শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথমপত্র)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
জেলে জাল ফেলে

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

১. কবি কী কুড়িয়ে আনেন?

ক. চিত্রময়ী বাণী খ. ভিক্ষালব্ধ ধন

গ. আনন্দের ভোগ ঘ. গানের পসরা

সঠিক উত্তর : ক. চিত্রময়ী বাণী

২. সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে- এখানে 'সংকীর্ণ বাতায়ন' বলতে কী বোঝানো হয়েছে?

ক. ছোট জানালা খ. ক্ষুদ্র গন্ডি

গ. জনবিচ্ছিন্নতা ঘ. কোলাহলপূর্ণতা

সঠিক উত্তর : গ. জনবিচ্ছিন্নতা

* নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও

সুকান্ত ভট্টাচার্য শ্রমজীবী মানুষের কবি। তিনি তার কবিতায় শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অধিকারের কথা বলেছেন। সাধারণ মানুষের মধ্যে থেকে তিনি তাদের শক্তি জুগিয়েছেন। তার ওপর আঘাত এসেছে কিন্তু তিনি তার পথ থেকে বিচু্যত হননি।

৩. সুকান্ত 'ঐকতান'কবিতার আলোকে কোন ধরনের কবি?

ক. সাধারণ কবি খ. গুণী কবি

গ. মহৎ কবি ঘ. জনপ্রিয় কবি

সঠিক উত্তর : ক. সাধারণ কবি

৪. 'ঐকতান' কবিতায় কবি সুকান্তের মতোই এমন আরো কবি আবির্ভাব প্রত্যাশা করেছেন। কারণ এই কবিরা

র) জনগণের মর্মের কথা বোঝে

রর) কাজে ও কথায় তারা এক

ররর) এরা সাধারণের জীবন ঘনিষ্ঠ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৫. রবীন্দ্রনাথ ঠাকুর কোন তারিখে জন্মগ্রহণ করেন?

ক. ১২৭৮ বঙ্গাব্দের ২৫ জ্যৈষ্ঠ

খ. ১২৬৮ বঙ্গাব্দের ২৫ ভাদ্র

গ. ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ

ঘ. ১২৫৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ

সঠিক উত্তর : গ. ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ

৬. জেলে কী ফেলে?

ক. জাল খ. নৌকা

গ. বইঠা ঘ. ছিপ

সঠিক উত্তর : ক. জাল

৭. 'শেষের কবিতা' কী?

ক. কবিতা খ. ছোটগল্প

গ. নাটক ঘ. উপন্যাস

সঠিক উত্তর : ঘ. উপন্যাস

৮. রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন?

ক. জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে

খ. জোড়াসাঁকোর চক্রবর্তী পরিবারে

গ. জোড়াসাঁকোর চৌধুরী পরিবারে

ঘ. জোড়াসাঁকোর চ্যাটার্জী পরিবারে

সঠিক উত্তর : ক. জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে

৯. সবার সাথে কার যোগ আছে?

ক. প্রকৃতির

খ. জীবনের

গ. কবির

ঘ. সমুদ্রের

সঠিক উত্তর : গ. কবির

১০. কবি ভিক্ষালব্ধ ধনে কী পূরণ করে নেন?

ক. মৌলিক জ্ঞান

খ. জ্ঞানের দীনতা

গ. কৌতূহল

ঘ. জ্ঞানতৃষ্ণা

সঠিক উত্তর : খ. জ্ঞানের দীনতা

১১. অর্ধ রাতে কবির চোখে কে স্পর্শ করেছে?

ক. নিদ্রা খ. অনিদ্রা

গ. অস্থিরতা ঘ. সৌন্দর্য

সঠিক উত্তর : খ. অনিদ্রা

১২. রবীন্দ্রনাথ ঠাকুর মাতা-পিতার কততম সন্তান?

ক. দ্বাদশ খ. ত্রয়োদশ

গ. পঞ্চদশ ঘ. চতুর্দশ

সঠিক উত্তর : ঘ. চতুর্দশ

১৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন বিশেষণে ডাকা হয়?

ক. বিশ্বকবি খ. চারণ কবি

গ. জাতীয় কবি ঘ. নাগরিক কবি

সঠিক উত্তর : ক. বিশ্বকবি

১৪. কবি কোনটি দিয়ে চোখ ভোলাতে মানা করেছেন?

ক. ভাষা খ. ভাব

গ. ভঙ্গি ঘ. স্বপ্ন

সঠিক উত্তর : গ. ভঙ্গি

১৫. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থের নাম কি?

ক. বনফুল খ. ক্ষণিকা

গ. ঐকতান ঘ. কবিকাহিনী

সঠিক উত্তর : ক. বনফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<87373 and publish = 1 order by id desc limit 3' at line 1