logo
শুক্রবার ২৪ মে, ২০১৯, ১০ জ্যৈষ্ঠ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ১১ আগস্ট ২০১৮, ০০:০০  

সাধারণজ্ঞান

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

বিশ্ববিদ্যালয় ভতির্  প্রস্তুতি
৩০. ভারতীয় উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিকের নাম কী?

ক. কালি ও কলম

খ. বেগম

গ. কল্লোল

ঘ. শিখা

সঠিক উত্তর : খ. বেগম

৩১. মোহাম্মদ আলী কোন রোগে কাতর ছিলেন?

ক. নিউমোনিয়া খ. হোমসিক

গ. ফুসফুস ক্যান্সার ঘ. পাকির্নসন্স

সঠিক উত্তর : ঘ. পাকির্নসন্স

৩২. কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মৃত্যুবরণ করেনÑ

ক. ১৮ ফেব্রæয়ারি ২০১৬

খ. ৩ জুলাই ২০১৬

গ. ৩ জুন ২০১৬ ঘ. ৫ জুন ২০১৬

সঠিক উত্তর : গ. ৩ জুন ২০১৬

৩৩. বাংলাদেশের সাক্ষরতার হারÑ

ক. ৬১.৫% খ. ৬৫.৭%

গ. ৬২.৯% ঘ. ৬২.৩%

সঠিক উত্তর : ঘ. ৬২.৩%

৩৪. বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিলÑ

ক. যুক্ত ফ্রন্ট গঠন খ. ভাষা আন্দোলন

গ. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা

ঘ. আগরতলা ষড়যন্ত্র মামলা

সঠিক উত্তর : গ. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা

৩৫. ইউনেস্কো ২১ ফেব্রæয়ারিকে ‘আন্তজাির্তক মাতৃভাষা দিবস’ ঘোষণা করেÑ

ক. ২১ ফেব্রæয়ারি ১৯৯৯ খ. ১৭ নভেম্বর ১৯৯৭

গ. ১৭ অক্টোবর ২০০০ ঘ. ১৭ নভেম্বর ১৯৯৯

সঠিক উত্তর : ঘ. ১৭ নভেম্বর ১৯৯৯

৩৬. আন্তজাির্তক ভাষাবষর্Ñ

ক. ১৯৫২ সাল খ. ১৯৯৯ সাল

গ. ২০০৮ সাল ঘ. ২০০০ সাল

সঠিক উত্তর : গ. ২০০৮ সাল

৩৭. বাংলা ভাষাকে পাকিস্তান জাতীয় পরিষদ রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে?

ক. ১৬ ফেব্রæয়ারি ১৯৫৬

খ. ৯ মে ১৯৫৪

গ. ২১ ফেব্রæয়ারি ১৯৫৬

ঘ. ৩১ জানুয়ারি ১৯৫২

সঠিক উত্তর : ক. ১৬ ফেব্রæয়ারি ১৯৫৬

৩৮. ভারতের প্রথম ইংরেজ গভনর্র জেনারেল কে ছিলেন?

ক. লডর্ মাউন্ট ব্যাটেন

খ. ওয়ারেন হেস্টিংস

গ. লডর্ কাজর্ন

ঘ. লডর্ রিপন

সঠিক উত্তর : খ. ওয়ারেন হেস্টিংস

৩৯. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবতর্ন হয় কত সালে?

ক. ১৯৯৩

খ. ১৭৯৫

গ. ১৭৯৩

ঘ. ১৮৫৬

সঠিক উত্তর : গ. ১৭৯৩
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে