logo
মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৬

  সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়   ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি -

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো

অধ্যায়-৭

৬৯. জাতীয় সংসদের মেয়াদ কত বছর?

ক. চার বছর

খ. পাঁচ বছর

গ. ছয় বছর

ঘ. সাত বছর

সঠিক উত্তর : খ. পাঁচ বছর

৭০. জাতীয় সংসদে কতজন স্পিকার থাকেন?

ক. একজন

খ. দুজন

গ. তিনজন

ঘ. চারজন

সঠিক উত্তর : ক. একজন

৭১. জাতীয় সংসদে কতজন ডেপুটি স্পিকার থাকেন?

ক. একজন

খ. দুজন

গ. তিনজন

ঘ. চারজন

সঠিক উত্তর : ক. একজন

৭২. ডেপুটি স্পিকারের কাজ কী?

র. স্পিকারের কাজে সহায়তা করা

রর. স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনা করা

ররর. স্পিকারকে হুকুম দেয়া

নিচের কোনটি সঠিক?

ক. রর খ. ররর

গ. র ঘ. র ও রর

সঠিক উত্তর : ঘ. র ও রর

৭৩. শাসন বিভাগ গঠিত-

র. রাষ্ট্রপ্রধানের কর্মকর্তাদের নিয়ে

রর. সরকারপ্রধানের কর্মকর্তাদের নিয়ে

ররর. সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. রর খ. ররর

গ. র ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৭৪. সুপ্রিম কোর্টের প্রধানকে কী বলা হয়?

ক. বিচারক

খ. প্রধান বিচারপতি

গ. বিচারপতি

ঘ. আইনপ্রণেতা

সঠিক উত্তর : খ. প্রধান বিচারপতি

৭৫. প্রধান বিচারপতিকে কে নিয়োগ দেন?

ক. প্রধানমন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. মন্ত্রী

ঘ. আইনমন্ত্রী

সঠিক উত্তর : খ. রাষ্ট্রপতি

৭৬. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?

ক. দুটি

খ তিনটি

গ. চারটি

ঘ পাঁচটি

সঠিক উত্তর : ক. দুটি

৭৭. যে বিভাগ আইন অনুযায়ী বিচার করে

তাকে কী বলে?

ক. শাসন বিভাগ

খ. জাতীয় সংসদ

গ. আইন বিভাগ

ঘ. বিচার বিভাগ

সঠিক উত্তর : ঘ. বিচার বিভাগ

৭৮. বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?

ক. বিচারপতিদের

খ. সংসদ সদস্যদের

গ. আইনজীবীদের

ঘ. মন্ত্রীদের

সঠিক উত্তর : ক. বিচারপতিদের

অধ্যায়-৮

১। সারা পৃথিবীতে আজ জলবায়ু পরিবর্তন দেখা যাচ্ছে কেন?

ক. ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে

খ. পানি দূষিত হওয়ার কারণে

গ. ঝড়-বৃষ্টির কারণে

ঘ. সমুদ্রের গভীরতা হ্রাস পাওয়ার কারণে

সঠিক উত্তর : ক. ভূ-পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে