বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

প্রশ্ন: বারো ভূঁইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন -

উত্তর: জমিদার প্রতাপাদিত্য।

প্রশ্ন: বারো ভূঁইয়াদের দমন করা হয় -

উত্তর: সম্রাট জাহাঙ্গীরের সময়ে।

প্রশ্ন: বাংলার প্রথম নবাব বা প্রথম স্বাধীন নবাব -

উত্তর: মুর্শিদকুলী খান।

প্রশ্ন: মুর্শিদকুলী খানের শাসনকাল -

উত্তর: ১৭১৭-১৭৫৬ খ্রিস্টাব্দ।

প্রশ্ন: মুর্শিদকুলী খানকে বাংলার সুবাদারি প্রদান করা হয় -

উত্তর: ১৭১৭ সালে।

প্রশ্ন: বাংলায় স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠা করেন -

\হউত্তর: মুর্শিদকুলী খান।

প্রশ্ন: ১৭৪০ সালে সরফরাজ খানকে পরাজিত করে বাংলার মসনদ (সিংহাসন বা আধিপত্য) অধিকার করেন -

উত্তর: আলিবর্দী খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<74486 and publish = 1 order by id desc limit 3' at line 1