বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
নবম-দশম শ্রেণির পড়াশোনা

জীববিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
ফটোফসফোরাইলেশন

অধ্যায় ৪

২৩। সবুজ উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য কীসে সঞ্চিত থাকে?

উত্তর : পাতায়

২৪। ইরড়ষড়মরপধষ ঈড়রহ এর বাংলা অর্থ কী?

উত্তর : জৈবমুদ্রা

২৫। কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর :ফটোসিনথেসিস

২৬। কোন ধরনের শক্তি সালোকসংশ্লেষণের সময় অউচ গ্রহণ করে?

উত্তর : সৌরশক্তি

২৭। সালোকসংশ্লেষণের সময় অউচ সৌরশক্তি গ্রহণ করে অঞচ-তে পরিণত হওয়াকে কী বলে?

উত্তর : ফটোফসফোরাইলেশন

২৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি কী শক্তি উৎপন্ন করে?

উত্তর : রাসায়নিকশক্তি

২৯। সালোকসংশ্লেষণের সময় কী সৌরশক্তি গ্রহণ করে অঞচ-তে পরিণত হয়?

উত্তর : অউচ ৩০। অউচ এর পূর্ণরূপ লিখ।

উত্তর : অফবহড়ংরহব ফরঢ়যড়ংঢ়যধঃব ৩১। কিটো এসিড কয় কার্বনবিশিষ্ট যৌগ?

উত্তর : ৬

৩২। পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে?

উত্তর : কার্বন ডাই-অক্সাইড

৩৩। আম, লিচু, কলা প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ?

উত্তর : ঈ৩ উদ্ভিদ

৩৪। ঈ৩উদ্ভিদ কাকে বলে?

উত্তর : ঈ৩ গতিপথ বা ক্যালভিন চক্র যে সকল উদ্ভিদে ঘটে তাদেরকে ঈ৩উদ্ভিদ বলে।

৩৫। ঈ৪ উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থের নাম কী?

উত্তর : অক্সালো এসিটিক এসিড

৩৬। পত্ররন্দ্র কোন অবস্থাতে বন্ধ হয়ে যায়?

উত্তর : বাতাসে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ খুব বেশি বৃদ্ধি পেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<67384 and publish = 1 order by id desc limit 3' at line 1