বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২৫ আগস্ট ২০১৯, ০০:০০
সুলতানি আমলের স্থাপত্য নিদর্শন-

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

তৃতীয় অধ্যায়

১১। কোন আমলে শ্রী চৈতন্য ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গান রচনার জোয়ার জাগে?

\হ(ক) পাল আমলে

(খ) সেন আমলে

(গ) সুলতানি আমলে

(ঘ) মোঘল আমলে

সঠিক উত্তর : (গ) সুলতানি আমলে

১২। সংস্কৃতির প্রকারভেদ-

(র) বস্তুগত সংস্কৃতি

(রর) অবস্তুগত সংস্কৃতি

(ররর) প্রথাগত সংস্কৃতি

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

১৩। সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে-

(র) অঞ্চলভেদে

(রর) সমাজভেদে

(ররর) দেশভেদে

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

১৪। ছোট সোনা মসজিদ, নবাব কাটরা কোন আমলের স্থাপত্য নিদর্শন?

(ক) সুলতানি

(খ) মোঘল

(গ) ব্রিটিশ

(ঘ) পাকিস্তানি

সঠিক উত্তর : (ক) সুলতানি

১৫। কাজী নজরুল ইসলাম কত হাজার গান লিখেছেন?

(ক) তিন হাজার

(খ) চার হাজার

(গ) পাঁচ হাজার

(ঘ) ছয় হাজার

সঠিক উত্তর : (ঘ) ছয় হাজার

১৬। সংস্কৃতি মানুষের-

(র) চিন্তা শক্তি বিকশিত করে

(রর) সম্পদ বৃদ্ধি করে

(ররর) সৃজনশীলতার পরিচয় বাড়ায়।

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) র ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (খ) র ও ররর

১৭। প্রায় কত বছর আগে চর্যাপদ রচিত হয়েছে?

(ক) এক হাজার বছর

(খ) দেড় হাজার বছর

(গ) দুই হাজার বছর

(ঘ) তিন হাজার বছর

সঠিক উত্তর : (খ) দেড় হাজার বছর

১৮। দিনাজপুর কান্তাজির মন্দিরের টেরাকোটা শিল্পকর্মে ফুটে উঠেছে-

(ক) যুদ্ধের কলাকৌশল

(খ) সাংস্কৃতিক জীবন

(গ) সামাজিক জীবন

(ঘ) অর্থনৈতিক জীবনযাত্রা

সঠিক উত্তর : (গ) সামাজিক জীবন

১৯। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়?

(ক) ১৯৫৪ সালে

(খ) ১৯৫৬ সালে

(গ) ১৯৫৬ সালে

(ঘ) ১৯৬০ সালে

সঠিক উত্তর : (ক) ১৯৫৪ সালে

২০। কাজী নজরুল ইসলাম গানের ভুবনে বিশেষ স্থান অধিকার করেছেন-

(র) আপন স্বাতন্ত্র্যে

(রর) নিজ বৈচিত্র্যে

(ররর) সৃষ্টিশীল মননে।

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র ও রর

সঠিক উত্তর : (ঘ) র ও রর

২১। এলাচি, হামাম, সুসিজ হলো এক ধরনের-

(ক) খাবার

(খ) সাহিত্যকর্ম

(গ) দৃশ্যশিল্প

(ঘ) কাপড়

সঠিক উত্তর : (ঘ) কাপড়

২২। অন্নদামঙ্গলের রচিয়তা কে?

(ক) ভরতচন্দ্র

(খ) মুকুন্দরাম

(গ) বিজয়গুপ্ত

(ঘ) চন্ডীদাস

সঠিক উত্তর : (ক) ভরতচন্দ্র

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<63756 and publish = 1 order by id desc limit 3' at line 1