শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০৩ আগস্ট ২০১৯, ০০:০০
আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত?

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর

নিয়ে আলোচনা করা হলো

অধ্যায় ৩

প্রশ্ন-১১ : আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? প্রাসাদটি কে তৈরি করেছিলেন? প্রাসাদটি সম্পর্কে তিনটি বাক্য লেখ।

উত্তর : আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।

প্রাসাদটি তৈরি করেন জমিদার শেখ এনায়েতউলস্না।

প্রাসাদটি সম্পর্কে তিনটি বাক্য-

১. প্রাসাদটির উত্তর দক্ষিণে রয়েছে লম্বা বারান্দা।

২. এ ছাড়া রয়েছে জলসা ঘর, দরবার হল, রংমহল।

৩. বর্তমানে প্রাসাদটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

প্রশ্ন-১২ : বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত কেন?

উত্তর : বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এ দেশের বিভিন্ন স্থানে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এসব ঐতিহাসিক নিদর্শন দেখার মাধ্যমে জ্ঞান লাভ করা যায়। এগুলো আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে। আমরা এসব ঐতিহ্যে গৌরব বোধ করি। তাই ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

প্রশ্ন-১৩. মহাস্থানগড়ে প্রাপ্ত নিদর্শনের নাম লেখ।

উত্তর : মহাস্থানগড়ে প্রাপ্ত চারটি নিদর্শনের নাম নিম্নরূপ-

১. চওড়া খাদবিশিষ্ট প্রাচীন দুর্গ।

২. প্রাচীন ব্রাহ্মী শিলালিপি।

৩. মন্দিরসহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ।

৪. ৪৩.৩৫ মিটার লম্বা 'খোদাই পাথর'।

অধ্যায়-৪

প্রশ্ন-১ : আমাদের দেশে দিন দিন একটি ফসলের চাষ প্রসার লাভ করেছে। যেটি দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বেশি হয়। ফসলটির নাম কী? ফসলটি কখন চাষ করা হয়? ফসলটি সম্পর্কে তিনটি বাক্য লেখ।

উত্তর : ফসলটির নাম গম। গম শীতকালে চাষ করা হয়। গম সম্পর্কে তিনটি বাক্য-

১. বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়।

২. গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে।

৩. শীতকালে গমের চাষ করা হয়।

প্রশ্ন-২ : বাংলাদেশের প্রধান ফসল যেটি দেশের প্রায় সর্বত্র উৎপন্ন হয়। ফসলটির নাম কী? ফসলটি সম্পর্কে চারটি বাক্য লেখ?

উত্তর : ফসলটির নাম ধান।

ধান সম্পর্কে চারটি বাক্য হলো-

১. আমাদের তিনটি প্রধান খাদ্যশস্যের একটি হচ্ছে ধান।

২. বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও অগভীর জলভূমি ধান চাষের জন্য উপযোগী।

৩. বাংলাদেশে আউশ, আমন, বোরো এই তিন ধরনের ধানের চাষ বেশি হয়।

৪. ধান তথা ভাত এ দেশের মানুষের প্রধান খাদ্য।

প্রশ্ন-৩ : বাংলাদেশের একটি অর্থকরী কৃষিপণ্য সিলেট ও চট্টগ্রাম এলাকায় বেশি উৎপন্ন হয়। এ অর্থকরী কৃষিপণ্যটির নাম কী? কৃষিপণ্যটি সম্পর্কে চারটি গুরুত্বপূর্ণ তথ্য লেখ।

উত্তর : এ অর্থকরী কৃষিপণ্যটির নাম চা।

চা সম্পর্কে চারটি গুরুত্বপূর্ণ তথ্য হলো-

১. চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।

২. বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলায়ও চা চাষ হচ্ছে।

৩. বিশেষ সুনাম থাকায় বিদেশে বাংলাদেশের চায়ের অনেক চাহিদা আছে।

৪. বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশ্ন-৪ : কারখানায় কার্পেট, রশি, বস্তা তৈরি হয়। এগুলো তৈরিতে কী ব্যবহার করা হয়। উক্ত দ্রব্য সম্পর্কে চারটি বাক্য লেখ।

উত্তর : কার্পেট, রশি, বস্তা তৈরিতে পাট ব্যবহার করা হয়।

পাট সম্পর্কে চারটি বাক্য হলো-

১. কাঁচামাল হিসেবে পাট আমরা বিদেশে রপ্তানি করি।

২. পাটজাত বিভিন্ন পণ্যও বিদেশে রপ্তানি করা হয়।

৩. পাটকল নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুরসহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত।

৪. পরিবহন সুবিধার কারণে পাটকলগুলো নদী তীরবর্তী অঞ্চলে স্থাপন করা হয়।

প্রশ্ন-৫ : পাট কী ধরনের ফসল? পাটের উৎপাদন কমছে কেন? পাটের উৎপাদন বাড়ানোর তিনটি উপায় লেখ।

উত্তর : পাট অর্থকরী ফসল। পাটের উৎপাদন কমার অন্যতম কারণ হলো- কৃষক পাটের ন্যায্যমূল্য পায় না বলে পাটের উৎপাদন কমছে।

পাটের উৎপাদন বাড়ানোর তিনটি উপায় হলো-

\হউৎপাদিত পাটের জন্য কৃষকের ন্যায্যমূল্য প্রদান।

পাট দ্বারা উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়ানো।

আন্তর্জাতিক বাজারে পাট দ্বারা উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসার ঘটানো।

প্রশ্ন-৬ : তামাক কী? তামাক চাষ নিরুৎসাহিত করা প্রয়োজন কেন? তামাকের তিনটি ক্ষতিকর দিক লেখ।

উত্তর : তামাক বাংলাদেশের একটি অর্থকরী ফসল। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষ নিরুৎসাহিত করা প্রয়োজন।

তামাকের তিনটি ক্ষতিকর দিক হলো-

\হতামাক মানব শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে।

তামাকের মাধ্যমে বায়ু দূষিত হয়।

এটি ব্যবহারে আমাদের সময় এবং অর্থের ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<60942 and publish = 1 order by id desc limit 3' at line 1