শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

নতুনধারা
  ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০

প্রশ্ন: তিতুমীরের প্রকৃত নাম -

উত্তর: সৈয়দ মীর নিসার আলী।

প্রশ্ন: তিতুমীর নারিকেলবাড়িয়ায় বাঁশের কেলস্না তৈরি করেন -

উত্তর: ১৮৩১ সালে।

প্রশ্ন: তিতুমীরের আন্দোলন ছিল -

উত্তর: জমিদার এবং ব্রিটিশ নীলকরদের বিরুদ্ধে সংগ্রাম।

প্রশ্ন: বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা ছিলেন?

উত্তর: হাজী শরীয়তুলস্নাহ।

প্রশ্ন: ফরায়েজী আন্দোলনের উদ্দেশ্য ছিল-

উত্তর: ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদের জমিদার ও নীলকরদের অত্যাচার ও শোষণ হতে মুক্ত করা।

প্রশ্ন: ব্রিটিশ বাংলার ধর্মীয় আন্দোলনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন-

উত্তর: ফরায়েজী আন্দোলন।

প্রশ্ন: হাজী শরীয়তুলস্নাহর মৃতু্যর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন তার ছেলে-

উত্তর: দুদু মিয়া।

প্রশ্ন: দুদু মিয়ার আসল নাম -

উত্তর: পীর মুহসীনউদ্দিন।

প্রশ্ন: 'জমি থেকে খাজনা আদায় আলস্নাহর আইনের পরিপন্থী'- এ উক্তিটি কার

উত্তর: দুদু মিয়ার।

প্রশ্ন: ইংরেজদের বিরুদ্ধে তিতুমীরের অন্যতম বিদ্রোহ- ?

উত্তর: বারাসাতের বিদ্রোহ।

প্রশ্ন: ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন- ?

\হউত্তর: মহাত্মা গান্ধী।

প্রশ্ন: অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক- ?

উত্তর: মহাত্মা গান্ধী (মোহনদাস করমচাঁদ গান্ধী)।

প্রশ্ন: ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন- ?

উত্তর: মহাত্মা গান্ধী।

প্রশ্ন: ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়- ?

\হউত্তর: ১৯৪২ সালের ৮ আগস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<76156 and publish = 1 order by id desc limit 3' at line 1