শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা জীববিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
মিয়োসিস পদ্ধতি -

প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো।

অধ্যায় ৩

৫১। মাইটোসিসের ফলে কোন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?

উত্তর : বহুকোষী জীবের

৫২। মিয়োসিস পদ্ধতিতে মাতৃ-নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে?

উত্তর : ২ বার

৫৩। কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়?

উত্তর : মিয়োসিস

৫৪। স্পিন্ডল তন্তু কী?

উত্তর : স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোই হলো স্পিন্ডল তন্তু।

৫৫। মিয়োসিস অর্থ কী?

উত্তর : হ্রাস করা

৫৬। আকর্ষণ তন্তু কাকে বলে?

উত্তর : মাইটোসিসের প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে নির্দিষ্ট তন্তুর সঙ্গে সংযুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বলে।

৫৭। ক্যারিওকাইনেসিস কী?

উত্তর : মাইটোসিস কোষ বিভাজনকালে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।

৫৮। মাইটোসিস প্রক্রিয়ার পর্যায় কয়টি?

উত্তর : ৫টি

৫৯। ইন্টারফেজ কী?

উত্তর : ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়।

কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে।

৬০। মিয়োসিস কী?

উত্তর : যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দু'বার কিন্তু ক্রোমোজোমে একবার বিভক্ত হয় তাকে মিয়োসিস বলে।

৬১। মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?

উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত মাতৃকোষের জটিল ও ধারাবাহিক পর্যায়ে তার নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই

একবার করে বিভক্ত হয় এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা, আকৃতি, প্রকৃতি ও গুণাবলি মাতৃকোষের অনুরূপ হয় তাকে

মাইটোসিস কোষ বিভাজন বলে।

৬২। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে?

উত্তর : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপস্নাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে।

অধ্যায়-৪

১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোন গ্যাস?

উত্তর : কার্বন ডাই-অক্সাইড

২। শক্তির মূল উৎস কী?

উত্তর : সূর্য

৩। কোন যৌগকে জৈব মুদ্রা বলা হয়?

উত্তর : অঞচ

৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়?

উত্তর : অঞচ

৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোন খাদ্য তৈরি করে?

উত্তর : শর্করা

৬। সূর্যালোক এবং জীবনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রক্রিয়ার নাম কী?

উত্তর : সালোকসংশ্লেষণ

৭। বায়োএনার্জিটিক্স এর বাংলা অর্থ লিখ।

উত্তর : জীবনীশক্তি

৮। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়?

উত্তর : জীবনীশক্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67080 and publish = 1 order by id desc limit 3' at line 1