মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাবিতে সেলিম আল দীনের জন্মোৎসব পালন

শিক্ষা জগৎ ডেস্ক
  ২০ আগস্ট ২০১৯, ০০:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৮ আগস্ট দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের ৭০তম জন্মোৎসব পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে সকাল সাড়ে ১০টায় পুরনো কলা ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সেলিম আল দীনের শিল্পসঙ্গী নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি সোমা মুমতাজ, দেশের খ্যাতিমান নাট্যকর্মী, সংগঠক, নির্দেশকসহ সেলিম আল দীনের গুণগ্রাহীরা অংশ নেন।

এরপর দুপুর ১২টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের থিয়েটার ল্যাবে 'উত্তর উপনিবেশবাদ, রাজনীতি এবং প্রজনপ্রন্তরে নাট্যচর্চা: 'এক ধবল রক্তিমাভ নাট্যকথামালার বহু অক্ষীয় পাঠ' শীর্ষক সেমিনারের আয়োজন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। অধ্যাপক আফসার আহমদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক লুৎফর রহমান। বেলা ২টার পর 'মানুষের নাটক, নাটকের মানুষ' শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63018 and publish = 1 order by id desc limit 3' at line 1