বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০
ট্রাক্টর

আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো

অধ্যায়-৮

১৪. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে কী?

উত্তর : গ্রীষ্মকাল

১৫. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে তখন সে অংশে কী?

উত্তর : শীতকাল

১৬. যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে কী বলে?

উত্তর : উপগ্রহ

১৭. চাঁদের নিজস্ব কী নেই?

উত্তর : আলো

১৮. চাঁদের যখন সম্পূর্ণ অংশ আলোকিত দেখি তখন তাকে কী বলে?

উত্তর : পূর্ণিমা

১৯. চাঁদে যখন একেবারই কোনো আলো দেখতে পাই না তখন তাকে কী বলে?

উত্তর : অমাবস্যা

২০. চাঁদ নিজ অক্ষে পৃথিবীর চারদিক ঘুরে আসতে কত দিন লাগে?

উত্তর : ২৮ দিন

অধ্যায়-৯

১. শিল্প বিপস্নব কখন হয়েছিল?

উত্তর : ১৮ শতক

২. কোনটি রাসায়নিক প্রযুক্তি?

উত্তর : সার

৩. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান কোনটি?

উত্তর : বিজ্ঞান

৪. প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নের জন্য কী উদ্ভাবন করেছে?

উত্তর : বিভিন্ন পণ্য

৫. বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য কী রূপ?

উত্তর : ভিন্ন

৬. প্রকৃতি নিয়ে কারা গবেষণা করেন?

উত্তর : বিজ্ঞানীরা

৭. জলীয় বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ কী উদ্ভাবন করেছে?

উত্তর : বাষ্পীয় ইঞ্জিন

৮. বিভিন পণ্য যন্ত্রপাতি উদ্ভাবনে প্রযুক্তি কোনটি ব্যবহার করা হয়েছে?

উত্তর : বৈজ্ঞানিক জ্ঞান

৯. বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করেন কোন যন্ত্রের সাহায্যে?

উত্তর : দূরবিন যন্ত্র

১০. চাষাবাদের জন্য নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে?

উত্তর : কৃষি প্রযুক্তি

১১. কোন যন্ত্রটি খাদ্য উৎপাদনে সাহায্য করে?

উত্তর : ট্রাক্টর

১২. উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে কোনটি?

উত্তর : রাসায়নিক সার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<70200 and publish = 1 order by id desc limit 3' at line 1