বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
৭ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০
হেমন্ত উৎসব

অধ্যায়-২

২৫. কত সালে ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে?

ক. ১৯৯৬ সালে

খ. ১৯৯৭ সালে

গ. ১৯৯৮ সালে

ঘ. ১৯৯৯ সালে

সঠিক উত্তর : ঘ. ১৯৯৯ সালে

২৬. কয়টি দল যুক্তফ্রন্ট নির্বাচনে অংশ নেয়?

ক. ১৬

খ. ১৭

গ. ১৮

ঘ. ২০

সঠিক উত্তর : ক. ১৬

২৭. যুক্তফ্রন্টের নির্বাচনি বিজয়কে দেশ-বিদেশের পত্রপত্রিকায় কী বলে আখ্যায়িত করা হয়েছিল?

ক. গণবিপস্নব

খ. গণজাগরণ

গ. ব্যালট বিপস্নব

ঘ. মহাবিজয়

সঠিক উত্তর : গ. ব্যালট বিপস্নব

অধ্যায়-৩

১. আমাদের দেশে কোন সংস্কৃতির প্রভাব বেশি দেখা যায়?

ক. গ্রামীণ সংস্কৃতি

খ. শহুরে সংস্কৃতি

গ. বিদেশি সংস্কৃতি

ঘ. পপ সংস্কৃতি

সঠিক উত্তর : ক. গ্রামীণ সংস্কৃতি

২. বাঙালি তার সংস্কৃতিতে কোনটিকে উপেক্ষা করতে পারেনি?

ক. রাজনীতি

খ. ভৌগোলিক অবস্থান

গ. জনসংখ্যা

ঘ. প্রকৃতি

সঠিক উত্তর : ঘ. প্রকৃতি

৩. বইমেলার আয়োজন করে কোন প্রতিষ্ঠান?

ক. বাংলা একাডেমি

খ. শিশু একাডেমি

গ. শিল্পকলা একাডেমি

ঘ. নজরুল একাডেমি

সঠিক উত্তর : ক. বাংলা একাডেমি

৪. নববর্ষের দিন কারা হালখাতা উদ্বোধন করেন?

ক. চাকরিজীবীরা

খ. বণিকরা

গ. কৃষকরা

ঘ. মাঝিরা

সঠিক উত্তর : খ. বণিকরা

৫. প্রকৃতির জীবন্ত উপাদান কোনটি?

ক. সমুদ্র

খ. আকাশ

গ. চন্দ্র

ঘ. সূর্য

সঠিক উত্তর : ক. সমুদ্র

৬. মানুষের ব্যক্তি ও সমাজজীবনে বড় ভূমিকা কোনটির?

ক. ধর্ম

খ. পরিবেশ

গ. স্বাস্থ্য

ঘ. অর্থ

সঠিক উত্তর : ক. ধর্ম

৭. রবীন্দ্রমেলা কোথায় অনুষ্ঠিত হয়?

ক. শিলাইদহে

খ. দরিরামপুরে

গ. সাগরদাঁড়িতে

ঘ. ঝিনাইদহে

সঠিক উত্তর : ক. শিলাইদহে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75383 and publish = 1 order by id desc limit 3' at line 1