logo
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ৬ কার্তিক ১৪২৬

  নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়   ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়
গারোদের প্রধান উৎসব-
আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে শূন্যস্থান পূরণ দেয়া হলো

অধ্যায় ১২

প্রশ্ন : গারোদের প্রধান উৎসবের নাম -।

উত্তর : 'ওয়াংগালা'

প্রশ্ন : খাসিয়াদের প্রধান দেবতার নাম -।

উত্তর : 'উবস্নাই নাংথউ'

প্রশ্ন : ম্রোরা - ধর্মাবলম্বী।

উত্তর : বৌদ্ধ

প্রশ্ন : বাংলাদেশের ত্রিপুরারা - সমাজের অধিকারী।

উত্তর : পিতৃতান্ত্রিক

প্রশ্ন : পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরারা - অনুসারী।

উত্তর : সনাতনধর্মের

প্রশ্ন : ত্রিপুরারা গ্রামের সব লোকের মঙ্গলের জন্য - পূজা করে।

উত্তর : 'কের'

প্রশ্ন : ত্রিপুরারা বাংলা বছরের শেষ দুই দিন ও - 'বৈসু' উৎসব পালন করে।

উত্তর : নববর্ষের প্রথম দিনে

প্রশ্ন : ওঁরাওদের প্রধান উৎসবের নাম -।

উত্তর : 'ফাগুয়া'

প্রশ্ন : গারো সমাজ -।

উত্তর : মাতৃতান্ত্রিক।

প্রশ্ন : গারোদের অধিকাংশ বর্তমানে -।

উত্তর : খ্রিস্টধর্মাবলম্বী।

প্রশ্ন :গারোদের ঐতিহ্যবাহী খাবারের নাম -।

উত্তর : বাঁশ কোড়ল

অধ্যায় ১৩

প্রশ্ন : নিজ দেশের বাইরে যেসব দেশ রয়েছে এসব দেশকে - বলে।

উত্তর : বহির্বিশ্ব

প্রশ্ন : সার্ক - সংস্থা।

উত্তর : আঞ্চলিক সহযোগিতা সংস্থা।

প্রশ্ন : বিশ্বে এ পর্যন্ত কয়টি বিশ্বযুদ্ধ হয়েছে।

উত্তর : দুটি

প্রশ্ন : ১৯৪৫ সালের - জাতিসংঘ গঠিত হয়।

উত্তর : ২৪ অক্টোবর

প্রশ্ন : বাংলাদেশ ১৯৭৪ সালের - জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

উত্তর : ১৭ সেপ্টেম্বর

প্রশ্ন : জাতিসংঘের - শাখা রয়েছে।

উত্তর : ছয়টি

প্রশ্ন: বাংলাদেশ - জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।

উত্তর : ১৯৮৬ সালে

প্রশ্ন : জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র -।

উত্তর : পাঁচটি

প্রশ্ন : ইউনিসেফ বিশ্বের - কাজ উন্নয়নে কাজ করে।

উত্তর : শিশুদের

প্রশ্ন : ইউনিসেফের সদর দপ্তর - অবস্থিত।

উত্তর : নিউইয়র্কে

প্রশ্ন : ইউনেস্কোর সদর দপ্তর - অবস্থিত।

উত্তর : প্যারিসে

প্রশ্ন : ২১ ফেব্রম্নয়ারি আমাদের ভাষা শহীদ দিবস বিশ্ব মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে - সহায়তায়।

উত্তর : ইউনেস্কোর

প্রশ্ন: ঋঅঙ-এর সদর দপ্তর - অবস্থিত।

উত্তর : ইতালির রোমে

প্রশ্ন : বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় -তারিখে।

উত্তর : ৭ এপ্রিল

প্রশ্ন : সার্ক গঠিত হয় ১৯৮৫ সালের - তারিখ।

উত্তর : ৮ ডিসেম্বর

প্রশ্ন : সার্কের বর্তমান সদস্য দেশ -।

উত্তর : ৮টি।

প্রশ্ন : সার্কের সর্বশেষ সদস্য দেশ -।

উত্তর : আফগানিস্তান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে