শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

মানবদেহের শতকরা কত ভাগ পানি?

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অধ্যায় : তিন

প্রশ্ন : ৩৮. তোমার এলাকায় প্রবল বন্যা হচ্ছে। তুমি কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করবে?

উত্তর : বোরিক পাউডার

প্রশ্ন : ৩৯. মাইশা কলসিতে পানি রেখে তাতে থাকা বালু, কাদা ইত্যাদি সরিয়ে ফেলে। মাইশার এ প্রক্রিয়াটির নাম কী?

উত্তর : থিতানো

প্রশ্ন : ৪০. আলফিদার মা ধরে রাখা বৃষ্টির পানি একটি পাতলা কাপড়ে ছেঁকে নেন। এ পদ্ধতির নাম কী?

উত্তর : ছঁাকন

প্রশ্ন : ৪১. ইম্মি বেড়াতে গিয়ে নদীর পানি পান করলে তার মা তাকে নিরাপদ পানি পান করতে বললেন। ইম্মির মায়ের মতে নিরাপদ পানি কোনটি?

উত্তর : নলক‚পের পানি

প্রশ্ন : ৪২. তোমার এলাকায় গ্রীষ্মকালে নলক‚পের পানি পাওয়া যায় না। এ ক্ষেত্রে পুকুরের পানি নিরাপদ করতে তুমি কী করবে?

উত্তর : ২০ মিনিট ফোটাবে

প্রশ্ন : ৪৩. কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামশর্ দেবে?

উত্তর : বন্যার সময়

প্রশ্ন : ৪৪. মানবদেহের শতকরা কত ভাগ পানি?

উত্তর : ৬০-৭০

প্রশ্ন : ৪৫. প্রচÐ গরমে উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে কী?

উত্তর : পানি

প্রশ্ন : ৪৬. উদ্ভিদের দেহে কত ভাগ পানি থাকে?

উত্তর : ৯০ ভাগ

প্রশ্ন : ৪৭. উদ্ভিদ কোথা থেকে পানি পায়?

উত্তর : মাটি

প্রশ্ন : ৪৮. মানুষের তৈরি পানির উৎস কী?

উত্তর : পুকুর

প্রশ্ন : ৪৯. পানির প্রাকৃতিক উৎস কী?

উত্তর : বৃষ্টি

প্রশ্ন : ৫০. কোনটি ছাড়া আমরা বঁাচতে পারি না?

উত্তর : পানি

প্রশ্ন : ৫১. পুকুর বা নদীর পানি পুরোপুরি নিরাপদ হয় কখন?

উত্তর : ফোটানোর পর ছেঁকে নিলে

প্রশ্ন : ৫২. পানিদূষণের প্রাকৃতিক কারণ কী?

উত্তর : ভ‚গভর্স্থ আসেির্নক

প্রশ্ন : ৫৩. জলীয় বাষ্প ঠাÐা হয়ে কিসে পরিণত হয়?

উত্তর : পানিতে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8488 and publish = 1 order by id desc limit 3' at line 1