শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা বাংলা ২য় পত্র

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ২০ আগস্ট ২০১৯, ০০:০০
পশু-পাখির ডাককে কী বলে ?

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলে

ভাষা ও বাংলা ভাষা

১. প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে?

ক. পাখির

খ. পশুর

গ. মানুষের

ঘ. সবার

সঠিক উত্তর : গ. মানুষের

২. ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়?

ক. মাধ্যম

খ. হাতিয়ার

গ. অঙ্গ

ঘ. বাহক

সঠিক উত্তর : খ. হাতিয়ার

৩. ভাষা কত প্রকার?

ক. এক

খ. দুই

গ. তিন

ঘ. চার

সঠিক উত্তর : খ. দুই

৪. যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই, সেগুলোকে কী বলে?

ক. মৌখিক ভাষা

খ. লিখিত ভাষা

গ. ইশারা ভাষা

ঘ. লেখ্য ভাষা

সঠিক উত্তর : ক. মৌখিক ভাষা

৫. কোন ভাষার সীমাবদ্ধতা আছে?

ক. লিখিত ভাষার

খ. ইশারা ভাষার

গ. মৌখিক ভাষার

ঘ. লেখ্য ভাষার

সঠিক উত্তর : গ. মৌখিক ভাষার

৬. ভাষার লিখনব্যবস্থা কেমন?

ক. বর্ণভিত্তিক

খ. ভাবভিত্তিক

গ. ইশারাভিত্তিক

ঘ. লেখাভিত্তিক

সঠিক উত্তর : ক. বর্ণভিত্তিক

৭. অক্ষর কী?

ক. বর্ণ

খ. ধ্বনি

গ. বাক্য কথার টুকরো অংশ ঘ. ধ্বনির টুকরো অংশ

সঠিক উত্তর : ক. বর্ণ

৮. উচ্চারণের একক কী?

ক. বর্ণ

খ. ধ্বনি

গ. অক্ষর

ঘ. শব্দ

সঠিক উত্তর : গ. অক্ষর

৯. অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে, তাকে কোন ধরনের লিখনরীতি বলে?

ক. বর্ণভিত্তিক

খ. অক্ষরভিত্তিক

গ. ভাবাত্মক

ঘ. ভাষাভিত্তিক

সঠিক উত্তর : খ. অক্ষরভিত্তিক

১০. ভাষার প্রধান উপাদান কয়টি?

ক. এক

খ. দুই

গ. তিন

ঘ. চার

সঠিক উত্তর : ঘ. চার

১১. নিচের কোনটি ভাষার উপাদান নয়?

ক. বাগধ্বনি

খ. বাগার্থ

গ. আওয়াজ

ঘ. বাক্য

সঠিক উত্তর : গ. আওয়াজ

১২. পশু-পাখির ডাককে কী বলে?

ক. ধ্বনি

খ. ভাষা

গ. আওয়াজ

ঘ. সংকেত

সঠিক উত্তর : গ. আওয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63012 and publish = 1 order by id desc limit 3' at line 1