বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবিতে 'থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স' কোর্স

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ পরিচালিত এক বছরমেয়াদি 'থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স' কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রম্নয়ারি পর্যন্ত অনলাইনে (যঃঃঢ়://িি.িপংব.ফঁ.ধপ.নফ/ধহরসধঃরড়হ-ষধন/) ভর্তির আবেদন করা যাবে। আবেদনের নূ্যনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের ডিগ্রি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রম্নয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

৩ ফেরুয়ারি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০১৭ সালে 'থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স' সার্টিফিকেট কোর্স চালু করা হয়। এ জন্য একটি অ্যানিমেশন ল্যাবও প্রতিষ্ঠা করা হয়েছে। এতে সহায়তা দিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অ্যানিমেশন ল্যাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন ২০টি ডেস্কটপ কম্পিউটার ও ১০টি ওয়াকম পেন ট্যাবলেট রয়েছে। 'থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স' সার্টিফিকেট কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য অ্যানিমেশন ল্যাব তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অধ্যাপক ড. উপমা কবির।

বর্তমানে দুজন প্রশিক্ষক রয়েছেন এ কোর্স পরিচালনার জন্য। প্রশিক্ষকদের একজন আবদুলস্নাহ সরফরাজ ইয়াসিন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইটিই বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডের স্কুল অব ভিজু্যয়াল ইফেক্টস থেকে অ্যানিমেশন ও ভিএফএক্স বিষয়ে পড়াশোনা করেন। আরেকজন প্রশিক্ষক হলেন অনিন্দ্য মকসুদ। তিনি মালয়েশিয়ার মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিমেশন ও ভিজু্যয়াল ইফেক্টস বিষয়ে স্নাতক শেষ করেন। পরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অ্যানিমেশন মেন্টর থেকে ক্যারেক্টার অ্যানিমেশনে প্রশংসাপত্র

অর্জন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<87159 and publish = 1 order by id desc limit 3' at line 1