শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা
  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
স্নেহ-মমতা ও প্রীতির বাঁধন-

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

আহ্বান

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৬. 'অনুরোগ, শব্দের অর্থ কী?

ক) অনুরোধ

খ) প্রার্থনা

গ) সুপারিশ

ঘ) নালিশ

সঠিক উত্তর : ঘ) নালিশ

১৭. 'নাড়ি' শব্দের অর্থ কী?

ক) শ্রমিক

খ) আশ্রয়

গ) লাঠি

ঘ) নির্ভর

সঠিক উত্তর : গ) লাঠি

১৮. 'তাচ্ছিল্য' শব্দের অর্থ কী?

ক) শ্রদ্ধা

খ) সম্মান

গ) অবজ্ঞা

ঘ) অসতর্ক

সঠিক উত্তর : গ) অবজ্ঞা

১৯. মানুষের স্নেহ-মমতার প্রীতির যে বাঁধন তা কিসের নয়?

ক) ভালোবাসার

খ) ধনসম্পদের

গ) জোরপূর্বক

ঘ) পারস্পরিক সহযোগিতার

সঠিক উত্তর : খ) ধনসম্পদের

২০. নিবিড় স্নেহ ও উদার হৃদয়ের আন্তরিকতার ঢলে কী ঘুচে যেতে পারে?

ক) দূরত্ব, সংস্কার

খ) গোঁড়ামি

গ) দূরত্ব, সংস্কার ও গোঁড়ামি

ঘ) অসহযোগিতা

সঠিক উত্তর: গ) দূরত্ব, সংস্কার ও গোঁড়ামি

২১. 'ডিস্টিংশন' বলতে কী বোঝায়?

ক) বিশেষ বৃত্তি

খ) সর্বোচ্চ নম্বর অধিকারী

গ) বিশেষ বিবেচনায় পাস

ঘ) কম নম্বর অধিকারী

সঠিক উত্তর : খ) সর্বোচ্চ নম্বর অধিকারী

২২. গোপাল বাড়ি ঘর করতে না চাওয়ার কারণ-

ক) গ্রামে না আসা

খ) সামান্য বেতন

গ) আপনজন না থাকায়

ঘ) জমি না থাকায়

সঠিক উত্তর : খ) সামান্য বেতন

২৩. 'আহ্বান' গল্পটি কেমন-

ক) স্নেহ-প্রীতির

খ) আন্তরিকতা

গ) উদার মানবিক সম্পর্ক

ঘ) শ্রেণি-বৈষম্যহীন

সঠিক উত্তর : ঘ) শ্রেণি-বৈষম্যহীন

২৪. 'গোয়ালপুরো' বলতে কী বোঝায়?

ক) গোলাভরা

খ) গোয়ালভরা

গ) পুককুভরা

ঘ) চালাভরা

সঠিক উত্তর: খ) গোয়ালভরা

২৫. করাত দিয়ে কাঠ কেটে যে জীবিকা নির্বাহ করে তাকে বলে-

ক) কাঠুরে

খ) করাতি

গ) মিস্ত্রি

ঘ) বাওয়ালি

সঠিক উত্তর: খ) করাতি

২৬. করাতের কাজ বলতে বোঝায়-

ক) কাঠ কেটে জীবিকা নির্বাহ

খ) কাঠ চেরাই করার পেশা

গ) বাড়ি নির্মাণ করা

ঘ) বাজারে কাঠ বিক্রি করা

সঠিক উত্তর : খ) কাঠ চেরাই করার পেশা

২৭. ধর্মীয় গোঁড়ামি ঘুচে যাওয়ার সাথে সম্পর্ক রয়েছে কোনটির?

ক) ধনী-দরিদ্রের বৈষম্যহীন সমাজ

খ) পারস্পারিক সহযোগিতা

গ) ধর্মীয় সম্প্রদায়িকতা

ঘ) উদার হৃদয়ের আন্তরিকতা

সঠিক উত্তর : ঘ) উদার হৃদয়ের আন্তরিকতা

সেই অস্ত্র

আহসান হাবীব

১. 'সেই অস্ত্র' কবিতার প্রধান বাণী কোনটি

ক. ভালোবাসার বাণী

খ. অস্ত্রের হুংকার

গ. হতাশার বাণী

ঘ. ধ্বংসের বাণী

সঠিক উত্তর : ক. ভালোবাসার বাণী

২. 'অবিনাশী' শব্দের অর্থ কী?

ক. রাশকারী

খ. চিরন্তন

গ. আবিষ্কার

ঘ. ধ্বংসকারী

সঠিক উত্তর : খ. চিরন্তন

৩. 'সেই অস্ত্র' কবিতার মূল লক্ষ্য কী?

ক. সম্প্রীতির জাগরণ

খ. আনন্দ করা

গ. আন্দোলন করা

ঘ. জাগরণ

সঠিক উত্তর : ক. সম্প্রীতির জাগরণ

৪. 'সেই অস্ত্র' কবিতায় 'অস্ত্র' শব্দটির অন্তর্নিহিত অর্থ কোনটি?

ক. প্রেম-ভালোবাসা

খ. বন্দুক

গ. হিংসা-বিদ্বেষ

ঘ. হিংসা

সঠিক উত্তর : ক. প্রেম-ভালোবাসা

৫. কবির প্রত্যাশিত অস্ত্রের প্রকৃতি কেমন?

ক. ক্ষণস্থায়ী

খ. ভঙ্গুর

গ. অবিনাশী

ঘ. মোড়কে জড়ানো

সঠিক উত্তর : গ. অবিনাশী

৬. কবি ভালোবাসার ব্যাপ্তি ঘটানোর জন্য কী করেছেন?

ক. আন্দোলন

খ. আহ্বান ও প্রত্যাশা

গ. লড়াই

ঘ. চিন্তা

সঠিক উত্তর : খ. আহ্বান ও প্রত্যাশা

৭. কোনটি ভিন্নার্থক শব্দ?

ক. সন্নিবিষ্ট

খ. সমাবিষ্ট

গ. সমবেত

ঘ. সংকুচিত

সঠিক উত্তর : ঘ. সংকুচিত

\হ

৮. 'সেই অস্ত্র' কবিতায় প্রধান বাহন কোনটি?

ক. শ্রেণি সংগ্রাম

খ. শ্রেণি জাগরণ

গ. দেশপ্রেম

ঘ. ভালোবাসা

সঠিক উত্তর : ঘ. ভালোবাসা

৯. 'সেই অস্ত্র' কবিতার শেষে কবি পৃথিবীতে কী ব্যাপ্ত করার আহ্বান জানিয়েছেন?

ক. অস্ত্র

খ. ভালোবাসা

গ. অহংকার

ঘ. সৌন্দর্য

সঠিক উত্তর : খ. ভালোবাসা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<87744 and publish = 1 order by id desc limit 3' at line 1