logo
রবিবার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৬

  শেখ আবু সাঈদ আবদুলস্নাহ্‌, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুমিলস্না অজিত গুহ মহাবিদ্যালয় য়   ২০ নভেম্বর ২০১৯, ০০:০০  

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (অর্থনীতি ১ম পত্র)

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (অর্থনীতি ১ম পত্র)
কার্ল মার্কস
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ অর্থনীতি (প্রথম পত্র ) থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো।

প্রথম অধ্যায়

৩৪. অর্থনীতির মৌলিক সমস্যা মূলত কয়টি?

উত্তর: তিনটি।

৩৫. অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কয় প্রকার?

উত্তর: চার প্রকার।

৩৬. সমাজতান্ত্রিক অর্থনীতির প্রবক্তা কে?

উত্তর: কার্ল মার্কস।

৩৭. রাশিয়ায় প্রথম সমাজতন্ত্র এসেছিল কত সালে?

উত্তর: ১৯১৭।

৩৮. মিশ্র অর্থব্যবস্থায় সম্পদের কী কী বজায় থাকে?

উত্তর: রাষ্ট্রীয় মালিকানা ও ব্যক্তি মালিকানা।

৩৯. ইসলামী অর্থনীতির মূল উৎস কয়টি?

উত্তর: পবিত্র কোরআন ও হাদিস।

৪০. ইসলামী অর্থনীতিতে পৃথিবীর সকল সম্পদের মালিক কে?

উত্তর: মহান আলস্নাহ্‌তায়ালা।

৪১. অভাব মূলত কয় প্রকার?

উত্তর: তিন প্রকার।

৪২. সম্পদের বৈশিষ্ট্য কয়টি?

উত্তর: চারটি।

৪৩. মানুষের সব কার্যাবলির মূলে কী রয়েছে?

উত্তর: অভাববোধ।

৪৪. পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী?

উত্তর: ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এমন একটি অর্থব্যবস্থা যেখানে ব্যক্তি উদ্যোগে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়।

৪৫. আন্তর্জাতিক বাণিজ্য কী?

উত্তর: দুই বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে যে বাণিজ্য সংগঠিত হয়, তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।

৪৬. বর্তমান বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে?

উত্তর: চার ধরনের। যথা- (ক) ধনতান্ত্রিক, (খ) সমাজতান্ত্রিক, (গ) ইসলামী এবং (ঘ) মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা।

৪৭. পুঁজিবাদী সমাজে শ্রেণি বিভক্তির কারণ কী?

উত্তর: পুঁজিবাদী সমাজে শ্রেণি বিভক্তির কারণ আয়ের অসম বণ্টন।

৪৮. সমাজের মানুষের অভাব কী রকম?

উত্তর: সমাজের মানুষের অভাব অসীম।

৪৯. নির্বাচন (ঈযড়রপব) বলতে কী বোঝ?

উত্তর: মানুষের পক্ষে সীমিত সম্পদ দ্বারা একত্রে সব অভাব পূরণ করা সম্ভব হয় না। তাই অভাবের তীব্রতা অনুযায়ী অভাবসমূহ সাজাতে হয়। যাকে অর্থনীতিতে নির্বাচন (ঈযড়রপব) বা নির্বাচন সমস্যা বলা হয়।

দ্বিতীয় অধ্যায়

১. একটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে ঢাল কেমন হয়?

উত্তর: একটি সরলরেখার বিভিন্ন বিন্দুতে ঢাল একই রকম/স্থির থাকে।

২. ভোক্তার আয় কমলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা কিরূপ হয়?

উত্তর : ভোক্তার আয় কমলে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা বাড়ে।

৩. চাহিদা সূচি কী?

উত্তর: একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে, তার তালিকাকে চাহিদা সূচি বলা হয়।

৪. ব্যক্তিগত চাহিদা সূচি কী?

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একজন ক্রেতা কোনো দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তার তালিকাকে ব্যক্তিগত চাহিদা সূচি

বলা হয়।

৫. চা ও কফি কী ধরনের দ্রব্য?

উত্তর : চা ও কফি পরিবর্তক বা বিকল্প দ্রব্য (ঝঁনংঃরঃঁঃব এড়ড়ফং)।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে