শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ

প্রযুক্তি থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায়-২

৮. বাইনারিতে একটি বইয়ের দাম ১০০১০১১ হলে ডেসিমেলে কত?

ক. ৭০ খ. ৭৫

গ. ৭৮ ঘ. ৮০

সঠিক উত্তর: খ. ৭৫

৯. পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো একটি সংখ্যার মান বের করার জন্য দরকার-

র. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কের স্থানীয় মান

রর. সংখ্যা পদ্ধতির ভিত্তি

ররর. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ঘ. র, রর ও ররর

১০. কোনটি সর্বজনীন গেট?

ক. ঘঙঞ

খ. ঘঙজ

গ. ঢ- ঙজ

ঘ. ঢ- ঘঙজ

সঠিক উত্তর: খ. ঘঙজ

১১. যে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়?

র. ঙহ, ঙভভ

রর. ঐরময, খড়ি

ররর. চড়ংরঃরাব, ঘবমধঃরাব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: ক. র ও রর

১২. (২৭৫)১০ = (?)১৬

ক. ২৪২ খ. ৪২৩

গ. ১১৩ ঘ. ৩১১

সঠিক উত্তর: গ. ১১৩

১৩. (১১০১)২ = (?)১০

ক. ১৫ খ. ১৪

গ. ১৩ ঘ. ১২

সঠিক উত্তর: গ. ১৩

১৪. ১১১০ঋ কোন সংখ্যা পদ্ধতিতে লেখা?

ক. বাইনারি

খ. অক্টাল

গ. ডেসিমেল

ঘ. হেক্সাডেসিমেল

সঠিক উত্তর: ঘ. হেক্সাডেসিমেল

১৫. সর্বজনীন গেট কোনটি?

ক. ঙজ

খ. অঘউ

গ. ঘঙঞ

ঘ. ঘঅঘউ

সঠিক উত্তর: ঘ. ঘঅঘউ

১৬. ১৬ লাইন ঊহপড়ফবৎ এর ক্ষেত্রে ঙঁঃঢ়ঁঃ লাইন কয়টি হবে?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৮টি

সঠিক উত্তর: গ. ৪টি

১৭. ৫৪৯ সংখ্যাটি হতে পারে-

র. অক্টাল

রর. ডেসিমেল

ররর. হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: গ. রর ও ররর

১৮. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে?

ক. দশমিক

খ. বাইনারি

গ. অক্টাল

ঘ. হেক্সাডেসিমেল

সঠিক উত্তর: খ. বাইনারি

১৯. ঊইঈউওঈ কোডের বিট সংখ্যা কয়টি?

ক. ৪

খ. ৭

গ. ৮

ঘ. ১৬

সঠিক উত্তর: গ. ৮

২০. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেস কত?

ক. ২

খ. ৮

গ. ১০

ঘ. ১৬

সঠিক উত্তর: ঘ. ১৬

২১. মৌলিক গেট কয়টি?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৭

সঠিক উত্তর: খ. ৩

২২. বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত?

ক. ১৬

খ. ১০

গ. ৮

ঘ. ২

সঠিক উত্তর: ঘ. ২

২৩. ডিকোডার সার্কিটে হ সংখ্যক ইনপুট থাকলে আউটপুট হবে-

ক. (হ-১) সংখ্যক

খ. হ সংখ্যক

গ. ২হ-১ সংখ্যক

ঘ. ২হ সংখ্যক

সঠিক উত্তর: ঘ. ২হ সংখ্যক

২৪. ইউনিকোড (টহর-পড়ফব) কত বিটের?

ক. ৪ বিট

খ. ৭ বিট

গ. ৮ বিট

ঘ. ১৬ বিট

সঠিক উত্তর: ঘ. ১৬ বিট

২৫. (৫২৭) ৮ = (?) ১০

ক. ৫০৪

খ. ৪৬৯

গ. ৩৯২

ঘ. ৩৪৩

সঠিক উত্তর: ঘ. ৩৪৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79444 and publish = 1 order by id desc limit 3' at line 1