শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথমপত্র)

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
সংগীত সাধনা

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

১৬. জ্ঞানের দীনতা বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. পাঠহীনতা খ. বুদ্ধিহীনতা

গ. জ্ঞানের স্বল্পতা ঘ. সম্পদহীনতা

সঠিক উত্তর : গ. জ্ঞানের স্বল্পতা

১৭. নিমন্ত্রণ বলতে বোঝায়?

ক. দাওয়াত খ. আবেদন

গ. অনুরোধ ঘ. আহ্বান

সঠিক উত্তর : ক. দাওয়াত

১৮. গীতাঞ্জলি কাব্যের রচিয়তা কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. মাইকেল মধুসূদন

ঘ. কাজী মোতাহের হোসেন

সঠিক উত্তর : ক. রবীন্দ্রনাথ ঠাকুর

১৯. প্রসাদ নিচের কোনটির সঙ্গে সম্পৃক্ত?

ক. কবিতা খ. মঙ্গলচিন্তা

গ. পূজা ঘ. অতিথি সেবা

সঠিক উত্তর : গ. পূজা

২০. মাটি শব্দের প্রতিশব্দ কোনটি?

ক. মৃৎ খ. মিহির

গ. বালু ঘ. পসরা

সঠিক উত্তর: ক. মৃৎ

২১. রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে কবিতা রচনা শুরু করেন?

ক. সাত বছর খ. আট বছর

গ. নয় বছর ঘ. বার বছর

সঠিক উত্তর : খ. আট বছর

২২. কোথায় প্রবেশ করার শক্তি কবির ছিল না?

ক. মহলে খ. রাজ্যে

গ. নিদমহলে ঘ. পাড়ার ভেতরে

সঠিক উত্তর : ঘ. পাড়ার ভেতরে

২৩. 'স্বরসাধনা' শব্দের অর্থ কী?

ক. কণ্ঠস্বরকে মুক্ত করা খ. সংগীত সাধনা

গ. সাহিত্য সাধনা ঘ. কণ্ঠের মাধ্যমে ধ্যান করা

সঠিক উত্তর : খ. সংগীত সাধনা

২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের মৃতু্য কত সালে?

ক. ১৯৩৮ খ. ১৯৪১

গ. ১৯৪২ ঘ. ১৯৪৩

সঠিক উত্তর : খ. ১৯৪১

২৫. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'ঐকতান' কবিতাটি কোন ছন্দে রচিত?

ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত

গ. অক্ষরবৃত্ত ঘ. গদ্যছন্দ

সঠিক উত্তর : গ. অক্ষরবৃত্ত

২৬. সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত হলো-

র. উপন্যাস

রর. চলচ্চিত্র

ররর. ভ্রমণ করা

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

২৭. জন্মদিনে কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত?

ক. ১৩৪৭ সালে খ. ১৩৪৮ সালে

গ. ১৩৪২ সালে ঘ. ১৩২২ সালে

সঠিক উত্তর : খ. ১৩৪৮ সালে

২৮. সাহিত্যের ঐকতান বলতে কবি বুঝিয়েছেন-

র. রচনা সভা

রর. বিভিন্ন রচনার মিলিত রূপ

ররর. সাহিত্য সুর

নিচের কোনটি সঠিক

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

২৯. 'ঐকতান' কবিতাটি কবির যে কাব্যগ্রন্থের অন্তর্গত-

র. জন্মদিনে

রর. কড়ি ও কোমল

ররর. পুনশ্চ

নিচের কোনটি সঠিক

ক. র খ. রর

গ. ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<87560 and publish = 1 order by id desc limit 3' at line 1