বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
  ২১ আগস্ট ২০১৮, ০০:০০

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অধ্যায় : চার

প্রশ্ন : ১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?

উত্তর : নাইট্রোজেন

প্রশ্ন: ২. পবর্তারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান?

উত্তর : অক্সিজেন

প্রশ্ন : ৩. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস?

উত্তর : কাবর্ন ডাইঅক্সাইড

প্রশ্ন: ৪. হাসপাতালে আগুন নেভানোর জন্য সতকর্তামূলক অগ্নিনিবার্পণযন্ত্রে কী ব্যবহার করা হয়?

উত্তর : কাবর্ন ডাইঅক্সাইড

প্রশ্ন: ৫. আবিরের বিয়েতে অতিথিদের কোমল পানীয় দেয়া হয়। এ পানীয়র ঝঁাজালো ভাব রাখতে কী ব্যবহার করা হয়?

উত্তর : কাবর্ন ডাইঅক্সাইড

প্রশ্ন : ৬. পবর্ত আরোহণ করা নিশাতের একপ্রকার শখ, তিনি পবর্ত আরোহণের সময় কী ব্যবহার করবেন?

উত্তর : অক্সিজেন

প্রশ্ন : ৭. নীরব সাইকেলে পথে বের হলে হঠাৎ সাইকেলের টায়ার ছিদ্র হয়ে যায়। সাইকেলটি সক্রিয় করতে টায়ার ফোলানোর প্রয়োজন। এটি ফোলাতে তিনি কী ব্যবহার করবেন?

উত্তর : বায়ু

প্রশ্ন : ৮. তুষা তার ভেজা চুল শুকাতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে। যন্ত্রটির নাম কী?

উত্তর : হেয়ার ড্রায়ার

প্রশ্ন : ৯. তোমার এলাকায় বিদ্যুৎ-সংকট হওয়ায় তুমি বায়ুপ্রবাহের সাহায্যে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা নিয়েছ। এ বিদ্যুৎ তুমি কীভাবে উৎপাদন করবে?

উত্তর : টারবাইন ঘুরিয়ে

প্রশ্ন : ১০. উঁচু পাহাড়ের চ‚ড়ায় গেলে সিলিন্ডারে করে অক্সিজেন নিয়ে যেতে হয়। কেন নিতে হয়?

উত্তর: পাহাড়ের চ‚ড়া অক্সিজেনশূন্য থাকে

প্রশ্ন : ১১. তোমাদের এলাকায় আগুন লাগল। আগুন নেভাতে কোনটি ব্যবহার করবে?

উত্তর : কাবর্ন ডাইঅক্সাইড

১২. টিন বা প্যাকেটে মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি সংরক্ষণ করা হয়। এতে কোন উপাদানটি ব্যবহার করা হয়?

উত্তর: খ. নাইট্রোজেন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<8716 and publish = 1 order by id desc limit 3' at line 1