শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জা না র আ ছে অ নে ক কি ছু

নতুনধারা
  ১৩ নভেম্বর ২০১৯, ০০:০০

প্রশ্ন: ১১৭৬ বঙ্গাব্দে (১৭৭০ খ্রিস্টাব্দে) বাংলায় তথা ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ -

উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।

প্রশ্ন: পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্যে দিয়ে ভারতবর্ষে সূচিত হয় -

উত্তর: ইংরেজ শাসনের।

প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে-

উত্তর: ১৭৬৫ সালে।

প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দ্বৈতশাসন ব্যবস্থা চালু করে -

উত্তর: ১৭৬৫ সালে।

প্রশ্ন: শাসনকার্যের ভার নবাবের ওপর এবং রাজস্ব আদায়ের দায়িত্ব কোম্পানির উপর অর্পিত হওয়ার ইতিহাস -

\হউত্তর: দ্বৈতশাসন নামে পরিচিত।

প্রশ্ন: দ্বৈতশাসন ব্যবস্থায় শাসনকার্যের ভার থাকে -

উত্তর: নবাবের উপর।

প্রশ্ন: দ্বৈতশাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের দায়িত্ব থাকে -

উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর।

প্রশ্ন: ১৭৭২ সালে বাংলার গভর্নর নিযুক্ত হন -

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

প্রশ্ন: ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারের প্রথম সূচনা করেন -

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75194 and publish = 1 order by id desc limit 3' at line 1