শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথম পত্র

শাদমান শাহিদ, প্রভাষক, আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ, ব্রাহ্মণবাড়িয়া য়
  ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০
বায়োস্কোপ

আজ তোমাদের জন্য বাংলা প্রথম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

২৮. সাত-ভায়া গ্রামটি কিসের তীরে আবস্থিত?

ক) নদী

খ) পুকুর

গ) সমুদ্র

ঘ) নদ

সঠিক উত্তর : গ) সমুদ্র

২৯. রংপুর অঞ্চলের পুরুষরা কী পরিধান করত?

ক) ধূতি

খ) কৌপিন

গ) লুঙ্গি

ঘ) গামছা

সঠিক উত্তর : খ) কৌপিন

৩০. 'ছেইলা' শব্দের অর্থ কী?

ক) ছোলা

খ) ছেলে

গ) ছাই

ঘ) ছাউনি

সঠিক উত্তর : খ) ছেলে

৩১. 'পৈছা' শব্দের অর্থ কি?

ক) পৌঁছা

খ) পিছলা

গ) প্রাচীন অলঙ্কার

ঘ) স্ত্রী লোকদের প্রাচীন অলঙ্কার

সঠিক উত্তর : ঘ) স্ত্রী লোকদের প্রাচীন অলঙ্কার

৩২. 'বায়োস্কোপ' শব্দের অর্থ কী?

ক) কাক

খ) কোকিল

গ) চলচ্চিত্র

ঘ) গোপন ছবি দেখার যন্ত্র

সঠিক উত্তর : গ) চলচ্চিত্র

৩৩. ' কৌপিন' শব্দের অর্থ কী?

ক) চীরবসন খ) কুচি

গ) কুলি ঘ) চটকল

সঠিক উত্তর : ক) চীরবসন

৩৪. 'চাষার দুক্ষু' রচনাটি নেয়া হয়েছে কোন গ্রন্থ থেকে?

ক) মতিচুর

খ) অবরোধবাসিনী

গ) পদ্মরাগ

ঘ) রোকেয়া রচনাবলি

সঠিক উত্তর : ঘ) রোকেয়া রচনাবলি

৩৫. 'চাষার দুক্ষু' প্রবন্ধটি কিসের দলিল হয়ে আছে?

ক) কৃষকদের বঞ্চনার

খ) কৃষদের মুক্তির

গ) কৃষকদের দুঃখের

\হঘ) কৃষকদের উৎকণ্ঠার

সঠিক উত্তর : ক) কৃষকদের বঞ্চনার

৩৬. 'চাষার দুক্ষু' কী ধরনের রচনা?

ক) প্রবন্ধ

খ) ছোটগল্প

গ) কাব্য

ঘ) উপন্যাস

সঠিক উত্তর : ক) প্রবন্ধ

৩৭. নানাবিধ প্রতিবন্ধকতার মুখে প্রাবন্ধিক থেমে থাকেনি কেন?

ক) নারীশিক্ষার প্রসারে

খ) বাংলাশিক্ষর প্রসারে

গ) ইংরেজি শিক্ষার প্রসারে

ঘ) আধুনিক শিক্ষার প্রসারে

সঠিক উত্তর : ক) নারীশিক্ষার প্রসারে

৩৮. কে মরমের ব্যথা মরমে লুকায়?

ক) চাষিরা

খ) চাষির স্ত্রী

গ) শ্রমজীবিরা

ঘ) দরিদ্ররা

সঠিক উত্তর : গ) শ্রমজীবিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86049 and publish = 1 order by id desc limit 3' at line 1