শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০
সিন্ধুসভ্যতার ঘরবাড়ি তৈরি হয়েছিল-

প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

প্রথম অধ্যায়

৫২। ইতিহাসে ঠাঁই নেই

(র) আবেগের

(রর) আগ্রহের

(ররর) অতিকথনের

\হনিচের কোনটি সঠিক

(ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

৫৩। মানবসমাজের সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণ কী?

(ক) ইতিহাস

(খ) উপন্যাস

(গ) হিসাব বিজ্ঞান

(ঘ) বিজ্ঞান

সঠিক উত্তর : (ক) ইতিহাস

৫৪। জাতীয়তাবোধ ও জাতীয় সংহতি সুদৃঢ়করণে কোনটির পাঠ অধিক যুক্তিযুক্ত?

(ক) ইতিহাস পাঠ

(খ) অর্থনীতি পাঠ

(গ) সাহিত্য পাঠ

(ঘ) সমাজকর্ম পাঠ

সঠিক উত্তর : (ক) ইতিহাস পাঠ

৫৫। সমাজ ও রাষ্ট্রে বয়ে যাওয়া ঘটনাপ্রবাহকে কী বলে?

(ক) ইতিহাস

(খ) ইতিহাসের উপাদান

(গ) সাহিত্য

(ঘ) দর্শন

সঠিক উত্তর : (ক) ইতিহাস

৫৬। কোন সময় থেকে ইতিহাস রচনা শুরু হয়?

(ক) খ্রিষ্টপূর্ব ২য় শতাব্দী

(খ) খ্রিষ্টপূর্ব ৫ম শতাব্দী

(গ) খ্রিষ্টপূর্ব ১০ম শতাব্দী

(ঘ) খ্রিষ্টপূর্ব ২৫০০ শতাব্দী

সঠিক উত্তর : (খ) খ্রিষ্টপূর্ব ৫ম শতাব্দী

৫৭। ইতিহাস রচনার উপাদান হলো-

(ক) লিখিত

(খ) অলিখিত

(গ) জনশ্রম্নতি

(ঘ) লিখিত ও অলিখিত উভয়ই

সঠিক উত্তর : (ঘ) লিখিত ও অলিখিত উভয়ই

৫৮। ইতিহাসের মূল বিষয়বস্তু কী?

(ক) রাজা-বাদশার কাহিনী

(খ) যুদ্ধ বিগ্রহের কাহিনী

(গ) মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা

(ঘ) গল্প-ও রূপকথা

সঠিক উত্তর : (গ) মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা

৫৯। 'প্রকৃত পক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও সত্য বিবরণই ইতিহাস'- উক্তিটি কোন ঐতিহাসিকের?

(ক) লিওপোল্ড ফন্‌র্ যাংকে

(খ) হেরোডোটাস

(গ) ড. জনসন

(ঘ)র্ যাপসন

সঠিক উত্তর : (ক) লিওপোল্ড ফন্‌র্ যাংকে

৬০। একই ইতিহাসের বর্ণনা, ব্যাখ্যা এক এক ঐতিহাসিক এক এক রকম দিয়ে থাকেন কেন?

(ক) ইতিহাস কাহিনিনির্ভর বলে

(খ) মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন বলে

(গ) ভিন্ন মানুষ ভিন্ন দেশের নাগরিক বলে

(ঘ) ইতিহাস উপাদান নির্মিত বলে

\হসঠিক উত্তর : (খ) মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন বলে

দ্বিতীয় অধ্যায়

১। মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?

(ক) ২৩টি

(খ) ২৪টি

(গ) ২৫টি

(ঘ) ২৬টি

সঠিক উত্তর : (খ) ২৪টি

২। মিশরীয়দের কাছে ধর্ম এত গুরুত্বপূর্ণ ছিল কেন?

(ক) মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল

(খ) অভিজাত সম্প্রদায় ধর্মের গুরুত্ব দিত

(গ) পুরোহিতরা দেশ শাসন করত

(ঘ) মিশরীয়রা ধর্মে বিশ্বাসী ছিল

\হসঠিক উত্তর : (ক) মিশরীয়রা সর্বক্ষেত্রে ধর্ম দ্বারা প্রভাবিত ছিল

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : অলিম্পিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের পরিবেশনা দেখে সীমা ও তার পরিবার অভিভূত হয়। অনুষ্ঠান দেখে সীমার একটি সভ্যতার কথা মনে পড়ল এবং সে তার স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বলে উদ্বোধনী অনুষ্ঠান থেকে ধারণা নেয়।

\হ

৩। সীমার কোন সভ্যতার কথা মনে পড়ল?

(ক) রোমান

(খ) গ্রিক

(গ) চৈনিক

(ঘ) সিন্ধু।

সঠিক উত্তর : (খ) গ্রিক

৪। এ ধরনের আয়োজনে বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠতে পারে-

(র) অর্থনৈতিক ঐক্য

(রর) সাংস্কৃতিক ভাব বিনিময়

(ররর) রাজনৈতিক সমঝোতা।

(ক) র (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

\হ

৫। সিন্ধুসভ্যতার ঘরবাড়ি কীভাবে তৈরি হয়েছিল?

(ক) মাটি দিয়ে

(খ) ইট দিয়ে

(গ) পাথর দিয়ে

(ঘ) টিন দিয়ে

সঠিক উত্তর : (খ) ইট দিয়ে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78864 and publish = 1 order by id desc limit 3' at line 1