শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথম পত্র)

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া য়
  ২৩ জানুয়ারি ২০২০, ০০:০০
কুয়াশা

আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

তাহারেই পড়ে মনে

সুফিয়া কামাল

১৬. 'এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ'? এ জিজ্ঞাসা আছে কোন কবিতায়-

ক. তাহারেই পড়ে মনে খ. সোনার তরী

গ. জীবন-বন্দনা ঘ. বাংলাদেশ

সঠিক উত্তর : ক. তাহারেই পড়ে মনে

১৭. 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কার লেখা?

ক. বেগম রোকেয়া খ. সুফিয়া কামাল

গ. বুদ্ধদেব বসু ঘ. শামসুন নাহার মাহমুদ

সঠিক উত্তর : খ. সুফিয়া কামাল

১৮. 'কুহেলি অর্থ কি?

ক. কুয়াশা খ. শীত

গ. বাতাস ঘ. বৃষ্টি

সঠিক উত্তর : ক. কুয়াশা

১৯. তাহারেই পড়ে মনে কবিতাটি কোন ছন্দে রচিত?

ক. অক্ষরবৃত্ত খ. মাত্রাবৃত্ত

গ. স্বরবৃত্ত ঘ. মুক্তবৃত্ত

সঠিক উত্তর : ক. অক্ষরবৃত্ত

২০. সাঁঝের মায়া কার রচিত?

ক. মোতাহের হোসেন চৌধুরী

খ. সৈয়দ মুজতবা আলী

গ. সুফিয়া কামাল

ঘ. কাজী নজরুল ইসলাম

সঠিক উত্তর : গ. সুফিয়া কামাল

২১. সুফিয়া কামালের জন্ম কত সালে?

ক. ১৯১১ খ. ১৯১৪

গ. ১৯১০ ঘ. ১৯২২

সঠিক উত্তর : ক. ১৯১১

২২. শীতকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

ক. মাঘের সন্ন্যাসী খ. বসন্তের সৌন্দর্য

গ. জরাজীর্ণতা ঘ. পুষ্পশূন্য দিগন্ত

সঠিক উত্তর : ক. মাঘের সন্ন্যাসী

২৩. কোন বেলায় ফুল ফোটেনি বলে কবি প্রশ্ন রাখেন?

ক. বৈশাখ খ. ফাল্গুন

গ. শীত ঘ. চৈত্র

সঠিক উত্তর : গ. শীত

২৪. ফাগুনকে স্মরণ করে কার আগমন বার্তা ধ্বনিত হয়েছে?

ক. বর্ষার খ. শীতের

গ. বসন্তের ঘ. হেমন্তের

সঠিক উত্তর : গ. বসন্তের

২৫. কার আবেদন কবির হৃদয় দ্বারে ব্যর্থ হয়ে গেছে?

ক. বসন্তের আবেদন

খ. শীতের আবেদন

গ. কবিভক্তের আবেদন

ঘ. শূন্যতার আবেদন

সঠিক উত্তর : ক. বসন্তের আবেদন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<85508 and publish = 1 order by id desc limit 3' at line 1