শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৭ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
  ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০
প্রচুর অর্থসম্পদের মালিক হচ্ছে-

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায় : ১০

১০. যৌতুক একটি অভিশাপ। এর ফলে বিবাহিত অনেক নারীর জীবনে নেমে আসে-

র. দাম্পত্য সুখ

রর. বিচ্ছেদের বেদনা

ররর. করুণ মৃতু্য

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

১১. বর্তমানে আমাদের সমাজে যৌতুক প্রথা কী বলে মনে হয়?

ক. সামাজিক ব্যাধি

খ. মরণব্যাধি

গ. মানসিক ব্যাধি

ঘ. রাজনৈতিক ব্যাধি

সঠিক উত্তর: ক. সামাজিক ব্যাধি

১২. সুকদেবের বিয়েতে কনের পিতা একটি মোটরসাইকেল দিয়েছেন, কিন্তু সুকদেব এতে কোনো আপত্তি করেননি। সুকদেবকে প্রদেয় জিনিসটি কী হিসেবে বিবেচ্য হবে?

ক. উপহার

খ. হাদিয়া

গ. যৌতুক

ঘ. সম্মান

সঠিক উত্তর: ক. উপহার

১৩. কোন আইনে যৌতুক আদান-প্রদান নিষিদ্ধ?

ক. নারী অধিকার আইন

খ. বিবাহসংক্রান্ত আইন

গ. নারী নির্যাতন আইন

ঘ. যৌতুক আইন

সঠিক উত্তর: খ. বিবাহসংক্রান্ত আইন

১৪. যৌতুকের কারণে স্বামীর সংসারে স্ত্রী কী ভোগ করে?

ক. আগ্রহ খ. আনন্দ

গ. দুঃখ ঘ. নিগ্রহ

সঠিক উত্তর: ঘ. নিগ্রহ।

১৫. যৌতুকের দাবি মেটাতে গিয়ে অনেক পরিবার কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে?

ক. সচ্ছল হয়ে উঠছে

খ. গৃহহারা হচ্ছে

গ. নিঃস্ব হয়ে যাচ্ছে

ঘ. দরিদ্র হয়ে যাচ্ছে

সঠিক উত্তর: গ. নিঃস্ব হয়ে যাচ্ছে।

১৬. সমাজ থেকে যৌতুক প্রথা নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি কী প্রয়োজন?

ক. আইনের শিথিলতা

খ. আইন প্রণয়ন

গ. আইনের বাস্তবায়ন

ঘ. আইনের অপপ্রয়োগ।

সঠিক উত্তর: গ. আইনের বাস্তবায়ন।

১৭. সমাজের কিছু লোক কী করে প্রচুর অর্থসম্পদের মালিক হচ্ছে?

ক. দুর্নীতি করে

খ. ব্যবসা করে

গ. উপার্জন করে

ঘ. উৎপাদন করে

সঠিক উত্তর: ক. দুর্নীতি করে।

১৮. যৌতুক সমস্যার প্রতিরোধে কী করা উচিত?

ক. সামাজিক আন্দোলন গড়ে তোলা

খ. আইনের অপপ্রয়োগ

গ. আইনের শিথিলতা

ঘ. নারীদের অসচেতনতা

সঠিক উত্তর: ক. সামাজিক আন্দোলন গড়ে তোলা

১৯. ঘরের কাজ করলেও নারীরা কী পায় না?

ক. সম্মান

খ. অবসর

গ. আনন্দ

ঘ. অর্থ

সঠিক উত্তর: ঘ. অর্থ।

২০. সামাজিক সমস্যার অন্তর্ভুক্ত হলো-

র. জনসংখ্যাস্ফীতি

রর. মুদ্রাস্ফীতি

ররর. দারিদ্র্য

নিচের কোনটি সঠিক

ক. র খ. রর

গ. র ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: গ. র ও ররর.

২১. অধিকাংশ বিয়েতে বরপক্ষ কী গ্রহণ করে?

ক. টাকাপয়সা ও অলঙ্কার

খ. চাকরি

গ. যৌতুক

ঘ. বাড়ি ও গাড়ি

সঠিক উত্তর: গ. যৌতুক।

২২. কত সালে যৌতুক নিষিদ্ধকরণ আইন পাস হয়?

ক. ১৯৮০ সালে

খ. ১৯৮৫ সালে

গ. ১৯৯৫ সালে

ঘ. ২০০০ সালে

সঠিক উত্তর: ক. ১৯৮০।

২৩. যৌতুক প্রথা প্রকৃতপক্ষে কী হিসেবে বিবেচিত?

ক. মরণব্যাধি

খ. সামাজিক ব্যাধি

গ. উপহার

ঘ. মানসিক ব্যাধি

সঠিক উত্তর: খ. সামাজিক ব্যাধি।

২৪. যৌতুক কী?

ক. আধুনিক প্রথা

খ. সমসাময়িক প্রথা

গ. বর্তমান প্রথা

ঘ. প্রাচীন প্রথা

\হসঠিক উত্তর: ঘ. প্রাচীন প্রথা।

২৫. এ দেশের অধিকাংশ নারী কোন কর্মে যুক্ত?

ক. কারাদন্ড

খ. সুচিকর্মে

গ. কৃষিতে

ঘ. গার্মেন্টসে

সঠিক উত্তর: ক. গৃহকর্মে।

২৬. যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বনিম্ন শাস্তি কী?

ক. ৩ বছর কারাদন্ড

খ. ২ বছর কারাদন্ড

গ. ১ বছর কারাদন্ড

ঘ. ৬ মাস কারাদন্ড

সঠিক উত্তর: গ. ১ বছর কারাদন্ড।

২৭. গরিব পাত্ররা কনেপক্ষের কাছে যৌতুক দাবি করে, কারণ....

র. হঠাৎ বড়লোক হওয়ার জন্য

রর. আর্থিক দুরবস্থা থেকে মুক্তির জন্য

ররর. আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: গ. রর.

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79163 and publish = 1 order by id desc limit 3' at line 1