logo
শুক্রবার, ১০ জুলাই ২০২০, ২৬ আষাঢ় ১৪২৬

  মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়   ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ফাইবার অপটিক কেবল্ল
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায়-২

২৪. রিং টপোলজিতে-

র. প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান

রর. সমস্যা চিহ্নিতকরণ বেশ জটিল

ররর. কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন নেই

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: খ. র ও ররর

২৫. ডেটার গন্তব্যের সংখ্যার ওপর ভিত্তি করে ট্রান্সমিশনকে কয়ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে

খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে

ঘ. ৫ ভাগে

সঠিক উত্তর: খ. ৩ ভাগে

২৬. মোবাইল ফোনে ট্রান্সমিশন সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে শুরু হয় কোন প্রজন্ম থেকে?

ক. ১এ

খ. ২এ

গ. ৩এ

ঘ. ৪এ

সঠিক উত্তর: খ. ২এ

নিচের উদ্দীপকের আলোকে ২৭ ও ২৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

অ-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি একটি বৈদু্যতিক লাইনের দুই পার্শ্ব থেকে নেয়া কয়েকটি বাড়িতে বৈদু্যতিক সংযোগের অনুরূপ। ই-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি একটি বৈদু্যতিক পোল থেকে নেয়া কয়েকটি বাড়িতে বৈদু্যতিক সংযোগের অনুরূপ। ঈ-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি বৃত্তাকার পথে সাজানো কয়েকটি বাড়িতে বৈদু্যতিক সংযোগের অনুরূপ। তারা তাদের ব্যবসা নেটওয়ার্কিংসহ একীভূত করতে চাইল।

২৭. অ-এর ব্যবসাপ্রতিষ্ঠানে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে?

ক. বাস

খ. স্টার

গ. মেস

ঘ. ট্রি

সঠিক উত্তর: ক. বাস

২৮. ই ও ঈ টপোলজিদ্বয়ের পার্থক্যের ক্ষেত্র হচ্ছে-

র. কেন্দ্রীয় সার্ভার

রর. হাব

ররর. ওয়ার্ক স্টেশন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র ও রর

২৯. রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড?

ক. সিমপেক্স ও মাল্টিকাস্ট

খ. হাফডুপেক্স ও মাল্টিকাস্ট

গ. সিমপেক্স ও ব্রডকাস্ট

ঘ. ফুল-ডুপেক্স ও ব্রডকাস্ট

সঠিক উত্তর: গ. সিমপেক্স ও ব্রডকাস্ট

৩০. আলোর বেগে তথ্য পাঠাতে যে কেবল ব্যবহৃত হয়, তা হলো-

ক. আবরণহীন টুইস্টেড পেয়ার কেবল

খ. আবরণযুক্ত টুইস্টেড পেয়ার কেবল্ল

গ. কো-এক্সিয়াল কেবল্ল

ঘ. ফাইবার অপটিক কেবল্ল

সঠিক উত্তর: ঘ. ফাইবার অপটিক কেবল্ল

\হ

নিচের উদ্দীপকের আলোকে ৩১ ও ৩২ নাম্বার প্রশ্নের উত্তর দাও।

বাংলাদেশ সরকার বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বহির্বিশ্বে একটি নির্দিষ্ট অঞ্চলে সম্প্রচারের জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চিন্তা করছে।

৩১. উদ্দীপকে বর্ণিত কমিউনিকেশন মাধ্যমটি কোন ধরনের?

ক. ইনফ্রারেড

খ. ফাইবার অপটিক

গ. রেডিও ওয়েভ

\হঘ. মাইক্রোওয়েভ

সঠিক উত্তর: ঘ. মাইক্রোওয়েভ

৩২. উদ্দীপকে কার্যটি সম্পাদনের জন্য কৃত্রিম উপগ্রহটিকে যা করতে হবে-

র. প্রায় ৩৬ হাজার কিমি ওপরে ওঠাতে হবে

রর. পৃথিবীর নিম্ন অরবিটে স্থাপন করতে হবে

ররর. পর্যায়কাল পৃথিবীর আহ্নিক গতির সমান হতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: খ. র ও ররর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে