বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি (সাধারণজ্ঞান)

প্রিয় শিক্ষার্থী, চলছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পূর্ণ আয়োজন নিয়ে আমরা হাজির। আশা রাখি এই আয়োজন তোমাদের সহায়তা করবে।
নতুনধারা
  ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

৮৮। সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?

ক) নাটোর

খ) নওগাঁ

গ) চাঁপাইনবাবগঞ্জ

ঘ) রাজশাহী

উত্তর : গ) চাঁপাইনবাবগঞ্জ

৮৯। বঙ্গবঙ্গ রহিত করা হয় কোন সালে?

ক) ১৯০৫ সালে

খ) ১৯০১ সালে

গ) ১৯১১ সালে

ঘ) ১৯১৩ সালে

উত্তর : গ) ১৯১১ সালে

৯০। সংবিধানের কোন সংশোধনীর বলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়?

ক) একাদশ

খ) দ্বাদশ

গ) ত্রয়োদশ

ঘ) চতুর্দশ

উত্তর : গ) ত্রয়োদশ

৯১। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব (সাবেক) আইরিন খান কোন দেশের নাগরিক?

ক) ভারত

খ) পাকিস্তান

গ) বাংলাদেশ

ঘ) আফগানিস্তান

উত্তর : গ) বাংলাদেশ

৯২। বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে বলবৎ হয়?

ক) ২৬ মার্চ, ১৯৭১

খ) ১৭ এপ্রিল, ১৯৭১

গ) ৪ নভেম্বর, ১৯৭২

ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২

উত্তর : ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭২

৯৩। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন-

ক) মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ

খ) শাহ আব্দুল হামিদ

গ) মুহম্মদ উলস্নাহ

ঘ) বায়তুলস্নাহ

উত্তর : খ) শাহ আব্দুল হামিদ

৯৪। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন হয় কত সালে?

ক) ১৯৬৩ সালে

খ) ১৯৫৭ সালে

গ) ১৯৭৩ সালে

ঘ) ১৯৬৫ সালে

উত্তর : খ) ১৯৫৭ সালে

৯৫। গিনেস মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘণ্টা আগে?

ক) ৪ ঘণ্টা

খ) ৬ ঘণ্টা

গ) ৭ ঘণ্টা

ঘ) ৫ ঘণ্টা

উত্তর : খ) ৬ ঘণ্টা

৯৬। শহীদ মিনারের স্থপতি কে?

ক) হামদুর রহমান

খ) মঈনুল আহসান

গ) নিতুন কুন্ডু

ঘ) কামরুল হাসান

উত্তর : ক) হামিদুর রহমান

৯৭। বাংলা একাডেমির প্রাক্তন নাম কী?

ক) চামেলী হাউস

খ) সাহিত্য পরিষদ

গ) বর্ধমান হাউস

ঘ) বঙ্গীয় সাহিত্য সভা

উত্তর : গ) বর্ধমান হাউস

৯৮। নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন?

ক) এডমাউন্ড এস ফিলপস

খ) এনড্রো জেড ফায়ার

গ) জন সি মেথার গোমেজ

ঘ) বুকানন হ্যামিলটন

উত্তর : ঘ) বুকানন হ্যামিলটন

৯৯। বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?

ক) সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে

খ) মৌলভীবাজারের মাধবকুন্ড মুরাইছড়ায়

গ) কক্সবাজারের ডুলাহাজরায়

ঘ) খুলনার মংলায়

উত্তর : ক) সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে

১০০। ময়নামতির পূর্বনাম কী?

ক) সিংহজানী

খ) ত্রিপুরা

গ) সুধারাম

ঘ) রোহিতগিরি

উত্তর : ঘ) রোহিতগিরি

১০১। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের ছোট থানা কোনটি?

ক) থানচি

খ) শিবগঞ্জ

গ) রাজস্থলী

ঘ) শ্যামনগর

উত্তর : ক) থানচি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<72293 and publish = 1 order by id desc limit 3' at line 1