logo
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়   ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
পাহাড়পুর বৌদ্ধবিহার
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে শূন্যস্থান পূরণ দেয়া হলো

তৃতীয় অধ্যায়

প্রশ্ন : পুন্ড্রনগর - আমলে প্রতিষ্ঠিত হয়েছিল।

উত্তর : মৌর্য আমলে

প্রশ্ন : মহাস্থানগড় বগুড়া শহর থেকে - করতোয়া নদীর তীরে অবস্থিত।

উত্তর : ১৩ কিলোমিটার উত্তরে

প্রশ্ন : বাংলার প্রাচীনতম - পাওয়া গেছে।

উত্তর : ব্রাহ্মী শিলালিপি

প্রশ্ন : 'পাহাড়পুর বৌদ্ধবিহার' - নির্মিত হয়।

উত্তর : ধর্মপালের শাসনামলে

প্রশ্ন : ময়নামতি কুমিলস্না শহর থেকে - দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

উত্তর : ৮ কিলোমিটার

প্রশ্ন : লোকশিল্প জাদুঘর - অবস্থিত।

উত্তর : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে

প্রশ্ন : লোকশিল্প জাদুঘর শিল্পাচার্য জয়নুল আবেদিন - প্রতিষ্ঠা করেন।

উত্তর : ১৯৭৫ সালে

প্রশ্ন : লালবাগ দুর্গ বর্তমান পুরান ঢাকার - বুড়িগঙ্গা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত।

উত্তর : দক্ষিণ-পশ্চিম প্রান্তে

প্রশ্ন : লালবাগ দুর্গে শায়েস্তা খানের কন্যা - মাজার রয়েছে।

উত্তর : পরী বিবির

প্রশ্ন : আহসান মঞ্জিল মুঘল আমলে পরগনার জমিদার - নির্মাণ করেন।

উত্তর : শেখ এনায়েতউলস্নাহ আহসান

অধ্যায় ৪

প্রশ্ন : বাংলাদেশের - মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।

উত্তর : শতকরা প্রায় ৮০ ভাগ

প্রশ্ন : ২০১১-১২ অর্থবছরে মোট জাতীয় আয়ে কৃষি খাত থেকে পাওয়া যায় -

উত্তর : শতকরা প্রায় ২০ ভাগ

প্রশ্ন : বাংলাদেশের কৃষিজাত দ্রব্যগুলোকে - ভাগে ভাগ করা যায়।

উত্তর : দুই ভাগে

প্রশ্ন : বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল -।

উত্তর : ধান

প্রশ্ন : বাংলাদেশে - আমন ও বোরো ধান হয়।

উত্তর : আউশ

প্রশ্ন : পাটকে - বলা হয়।

উত্তর : এড়ষফবহ ঋরনবৎ

প্রশ্ন : বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত পাটের পরিমাণ -।

উত্তর : প্রায় ৪৫ লাখ মেট্রিক টন

প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিলস্না, পাবনা, কুষ্টিয়া, যশোর ও - পাট অধিক উৎপন্ন হয়।

উত্তর : খুলনায়

প্রশ্ন : বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, পার্বত্য চট্টগ্রাম, দিনাজপুর ও - চা উৎপন্ন হয়।

উত্তর : পঞ্চগড়ে

প্রশ্ন : ২০১১-১২ অর্থবছরে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান -।

উত্তর : প্রায় ৩০%।

প্রশ্ন : বাংলাদেশের প্রধান শিল্পগুলো পাট, বস্ত্র, চিনি, ওষুধ, সার, কাগজ ও -।

উত্তর : চামড়াশিল্প
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে