শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

প্রশ্ন: পর্তুগিজ বণিকরা প্রথম বাংলায় আসে -

উত্তর: ১৫১৬ সালে।

প্রশ্ন: পর্তুগিজরা বাংলাদেশে পরিচিত ছিল -

উত্তর: ফিরিঙ্গি নামে।

প্রশ্ন: চট্টগ্রাম দখল করে সেখান থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন -

উত্তর: শায়েস্তা খান।

প্রশ্ন: হল্যান্ড বা নেদারল্যান্ডের অধিবাসীরা পরিচিত -

উত্তর: ডাচ বা ওলন্দাজ নামে।

প্রশ্ন: ওলন্দাজ বা ডাচরা বাংলায় আসে -

উত্তর: ১৬৩০ সালে।

প্রশ্ন: ডেনমার্কের অধিবাসীদের বলা হয় -

উত্তর: ডেনিশ।

প্রশ্ন: ইংরেজরা বাংলায় আগমন করে -

উত্তর: ১৬৫৮ সালে।

প্রশ্ন: ফরাসিরা বাংলায় আগমন করে -

উত্তর: ১৬৭৪ সালে।

প্রশ্ন: ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মাণের অনুমতি দেয় -

\হউত্তর: সম্রাট জাহাঙ্গীর।

প্রশ্ন: সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত -

উত্তর: ক্যাপ্টেন হকিন্স।

প্রশ্ন: ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয় -

উত্তর: পলাশীর যুদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75051 and publish = 1 order by id desc limit 3' at line 1