বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র
শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
  ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের 'অপরিচিতা' গদ্যাংশ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অপরিচিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

৪৪. হরিশের ক্ষেত্রে প্রযোজ্য হলো-

র. অনুপমের বন্ধু

রর. কানপুরে কাজ করে

ররর. রসিক

নিচের কোনটি সঠিক

ক) র

খ) রর

গ) ররর

ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

৪৫. অনুপমের বাসার সদস্য হিসেবে যারা প্রযোজ্য-

র. মা

রর. বাবা

ররর. মামা

নিচের কোনটি সঠিক

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : খ) র ও ররর

৪৬. অনুপমের ক্ষেত্রে প্রযোজ্য হলো-

র. পিতৃহারা

রর. এমএ পাস

ররর. স্কুল শিক্ষক

নিচের কোনটি সঠিক

ক) রর খ) ররর

গ) র ও রর

ঘ) রর ও ররর

সঠিক উত্তর : গ) র ও রর

৪৭. অনুপমের ক্ষেত্রে যৌতুক হিসাবে দেয়ার কথা ছিল-

র. আসবাব পত্র

রর. নগদ অর্থ

ররর. গহনা

নিচের কোনটি সঠিক

ক) রর

খ) ররর

গ) র ও ররর

ঘ) রর ও ররর

সঠিক উত্তর : ঘ) রর ও ররর

৪৮. শম্ভুনাথের চরিত্রে ফুটে উঠেছে-

র. ব্যক্তিত্ববোধ

রর. আত্মসচেতনতা

ররর. সুন্দর চেহারার অধিকারী

নিচের কোনটি সঠিক

ক) র

খ) ররর

গ) র ও রর

ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : গ) র ও রর

৪৯. 'খোকনের ভাষা এমন যে, সে অহমিকাকে বললেন দাম্ভিকতাপূর্ণ'- খোকনের সাথে মিল রয়েছে-

র. হরিশ

রর. বিনু

ররর. অনুপম

ক) র

খ) রর

গ) ররর

ঘ) র ও ররর

সঠিক উত্তর : খ) রর

৫০. 'আমি বিবাহ করিব না'- বাক্যটিতে প্রকাশ পেয়েছে কল্যাণীর-

র. প্রতিজ্ঞা

রর. সংকল্প

ররর. অভিমান

নিচের কোনটি সঠিক

ক)র

খ) রর

গ) ররর

ঘ) র ও রর

সঠিক উত্তর : ঘ) র ও রর

নিচের উদ্দীপকটি পড় এবং ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও।

তপা তার পিতার এমাত্র সন্তান। তার পিতার এসময় ভালো অবস্থা থাকলেও এখন তা প্রায় শূন্যের কোটায়। তপাকে তার বাবা অনেক ভালোবাসে।

৫১. উদ্দীপকের রচনা তোমার পঠিত কোন রচনার সাথে সঙ্গতিপূর্ণ?

ক) নেকলেস

খ) অপরিচিতা

গ) মাসি-পিসি

ঘ) রেইনকোট

সঠিক উত্তর : খ) অপরিচিতা

৫২. উক্ত উত্তরের রচনার বিষয়বস্তু আবর্তিত হয়েছে-

র. মামার একচ্ছত্র আধিপত্যের উপর

রর. অনুপমের আনুগত্যের উপর

ররর. কল্যাণীর প্রতিজ্ঞার উপর

নিচের কোনটি সঠিক

ক) র ও রর

খ) র ও ররর

গ) রর ও ররর

ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও।

অনার্স পড়ুয়া সুস্মিতার বিয়ের পিঁড়িতে বসে আর্থিক দীনতায় বিয়ে ভেঙে গেলে সে পণ করে আর কখনো বিয়ে করবে না। আজ সে একজন নামকরা সমাজসেবক।

৫৩. সুমিতার ছায়াপাত লক্ষ্য করা যায় কোন চরিত্রে?

ক) কল্যাণী

খ) মাতিলদা

গ) দিগম্বর

ঘ) আহ্লাদী

সঠিক উত্তর : ক) কল্যাণী

৫৪. উক্ত চরিত্রের মনোভাবকে তুমি কোন দিক থেকে সমর্থন কর?

ক) দুর্বলতা

খ) অভিমান

গ) সাহসিকতা

ঘ) ব্যক্তিত্ব চেতনা

সঠিক উত্তর : ঘ) ব্যক্তিত্ব চেতনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84626 and publish = 1 order by id desc limit 3' at line 1