শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র
মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে মডেল টেস্ট (উত্তরসহ) নিয়ে আলোচনা করা হলো

বহুনির্বাচনি প্রশ্ন (মান : ৩০)

১. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?

ক) পালি

খ) হিন্দি

গ) উড়িয়া

ঘ) বঙ্গকামরূপী

উত্তর : ঘ) বঙ্গকামরূপী

২. বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তন করেন কে?

ক) প্যারীচাঁদ মিত্র

খ) গিরীশ চন্দ্র সেন

গ) প্রমথ চৌধুরী

ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর : গ) প্রমথ চৌধুরী

৩. ধাতুর 'গণ' কয়টি?

(ক) ১৮টি

(খ) ১৯টি

(গ) ২০টি

(ঘ) ২১টি

উত্তর : (গ) ২০টি

৪. উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলোকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?

ক) তিনটি

খ) চারটি

গ) পাঁচটি

ঘ) ছয়টি

উত্তর : গ) পাঁচটি

৫. 'পকেটমার' শব্দটি কোন শ্রেণির?

ক) তৎসম

খ) দেশি

গ) বিদেশি

ঘ) মিশ্র

উত্তর : ঘ) মিশ্র

৬. সাধারণ ধর্মবাচক পদের সঙ্গে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় সমাস বলে?

ক. সাধারণ কর্মধারয়

খ. রূপক কর্মধারয়

গ. উপমিত কর্মধারয়

ঘ. উপমান কর্মধারয়

সঠিক উত্তর : ঘ. উপমান কর্মধারয়

৭. প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?

ক. নিত্যসমাস

খ. দ্বন্দ্ব সমাস

গ. বহুব্রীহি

ঘ. তৎপুরুষ সমাস

সঠিক উত্তর : খ. দ্বন্দ্ব সমাস

৮. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?

ক. গৃহস্থ

খ. ছা-পোষা

গ. উপকূল

ঘ. প্রগতি

সঠিক উত্তর : ঘ. প্রগতি

৯. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?

(ক) ধ্বনি

(খ) বর্ণ

(গ) প্রাতিপদিক

\হ(ঘ) সাধিত শব্দ

সঠিক উত্তর : (গ) প্রাতিপদিক

\হ

১০. মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতকে কী বলে?

ক) ধ্বনি

খ) শব্দ

গ) বাক্য

ঘ) ভাষা

সঠিক উত্তর : ঘ) ভাষা

১১. 'বৃষ্টি আসে আসুক'-বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?

(ক) সাপেক্ষ ভাব

(খ) নির্দেশক ভাব

(গ) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব

(ঘ) অনুজ্ঞা ভাব

সঠিক উত্তর : (গ) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব

১২. চন্ডীদাস বলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' এটি কোন কালের বাক্য?

(ক) সাধারণ অতীত

(খ) সাধারণ বর্তমান

(গ) পুরাঘটিত অতীত

(ঘ) পুরাঘটিত বর্তমান

সঠিক উত্তর : (খ) সাধারণ বর্তমান

১৩. 'ন্যাকামিটা এখন রাখ' বাক্যে 'ন্যাকামি' শব্দের সঙ্গে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?

(ক) নিরর্থকতা

(খ) সার্থকতা

(গ) উচ্চাকাঙ্ক্ষা

(ঘ) ভিন্নার্থকতা

সঠিক উত্তর : (ক) নিরর্থকতা

১৪. নিচের কোনটি তারিখ জ্ঞাপক সংখ্যা?

ক. তিন

খ. চৌঠা

গ. পঞ্চম

ঘ. ষষ্ঠ

সঠিক উত্তর : খ. চৌঠা

১৫. দ্বিতীয় মেয়েটি হলো শুচি। -এখানে কোন শব্দ ব্যবহৃত হয়েছে?

ক. পূরণবাচক

খ. তারিখবাচক

গ. অঙ্কবাচক

ঘ. বহুবাচক

সঠিক উত্তর : ক. পূরণবাচক

১৬. 'গোটা সাতেক আম আনো'- এ পদাশ্রিত নির্দেশ কী কী নির্দেশ করে?

ক. অনির্দিষ্টতা

খ. নির্দিষ্টতা

গ. বিশেষ অর্থে অনির্দিষ্টতা

ঘ. বিশেষ অর্থে নির্দিষ্টতা

সঠিক উত্তর : ক. অনির্দিষ্টতা

১৭. নিচের কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত?

(ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর

(খ) বারবার মেঘ ডেকে ওঠে

(গ) দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়

(ঘ) মন কেমন কেমন করে

সঠিক উত্তর : (গ) দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়

১৮. অর্থসঙ্গতি রক্ষায় পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন হতে পারে?

ক. বিশেষ্যের

খ. বিশেষণের

গ. ক্রিয়ার

ঘ. কোনোটিই নয়

সঠিক উত্তর : গ. ক্রিয়ার

১৯. ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়?

ক. উত্তম পুরুষের

খ. মধ্যম পুরুষের

গ. নাম পুরুষের

ঘ. উত্তম ও মধ্যম

সঠিক উত্তর : গ. নাম পুরুষের

২০. 'বাঁশি বাজে ঐ মধুর লগনে'- এটা কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্মকর্তৃবাচ্য

খ. কর্মবাচ্য

গ. কর্তৃবাচ্য

ঘ. ভাববাচ্য

সঠিক উত্তর : ক. কর্মকর্তৃবাচ্য

২১. অর্থের সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?

ক. ক্রিয়া এবং সর্বনাম পদের

খ. কালের

গ. সর্বনাম এবং বিশেষ্য পদের

ঘ. অর্থের

সঠিক উত্তর : ক. ক্রিয়া এবং সর্বনাম পদের

২২. 'সাতাশ হতো যদি একশ সাতাশ' এখানে 'হতো' কোন কালের ক্রিয়া?

ক. নিত্যবৃত্ত অতীত

খ. সাধারণ অতীত

গ. পুরাঘটিত অতীত

ঘ. বর্তমান

সঠিক উত্তর : ক. নিত্যবৃত্ত অতীত

২৩. স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমানকালের ক্রিয়াকে বলে-

ক. পুরাঘটিত বর্তমানকাল

গ. নিত্যবৃত্ত বর্তমানকাল

খ. সাধারণ বর্তমানকাল

ঘ. ঘটমান বর্তমানকাল

সঠিক উত্তর : গ. নিত্যবৃত্ত বর্তমানকাল

২৪. 'তিনি বললেন যে বইটা তার দরকার'- বাক্যটি কিসের উদাহরণ?

ক. প্রত্যক্ষ উক্তির

খ. কর্মবাচ্যের

গ. কর্তৃবাচ্যের

\হঘ. পরোক্ষ উক্তির

সঠিক উত্তর : ঘ. পরোক্ষ উক্তির

২৫. কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?

ক. দ্বিতীয়া

খ. শূন্য

গ. ষষ্ঠী

ঘ. দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য

সঠিক উত্তর : ঘ. দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য

২৬. 'রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না'-এটি কোন নিয়মে বহুবচন হয়েছে?

(ক) বিভক্তিযোগে

(খ) বিশেষ নিয়মে

(গ) দ্বিত্ব প্রয়োগে

(ঘ) প্রত্যয়যোগে

সঠিক উত্তর : (খ) বিশেষ নিয়মে

২৭. অনুসর্গ কী?

ক. বিভক্তি

খ. উপসর্গ

গ. ক্রিয়া বিভক্তি

ঘ. অব্যয়

সঠিক উত্তর : ঘ. অব্যয়

২৮. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?

(ক) কে, রে

(খ) র, এর

(গ) এ, য়, তে

(ঘ) দ্বারা, দিয়ে, কর্তৃক

সঠিক উত্তর : (খ) র, এর

২৯. 'যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না'- তাকে এক কথায় কী বলে?

ক. উরগ

খ. ক্ষণপ্রভা

গ. অনুসূয়া

ঘ. অনুচ্চার্য

সঠিক উত্তর : খ. ক্ষণপ্রভা

৩০. মহিমা-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. মহি+মা

খ. মহা+ইমন

গ. মহৎ+ইমন

ঘ. মহা+ইমা

সঠিক উত্তর : ক. মহি+মা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<86974 and publish = 1 order by id desc limit 3' at line 1