শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯ম-১০ম শ্রেণির পড়াশোনা (বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ০৩ আগস্ট ২০১৯, ০০:০০
সম্রাট হুমায়ুন

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

ষষ্ঠ অধ্যায়

১। গৌড়ের নাম 'জান্নাতবাদ' রাখেন কে?

(ক) শেরশাহ

(খ) হুমায়ুন

(গ) জাহাঙ্গীর

(ঘ) আকবর

সঠিক উত্তর : (খ) হুমায়ুন

২। বারো ভূঁইয়াদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল-

(র) শক্তিশালী নৌবহর গড়ে তোলা

(রর) রাজমহল থেকে ঢাকায় রাজধানী হস্তান্তর

(ররর) আশ্বারোহী বাহিনী গঠন

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও: হাজীরহাট অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান নোমান সাহেব জনপ্রিয়। তার এলাকায় হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায়ের বসবাস। তিনি নিজে মুসলিম হলেও যোগ্যতা অনুসারে হিন্দুদেরও বিভিন্ন কাজের দায়িত্ব দিতেন। তার এ ধর্মীয় উদারতার ফলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়।

৩। মধ্যযুগের কোন সুলতানের শিক্ষা নোমান সাহেবকে অনুপ্রেরণা জুগিয়েছে?

(ক) আলাউদ্দীন হুসেন শাহ

(খ) সিকান্দার শাহ

(গ) গিয়াসউদ্দীন আজম শাহ

(ঘ) আলাউদ্দীন ফিরোজ শাহ

সঠিক উত্তর : (ক) আলাউদ্দীন হুসেন শাহ

৪। উক্ত সুলতানের কর্মকান্ডের ফলে-

(র) বাংলা সাহিত্যচর্চা নতুন গতি পায়

(রর) অদূরদর্শী রাজনীতির পরিচয় মেলে

(ররর) দক্ষতার সঙ্গে শাসনকার্য পরিচালিত হয়

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (গ) র ও ররর

৫। বখতিয়ার খলজি অধিকৃত অঞ্চলে দুর্গ নির্মাণের যথার্থ কারণ কোনটি?

(ক) যুদ্ধ জয় করার জন্য

(খ) শত্রম্নদের আক্রমণ করার জন্য

(গ) রাজ্য রক্ষার জন্য

(ঘ) আত্মরক্ষার জন্য

সঠিক উত্তর: (গ) রাজ্য রক্ষার জন্য

৬। সন্ধির সব শর্ত মেনে নেন কে?

(ক) সুলতান বীর খলজি

(খ) খলিফা আল মামুন

(গ) শিরন খলজি

(ঘ) খলিফা আল নাসের

সঠিক উত্তর: (ক) সুলতান বীর খলজি

৭। 'মামলুক' কথাটি কার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

\হ(ক) নার্সদের

(খ) শ্রমিকদের

(গ) কৃষকদের

(ঘ) দাসদের

সঠিক উত্তর: (ঘ) দাসদের

৮। ফকরুদ্দীনের পুত্রের নাম কী?

(ক) গাজী মুবারক

(খ) গাজী শাহ

(গ) নাসিরউদ্দীন

(ঘ) ফতেহ শাহ

সঠিক উত্তর : (খ) গাজী শাহ

৯। কঠোর শাসক হিসেবে কার নামটি সমর্থনযোগ্য?

(ক) আলী মর্দান খলজি

(খ) শিরন খলজি

(গ) বখতিয়ার খলজি

(ঘ) হুসামউদ্দিন খলজি

সঠিক উত্তর: (ক) আলী মর্দান খলজি

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : সীমান্ত সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশ নৌবাহিনীর অত্যাধুনিক কয়েকটি জাহাজ ঘুরে দেখে এবং তা দেখে মধ্যযুগীয় এক খলজি শাসকের কথা মনে পড়ে।

১০। সীমান্তের কোন খলজি শাসকের কথা মনে পড়ে?

(ক) গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি

(খ) বখতিয়ার খলজি

(গ) শিরন খলজি

(ঘ) আলী মর্দান খলজি

সঠিক উত্তর: (ক) গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি

১১। উক্ত শাসকের নীতি ছিল-

(র) রাজ্য সম্প্রসারণ

(রর) রাজ্যের নিরাপত্তা

(ররর) ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি

(ক) র (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

১২। হাজিপুর নামক শহরের সঙ্গে কোন নামটি সামঞ্জস্যপূর্ণ?

(ক) মুবারক শাহ

(খ) ইলিয়াস শাহ

(গ) গাজী শাহ

(ঘ) বাহরাম খান

সঠিক উত্তর: (খ) ইলিয়াস শাহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<60940 and publish = 1 order by id desc limit 3' at line 1