শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৮ম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
  ২৭ জানুয়ারি ২০২০, ০০:০০
মুক্তিফৌজ

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

দ্বিতীয় অধ্যায়

৯৫। এ দেশকে বেসরকারিভাবে সহযোগিতা করেছিল-

\হ(র) অধিকাংশ রাজনৈতিক দল

(রর) বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন

(ররর) সেনা বাহিনী।

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও রর

৯৬। কে যৌথবাহিনীর কমান্ডার ছিলেন?

(ক) জেনারেল নাগরা

(খ) মেজর জেনারেল জ্যাকব

(গ) লে. জেনারেল জগজিৎ সিং অরোরা

(ঘ) জেনারেল স্যাম মানেকশ

সঠিক উত্তর : (ক) জেনারেল নাগরা

৯৭। রাজাকার বাহিনীতে যোগদান করেছিল-

(র) দাগি আসামিরা

(রর) ব্যবসায়ীরা

(ররর) ছাত্রসংঘের ছাত্ররা।

নিচের কোনটি সঠিক

ক) র (খ) র ও রর

(গ) র ও ররর (ঘ) রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

৯৮। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সরকারি নীতি ছিল পাকিস্তানের পক্ষে। এ থেকে প্রতীয়মান হয় কোনটি?

(ক) যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মিত্রতা ছিল

(খ) যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মিত্রতা ছিল

(গ) যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মিত্রতা ছিল

(ঘ) যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের শত্রম্নতা ছিল

সঠিক উত্তর : (ক) যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের মিত্রতা ছিল

৯৯। কোন দেশ পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে সপ্তম নৌবহর পাঠায়?

(ক) ব্রিটেন

(খ) মার্কিন যুক্তরাষ্ট্র

(গ) চীন

(ঘ) ইরাক

সঠিক উত্তর : (খ) মার্কিন যুক্তরাষ্ট্র

১০০। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে-

(র) বাঙালির স্বাধীনতা অর্জিত হয়

(রর) বাংলা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়

(ররর) বাঙালি অধিকার ফিরে পায়। নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (গ) র ও ররর

১০১। যুদ্ধবিরতি প্রস্তাবে কোন রাষ্ট্র নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে?

(ক) সোভিয়েত ইউনিয়ন

(খ) চীন

(গ) জাপান

(ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : (ক) সোভিয়েত ইউনিয়ন

১০২। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাঙালির কর্মকান্ডের যে চিত্র পাওয়া যায় তার মধ্যে উলেস্নখযোগ্য-

(র) জনমত গঠন করা

(রর) যুদ্ধাস্ত্র সংগ্রহ করা

(ররর) অর্থ সংগ্রহ।

নিচের কোনটি সঠিক

(ক) র ও রর (খ) ররর

(গ) রর ও ররর (ঘ) র ও ররর

\হসঠিক উত্তর : (ঘ) র ও ররর

১০৩। মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে এসে দাঁড়ায় ভারতের অধিকাংশ-

(র) বেসরকারি সংগঠন

(রর) পেশাজীবী সম্প্রদায়

(ররর) রাজনৈতিক দল।

নিচের কোনটি সঠিক

(ক) র (খ) রর

(গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর

১০৪। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন ভারতীয় অফিসার ও জোয়ান প্রাণ হারান?

(ক) ৩ হাজার

(খ) ৪ হাজার

(গ) ৫ হাজার

(ঘ) ৬ হাজার

সঠিক উত্তর : (খ) ৪ হাজার

১০৫। ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিতে হামলা চালায়?

(ক) ২ নভেম্বর

(খ) ৩ নভেম্বর

(গ) ২ ডিসেম্বর

(ঘ) ৩ ডিসেম্বর

সঠিক উত্তর : (ঘ) ৩ ডিসেম্বর

১০৬। মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান হলো-

(র) এক কোটি শরণার্থীকে আশ্রয়দান

(রর) রাজাকারদের সহযোগিতা করা

(ররর) শরণার্থীদের ভরণপোষণের দায়িত্ব গ্রহণ

নিচের কোনটি সঠিক

(ক) র ও ররর (খ) রর ও ররর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ক) র ও ররর

১০৭। কোন কোন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করে?

(ক) ফ্রান্স ও যুক্তরাজ্য

(খ) সৌদি আরব ও সোভিয়েত রাশিয়া

(গ) যুক্তরাষ্ট্র ও চীন

(ঘ) ভারত ও পাকিস্তান

সঠিক উত্তর : (গ) যুক্তরাষ্ট্র ও চীন

১০৮। মুক্তিফৌজ কোন ধরনের বাহিনী ছিল?

(ক) নিয়মিত বাহিনী

(খ) অনিয়মিত বাহিনী

(গ) গেরিলা বাহিনী

(ঘ) বিশেষ বাহিনী

সঠিক উত্তর : (ক) নিয়মিত বাহিনী

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86050 and publish = 1 order by id desc limit 3' at line 1