বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি - সাধারণজ্ঞান

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।
মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়
  ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

৩৩। রূপপুর পারমাণবিক বিদু্যৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

ক) ময়মনসিংহে

খ) নেত্রকোনা

গ) সাভার

ঘ) পাবনা

উত্তর : ঘ) পাবনা

৩৪। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন কোন সালে?

ক) ১৯৭২

খ) ১৯৭৩

গ) ১৯৭৪

ঘ) ১৯৭৫

উত্তর : গ) ১৯৭৪

৩৫। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে?

ক) নবাব সিরাজউদ্দৌলা

খ) শায়েস্তা খান

গ) ঈশা খান

ঘ) সুবেদার ইসলাম

উত্তর : খ) শায়েস্তা খান

৩৬। 'ইরাটম' কী?

ক) উন্নত জাতের পাট

খ) উন্নত জাতের ইক্ষু

গ) উন্নত জাতের ধান

ঘ) উন্নত জাতের চা

উত্তর : গ) উন্নত জাতের ধান

৩৭। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা (্‌আয়তন) কোনটি?

ক) নওয়াবগঞ্জ

খ) নরসিংদী

গ) মেহেরপুর

ঘ) সাতক্ষীরা

উত্তর : গ) মেহেরপুর

৩৮। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি কোথায় অবস্থিত?

ক) রাঙামাটি

খ) গাজীপুর

গ) সিলেট

ঘ) নারায়ণগঞ্জ

উত্তর : খ) গাজীপুর

৩৯। কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?

ক) ঠাকুরগাঁও

খ) রংপুর

গ) নওয়াবগঞ্জ

ঘ) বাগেরহাট

উত্তর : ঘ) বাগেরহাট

৪০। চরফ্যাশন কোন জেলায়?

ক) ভোলা

খ) বরিশাল

গ) বাগেরহাট

ঘ) লক্ষ্ণীপুর

উত্তর : ক) ভোলা

৪১। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?

ক) কীর্তনখোলা

খ) মেঘনা

গ) আড়িয়াল খাঁ

ঘ) কোনটিই নয়

উত্তর : ক) কীর্তনখোলা

৪২। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?

ক) ইঞঞই

খ) ইঞঈঈ

গ) ইঞঈখ

ঘ) ইঞজঈ

উত্তর : গ) ইঞঈখ

৪৩। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

ক) ৭

খ) ১০

গ) ১১

ঘ) ১২

উত্তর : গ) ১১

৪৪। প্রাচীন 'পুন্ড্রনগর' কোথায় অবস্থিত?

ক) ময়নামতি

খ) বিক্রমপুর

গ) মহাস্থানগড়

ঘ) পাহাড়পুর

উত্তর : গ) মহাস্থানগড়

৪৫। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?

ক) গণভবন

খ) রাষ্ট্রপতি ভবন

গ) বঙ্গভবন

ঘ) ইডেন ভবন

উত্তর : গ) বঙ্গভবন

৪৬। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

ক) সোনালী ব্যাংক

খ) বাংলাদেশ ব্যাংক

গ) গ্রামীণ ব্যাংক

ঘ) সেন্ট্রাল ব্যাংক

উত্তর : খ) বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71249 and publish = 1 order by id desc limit 3' at line 1