বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
  ২১ আগস্ট ২০১৯, ০০:০০
যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ-

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

দ্বিতীয় অধ্যায়

৮৯। আত্মসমর্পণ দলিলে যারা স্বাক্ষর করেন-

(ক) লে.জেনারেল ওসমানী ও লে.জেনারেল নিয়াজী

(খ) লে.জেনারেল টিক্কা খান ও লে.জেনারেল জগজিৎ সিং অরোরা

(গ) লে.জেনারেল জগজিৎ সিং অরোরা ও লে.জেনারেল নিয়াজী

(ঘ) লে.জেনারেল ওসমানী ও রাও ফরমান আলী

সঠিক উত্তর : (গ) লে.জেনারেল জগজিৎ সিং অরোরা ও লে.জেনারেল নিয়াজী

৯০। যৌথ বাহিনীর কাছে কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?

(ক) ৯০ হাজার জন সৈন্য

(খ) ৯১ হাজার৬৩৪ জন সৈন্য

(গ) ৯২হাজার ৬৩৪ জন সৈন্য

(ঘ) ৯৩ হাজার জন সৈন্য

সঠিক উত্তর : (খ) ৯১ হাজার ৬৩৪ জন সৈন্য

৯১। অপারেশন সার্চলাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক নিহত হন?

(ক) ১০জন (খ) ১৫জন

(গ) ২০জন (ঘ) ৩০জন

\হসঠিক উত্তর : (ক) ১০জন

৯২। মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতার ফল হল -

(র) স্বাধীনতা অর্জন

(রর) নিজেদের স্বার্থ লাভ

(ররর) পাকবাহিনী উচ্ছেদ

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও ররর

নিচের অনুচ্ছেদটি পড় ৯৩ এবং ৯৪নং প্রশ্নের উত্তর দাও : সিরাজ স্যার ছিলেন একজন মুক্তিযুদ্ধা। তিনি রনাঙ্গণে কীভাবে পাকবাহিনীর মোকাবেলা করেছিলেন তার বর্ণনা দিচ্ছিলেন। তিনি বলেন প্রশিক্ষণপ্রাপ্ত বাঙালি গেরিলা যোদ্ধারা পাক বাহিনীর ওপর ব্যাপক আক্রমন চালায়। পাকবাহিনীকে পরাস্ত করতে এবং মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করতে ১৩নভেম্বর ১৯৭১ এ আরো এক শক্তি মুক্তিবাহিনীর সাথে যোগ হয়।

৯৩। উদ্দীপকে উলেস্নখিত ১৩ নভেম্বর যোগ হওয়া অপর শক্তি কী ছিল?

(ক) আধুনিক যুদ্ধাস্ত্র (খ) এটেম বোমা

(গ) পারমানবিক বোমা (ঘ) দুই ব্যাটালিয়ান ভারতীয় সৈন্য

সঠিক উত্তর : (ঘ) দুই ব্যাটালিয়ান ভারতীয় সৈন্য

৯৪। ১৩ নভেম্বর যোগ হওয়া শক্তির উদ্দেশ্য হলো

(র) অর্জিত স্বাধীনতা ভাগাভাগি করে নেওয়া

(রর) যৌথ কমান্ড গঠন করা

(ররর) রনাঙ্গণকে ৪টি সেক্টরে বিভক্ত করে যুদ্ধ পরিচালনা করা।

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র,রর ও ররর

সঠিক উত্তর : (খ) রর ও ররর

৯৫। কে যৌথবাহিনীর কমান্ডার ছিলেন?

(ক) জেনারেল নাগরা

(খ) মেজর জেনারেল জ্যাকব

(গ) লে.জেনারেল জগজিৎ সিং অরোরা

(ঘ) জেনারেল স্যাম মানেকশ

সঠিক উত্তর : (ক) জেনারেল নাগরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63152 and publish = 1 order by id desc limit 3' at line 1