মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
শিক্ষার মাধ্যমে অটিস্টিক শিশুদের স্বাভাবিক জীবন -

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে শূন্যস্থান পূরণ দেয়া হলো

অধ্যায় ৯

প্রশ্ন : - শিশুরা অন্যদের মতো হৈচৈ না করে একা একা থাকতে চায়।

উত্তর : অটিস্টিক

অটিজম - সমস্যা

উত্তর : - বিকাশগত

প্রশ্ন : - মাধ্যমে অটিস্টিক শিশুকে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করা সম্ভব।

উত্তর : শিক্ষার

প্রশ্ন : যেসব শিশুর আচরণে - নামক একটি বিকাশগত সমস্যা দেখা যায় তাদের অটিস্টিক শিশু বলা হয়।

উত্তর : অটিজম

অধ্যায় ১০

প্রশ্ন : অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকেই - মনোভাব বলে।

উত্তর : গণতান্ত্রিক

প্রশ্ন : সবার - ভিত্তিতে দলনেতা নির্বাচন করা উচিত।

উত্তর : ঐকমত্যের

প্রশ্ন :শ্রেণিকক্ষে গণতন্ত্রচর্চার একটি উপায় হলো সবার মতামতের ভিত্তিতে শিক্ষক - নির্বাচিত করবেন।

উত্তর : শ্রেণিনেতা

প্রশ্ন : গণতন্ত্রের - শাসন।

উত্তর : জনগণের

প্রশ্ন : গণতন্ত্রের মূলকথা হলো সবার মতকে সম্মান করা এবং অধিকাংশের মত অনুসারে -নেয়া।

উত্তর : সিদ্ধান্ত

প্রশ্ন : - আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

উত্তর : গণতন্ত্র

অধ্যায় ১১

প্রশ্ন : বাংলাদেশের জনসংখ্যার শতকরা - ভাগ নারী।

উত্তর : ৪৯ ভাগ

প্রশ্ন :নারী জাগরণের অগ্রদূত বলা হয় -।

উত্তর : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে

প্রশ্ন : বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলার - গ্রামে জন্মগ্রহণ করেন।

উত্তর : পায়রাবন্দ

প্রশ্ন : বেগম রোকেয়া - সালে মৃতু্য বরণ করেন।

উত্তর : ১৯৩২

প্রশ্ন : - সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে।

উত্তর : ১৯১০

প্রশ্ন : ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন -।

উত্তর : জার্মান নারী নেতা 'কারা জেটকিন'

প্রশ্ন : - তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

উত্তর : ৮ মার্চ

অধ্যায় ১২

প্রশ্ন : বাংলাদেশে - গারোরা বাস করে।

উত্তর : - উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে -

প্রশ্ন : গারো সমাজ -।

উত্তর : মাতৃতান্ত্রিক।

প্রশ্ন : গারোদের অধিকাংশ বর্তমানে -।

উত্তর : খ্রিস্টধর্মাবলম্বী।

প্রশ্ন :গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম -।

উত্তর : বাঁশ কোড়ল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<66879 and publish = 1 order by id desc limit 3' at line 1