বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
৭ম শ্রেণির পড়ালেখা

বাংলা দ্বিতীয়পত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টানর্ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা
  ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

নাসিক্য ধ্বনিÑ

বহুনিবার্চনি প্রশ্নোত্তর

ধ্বনি ও বণর্

২৩। ত-বগের্র বণর্ কোনটি?

ক. ট

খ. ণ

গ. ড

ঘ. ন

সঠিক উত্তর: ঘ. ন

২৪। নাসিক্য ধ্বনি কোনটি?

ক. ণ, ম

খ. ড, ণ

গ. ন, প

ঘ. ণ, প

সঠিক উত্তর: ক. ণ, ম

২৫। প্রতিটি বগের্র প্রথম, তৃতীয় ও পঞ্চম ধ্বনিগুলোকে কী বলে?

ক. ঘোষ ধ্বনি

খ. অঘোষ ধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি

ঘ. মহাপ্রাণ ধ্বনি

সঠিক উত্তর: গ. অল্পপ্রাণ ধ্বনি

২৬। প্রতিটি বগের্র দ্বিতীয় ও চতুথর্ বণর্গুলোকে কী বলে?

ক. অল্পপ্রাণ ধ্বনি

খ. মহাপ্রাণ ধ্বনি

গ. অঘোষ ধ্বনি

ঘ. ঘোষ ধ্বনি

সঠিক উত্তর: খ. মহাপ্রাণ ধ্বনি

২৭। অল্পপ্রাণ ধ্বনি কোনগুচ্ছ?

ক. গ, ঘ, চ

খ. ট, ঠ, ড

গ. ক, গ, ঙ

ঘ. ক, ট, দ

সঠিক উত্তর: গ. ক, গ, ঙ

২৮। স্বরতন্ত্রী কম্পনের দিক থেকে ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই

খ. তিন

গ. চার

ঘ. পঁাচ

সঠিক উত্তর: ক. দুই

২৯। প্রতিটি বগের্র দ্বিতীয়, তৃতীয়, চতুথর্ ও পঞ্চম ধ্বনিকে কী বলে?

ক. ঘোষ ধ্বনি

খ. অঘোষ ধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি

ঘ. মহাপ্রাণ ধ্বনি

সঠিক উত্তর: ক. ঘোষ ধ্বনি

৩০. ‘ধ-এর উচ্চারণস্থান কোনটি?

ক. দন্তমূল

খ. অগ্র দন্তমূল

গ. পশ্চাৎ দন্তমূল

ঘ. অগ্রতালু

সঠিক উত্তর: খ. অগ্র দন্তমূল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8489 and publish = 1 order by id desc limit 3' at line 1