ. রাজনারায়ণ দত্ত

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

ঘ. সত্যজিৎ রায়

সঠিক উত্তর : খ. রাজনারায়ণ দত্ত

৩০। মধুসূদনের কবি হওয়ার বাসনা ছিল-

ক. শৈশব থেকে

খ. কৈশোর থেকে

গ. স্কুল থেকে

ঘ. শেষ বয়স থেকে

সঠিক উত্তর : ক. শৈশব থেকে

৩১। মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা-

ক. দুই বিঘা জমি

খ. মানবধর্ম

গ. নদীর স্বপ্ন

ঘ. বঙ্গভূমির প্রতি

সঠিক উত্তর : ঘ. বঙ্গভূমির প্রতি

৩২। মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি হিসেবে কোনটি সমর্থনযোগ্য?

ক. আবার আসিব ফিরে

খ. নদীর স্বপ্ন

গ. মানবধর্ম

ঘ. বঙ্গভূমির প্রতি

সঠিক উত্তর : ঘ. বঙ্গভূমির প্রতি

৩৩। কবিতায় 'বর' শব্দটি ব্যবহার হয়েছে

কোন অর্থে?

ক. স্বামী খ. স্ত্রী

গ. আশীর্বাদ ঘ. শুভকর্ম

সঠিক উত্তর : গ. আশীর্বাদ

৩৪। 'বঙ্গভূমির প্রতি' কবিতায় ব্যবহৃত

ছন্দ হিসেবে কোনটি যথার্থ?

ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত

গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর

সঠিক উত্তর : খ. মাত্রাবৃত্ত

৩৫। 'পত্রকাব্য' বলতে যা বোঝায় -

ক. উপন্যাস আকারে লেখা

খ. পত্রের ঢঙে লেখা কবিতা

গ. দরখাস্তের আকারে লেখা

ঘ. প্রবন্ধের আকারে লেখা

সঠিক উত্তর : খ. পত্রের ঢঙে লেখা কবিতা

৩৫। দেশকে কবি মা হিসেবে কল্পনা

করে নিজেকে ভেবেছেন -

ক. দেশের সন্তান

খ. দেশের শত্রম্ন

গ. দেশের আপনজন

ঘ. দেশের বন্ধু

সঠিক উত্তর : ক. দেশের সন্তান

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<60811 and publish = 1 order by id desc limit 3' at line 1