শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি (গণিত)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০
একটি ঘরের দৈর্ঘ্য ৩০, প্রস্থ ২০ মিটার ১৫ সে.মি. হলে ক্ষেত্রফল কত?

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি?

ক. ০

খ. ১

গ. ২

ঘ. ৩

সঠিক উত্তর : গ. ২

২। ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ... ... সংখ্যাগুলোকে কী সংখ্যা বলা হয়?

ক. স্বাভাবিক

খ. ফিবোনাক্কি

গ. মৌলিক

ঘ. টামটা

সঠিক উত্তর : খ. ফিবোনাক্কি

৩। ২, ৪, ৬, ৮, ১০, ... ... প্যাটার্নের মৌলিক সংখ্যা কয়টি?

ক. ০টি

খ. ১টি

গ. ২টি

ঘ. ৩টি

সঠিক উত্তর : খ. ১টি

৪। কাঠি দিয়ে ও, ঠ, ঘ বর্ণমালার প্যাটার্ন তৈরি করা হলে পরবর্তী বর্ণমালাটি কী হবে?

ক. ক

খ. খ

গ. ড

ঘ. ঞ

সঠিক উত্তর : গ. ড

৫। ৫ ক্রমের ম্যাজিক সংখ্যা কত?

ক. ১৫

খ. ৩৪

গ. ৫০

ঘ. ৬৫

সঠিক উত্তর : ঘ. ৬৫

৬। ২, ৪, ৮, ১৪, ২২, ... ... তালিকার পরবর্তী সংখ্যাটি কত?

ক. ৩২

খ. ৩৪

গ. ৩

ঘ. ৪০

সঠিক উত্তর : ক. ৩২

৭। ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে কোন ধরনের সংখ্যা বাছাই করা হয়?

ক. মৌলিক সংখ্যা

খ. স্বাভাবিক সংখ্যা

গ. মূলদ সংখ্যা

ঘ. পূর্ণ সংখ্যা

সঠিক উত্তর : ক. মৌলিক সংখ্যা

৮। 'ক' স্বাভাবিক সংখ্যা হলে-

র. ২ক জোড় সংখ্যা

রর. (২ক + ৩) বিজোড় সংখ্যা

ররর. (ক + ১) সর্বদাই জোড় সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. রর ও ররর

সঠিক উত্তর : গ. র ও রর

একটি তালিকার সংখ্যাগুলো হলো: ১, ৩, ৫, ৭, ..., ১৯

ওপরের তথ্যের আলোকে নিচের ৯ ও ১০ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

৯। তালিকাটিতে পদসংখ্যা কত?

ক. ৮

খ. ১০

গ. ১৮

ঘ. ১৯

সঠিক উত্তর : খ. ১০

১০। তালিকায় প্রদত্ত সংখ্যাগুলোর যোগফল কত?

ক. ১৯

খ. ৩৫

গ. ৯০

ঘ. ১০০

সঠিক উত্তর : ঘ. ১০০

১১। নিচের কোন সংখ্যাটিকে একাধিক উপায়ে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?

ক. ৫০

খ. ৬৫

গ. ১০০

ঘ. ৩২৫

সঠিক উত্তর : ঘ. ৩২৫

নিচের সারণির আলোকে ১২ থেকে ১৩ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

ক্রমিক নং রাশি পদ

১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ১০ম

১ ২ক + ১ ৩ ৫ ৭ ৯ ১১

২ ৩ক + ১ ৪ ৭ ১০

১২। (২ক + ১) রাশির ১০ম পদ কত?

ক. ১৩

খ. ১৫

গ. ১৭

ঘ. ২১

সঠিক উত্তর : ঘ. ২১

১৩। (৩ক + ১)-এর ৫ম পদ কত?

ক. ১৫

খ. ১৬

গ. ১৭

ঘ. ১৮

সঠিক উত্তর : খ. ১৬

১৪। ক্রমিক নাম্বার ২-এর ১ম ২০টি পদের সমষ্টি কত?

ক. ৬১

খ. ৬৫

গ. ৬৫০

ঘ. ১৩০০

সঠিক উত্তর : গ. ৬৫০

১৫। বার্ষিক মুনাফার হার ১০% হলে কত বছরে টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে?

ক. ৫ খ. ১০

গ. ১৫ ঘ. ২০

সঠিক উত্তর : খ. ১০

দিলীপ বাবু ৫০০০ টাকা ১২% মুনাফায় একটি বেসরকারি ব্যাংকে জমা রাখলেন।

ওপরের তথ্যের আলোকে নিচের ১৬ ও ১৭ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

১৬। এক বছরান্তে তিনি কত টাকা মুনাফা পাবেন?

ক. ২০০ টাকা

খ. ৩০০ টাকা

গ. ৫০০ টাকা

ঘ. ৬০০ টাকা

সঠিক উত্তর : ঘ. ৬০০ টাকা

১৭। ২ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?

ক. ১২৭২ টাকা

খ. ১২০০ টাকা

গ. ৭২ টাকা

ঘ. ১ টাকা

সঠিক উত্তর : গ. ৭২ টাকা

১৮। শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?

ক. ৫%

খ. ১০%

গ. ১৫%

ঘ. ২০%

সঠিক উত্তর : খ. ১০%

১৯। ু টাকার ু% মুনাফায় ৪ বছরের মুনাফা ু টাকা হলে ু-এর মান নিচের কোনটি?

ক. ৫ খ. ১০

গ. ১৫ ঘ. ২৫

সঠিক উত্তর : ঘ. ২৫

২০। ৩৬০০ টাকায় ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

ক. ৫০০০ টাকা

খ. ৫৪০০ টাকা

গ. ৫০২০ টাকা

ঘ. ৫০৪০ টাকা

সঠিক উত্তর : ঘ. ৫০৪০ টাকা

২১। একটি ঘরের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার ১৫ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?

ক. ৬০৪৫ বর্গমিটার

খ. ৬০৪.৫ বর্গমিটার

গ. ৬০.৪৫ বর্গমিটার

ঘ. ৫০.১৫ বর্গমিটার

সঠিক উত্তর : খ. ৬০৪.৫ বর্গমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74484 and publish = 1 order by id desc limit 3' at line 1