শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
আলাউদ্দিন হুসেন শাহ

প্রশ্ন : কবি বিজয় গুপ্ত কার আদেশে মনসামঙ্গল কাব্য রচনা করেন?

উত্তর: আলাউদ্দিন হুসেন শাহের।

প্রশ্ন: বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?

উত্তর: আলাউদ্দিন হুসেন শাহ।

প্রশ্ন: নসীয়তনামা কাব্য কার পৃষ্ঠপোষকতায় রচিত?

উত্তর: শ্রীসুধর্মের।

প্রশ্ন: কার আদেশে সয় ফুল-মূলক রচিত হয়?

উত্তর: সৈয়দ মুসার আদেশে।

প্রশ্ন: কার আদেশে আলাওল সতীময়না কাব্য রচনা করেন?

উত্তর: লস্কর উজির আশরাফ খানের।

প্রশ্ন: কবি জৈনুদ্দিন কার সভাকবি ছিলেন?

উত্তর: গৌড়ের সুলতান ইউসুফ শাহেব।

প্রশ্ন: গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় শাহ মুহম্মদ সগীর কোন কাব্যটি রচনা করেন?

উত্তর: ইউসুফ-জুলেখা।

প্রশ্ন: রসুল বিজয় কাব্য কার অনুপ্রেরণায় রচিত হয়?

উত্তর: শামসুদ্দীন ইউসুফ শাহের।

প্রশ্ন: মহা বংশাবলি নামক সামাজিক ইতিহাস গ্রন্থের পৃষ্ঠপোষক কে?

উত্তর সুলতান জালালউদ্দিন ফতেহ-ই-শাহ।

প্রশ্ন: বাংলায় সর্বপ্রথম বিদ্যাসাগর কাহিনী কার আমলে রচিত হয়?

উত্তর: হুসেন শাহের আমলে।

প্রশ্ন: কার পৃষ্ঠপোষকতায় ভারতচন্দ্র বিদ্যাসুন্দর রচনা করেন?

উত্তর : রাজা কৃষ্ণ চন্দ্রের।

প্রশ্ন: ছুটি খানের সভাকবি কে ছিলেন?

উত্তর : শ্রীকর নন্দী।

প্রশ্ন : কোন কবি গিয়াস উদ্দীন আযম শাহের রাজা কর্মচারী ছিলেন?

উত্তর : শাহ মুহম্মদ সগীর।

প্রশ্ন : কবি মালাধর বসুর পৃষ্ঠপোষক কে ছিলেন?

উত্তর : শামসউদ্দিন ইউসুফ শাহ।

প্রশ্ন : রাজা লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন?

উত্তর : ভারতচন্দ্র।

প্রশ্ন : হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে কাব্য চর্চা করেন?

উত্তর : রূপ গোস্বামী।

প্রশ্ন : কবীন্দ্র পরমেশ্বর কার আদেশে বাংলায় মহাভারত রচনা করেন?

উত্তর : পরাগল খানের।

প্রশ্ন : আলাওল পদ্মাবতী রচনা করেন?

উত্তর : মাগন ঠাকুরের অনুরোধে।

প্রশ্ন : কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?

উত্তর : গিয়াসউদ্দিন আজম শাহ।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রধান প্রধান সাহিত্য ধারা কী কী?

উত্তর : গীতি কবিতা, মহাকাব্য, উপন্যাস, গল্প, নাটক, প্রহসন, প্রবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, পত্র সাহিত্য, জীবনী সাহিত্য ইত্যাদি।

প্রশ্ন : মধ্যযুগের অন্যতম সাহিত্য ধারা কী কী?

উত্তর : বৈঞ্চব পদাবলি, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, কবিগান, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য, মর্সিয়া সাহিত্য ইত্যাদি।

প্রশ্ন : আধুনিক যুগের সাহিত্য ধারা কী কী?

উত্তর : মহাকাব্য, গীতিকাব্য, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রহসন, প্রবন্ধ, নিবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, আত্মজীবনীমূলক সাহিত্য, পত্র সাহিত্য, গীতিনাট্য ইত্যাদি।

প্রশ্ন : বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কী?

উত্তর : লোকসাহিত্য।

প্রশ্ন : লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী?

উত্তর : ছড়া ও ধাঁ ধাঁ।

প্রশ্ন : ঋড়ষশষড়ৎব ংড়পরবঃু এর কাজ কী?

উত্তর : লোকসাহিত্য চর্চা ও সংরক্ষণ।

প্রশ্ন : মহুয়া পালা কোন কাহিনী নিয়ে রচিত?

উত্তর : বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামনকান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চাঁদের প্রণয় কাহিনী।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকার অন্তর্গত উলেস্নখযোগ্য গীতিকাগুলো কী কী?

উত্তর : মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।

প্রশ্ন : দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে?

উত্তর : মনসুর বয়াতি।

প্রশ্ন : বাংলাদেশ থেকে সংগৃহীত লোক গীতিকা কয় ভাগে বিভক্ত?

উত্তর : ৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনূদিত হয়েছে?

উত্তর : ২৩টি।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকার রচয়িতা কে?

উত্তর : ড. দীনেশ চন্দ্র সেন।

প্রশ্ন : মৈয়মনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তর : ১৯২৩ সালে।

প্রশ্ন : পদ বা পদাবলি বলতে কী বুঝায়?

উত্তর : পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা।

প্রশ্ন : বৈষ্ণব সাহিত্য কী?

উত্তর : বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলি সাহিত্যর সূচনা ঘটে কবে?

উত্তর : চর্তুদশ শতকে।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ কাল কখন?

উত্তর : ষোড়শ শতকে।

প্রশ্ন : শাক্ত পদাবলি কোন শতকের সাহিত্য ছিল?

উত্তর : আঠারো শতক।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলি সাহিত্যের আদি কবি কে কে?

উত্তর : বিদ্যাপতি ও চন্ডীদাশ।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলি সাহিত্যের চতুষ্টয় কে কে?

উত্তর : বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস।

প্রশ্ন : বিদ্যাপতি ও চন্ডীদাশ কোন শতকের কবি?

উত্তর : চতুর্দশ শতক।

প্রশ্ন : জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি?

উত্তর : ষোড়শ শতক।

প্রশ্ন : বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলি রচনা করেছেন?

উত্তর : ব্রজবুলি ভাষায়।

প্রশ্ন : বৈষ্ণব পদাবালি সাহিত্যের উলেস্নখ্যযোগ্য কবি কে কে?

উত্তর : বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, য়েশারাজ খান, চাঁদকাজী, রামচন্দ বসু, বলরাম দাস, নরহরি দাস, বৃন্দাবন দাস, বংশীবদন, বাসুদেব, অনন্ত দাস, লোচন দাস, শেখ কবির, সৈয় দ সুলতান, আলাওল, দীন চন্ডীদাস, চন্দ্রশেখর, হরিদাস, শিবরাম, করম আলী, পীর মুহম্মদ, হীরামনি, ভবানন্দ প্রমুখ। হরহরি সরকার, ফতেহ পরমানন্দ, ঘনশ্যাম দাশ, গিয়াস খান।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলি সাহিত্যের উলেস্নখযোগ্য মুসলিম কবি কে কে?

উত্তর : আলাওল, সৈয়দ সুলতান, আকবর, ফয়জুলস্নাহ, আফজল, সালেহ বেগ, নাসির মাহমুদ, সৈয়দ আইনুদ্দীন, গয়াস খান, ফাজিল, নাসির মহম্মদ, আলীরজা, করম আলী।

প্রশ্ন : বৈষ্ণব পদাবলির প্রধান অবলম্বন কী কী?

উত্তর : রাধাকৃষ্ণের প্রেমলীলা।

প্রশ্ন : অধিকাংশ বৈষ্ণব পদাবলি কোন ভাষায় রচিত হয়েছে?

উত্তর : ব্রজবুলি ভাষায়।

প্রশ্ন : শাক্ত পদাবলির উলেস্নখযোগ্য কবি কে কে?

উত্তর : রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলীরাজা, কমলাকান্ত, নন্দকুমার প্রমুখ।

প্রশ্ন : মঙ্গলকাব্যের উপজীব্য কী?

উত্তর : ধর্মবিষয়ক আখ্যান। দেবদেবীর গুণগান মঙ্গলকাব্যের উপজীব্য। স্ত্রী দেবীদের প্রধান্য এবং মনসা ও চন্ডীই এদের মধ্যে গুরুত্বপূর্ণ।

প্রশ্ন : মঙ্গলকাব্য প্রধানত কত প্রকার ও কী কী?

উত্তর : মঙ্গল কাব্য প্রধানত দু'প্রকার। যথা- (ক) পৌরাণিক মঙ্গলকাব্য ও (খ) লৌকিক মঙ্গলকাব্য।

প্রশ্ন : উলেস্নখ্যযোগ্য পৌরাণিক মঙ্গলকাব্য কী কী?

উত্তর : অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল।

প্রশ্ন : সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য ধারা কোনটি?

উত্তর : মনসামঙ্গল।

প্রশ্ন : সর্বাপেক্ষা জনপ্রিয় মনসামঙ্গল কাহিনী কোনটি?

উত্তর : চাঁদ সাগরের বিদ্রোহ ও বেহুলার সতিত্ব কাহিনী।

প্রশ্ন : মনসামঙ্গল কাব্য কোন দেবীর কাহিনী নিয়ে রচিত?

উত্তর : দেবী মনসার কাহিনী।

প্রশ্ন : মনসামঙ্গলের উলেস্নখযোগ্য চরিত্র কী?

উত্তর : মনসাদেবী, চাঁদ সুন্দর, বেহুলা, লখীন্দর।

প্রশ্ন : মনসামঙ্গলের আদি কবি কে?

উত্তর : কানা হরিদত্ত।

প্রশ্ন : কোন রাজার সময় মনসা মঙ্গল কাব্য রচিত হয়?

উত্তর : সুলতান হুসেন শাহের সময়ে।

প্রশ্ন : মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ণ দেবের জন্মস্থান কোথায়?

উত্তর : বর্তমান কিশোরগঞ্জ জেলায়।

প্রশ্ন : কবি নারায়ণ দেবের কাব্যের নাম কী?

উত্তর : পদ্মপুরাণ।

প্রশ্ন : মনসামঙ্গলের অন্যতম কবি বিজয় গুপ্তের জন্ম স্থান কোথায়?

উত্তর : বরিশাল জেলার বর্তমান গৈলা গ্রামে এবং প্রাচীন নাম ফুলশ্রী।

প্রশ্ন : মনসা বিজয় ' কাব্যগ্রন্থের রচিয়তা কে?

উত্তর : বিপ্রদাস পিপিলাই, ১৪৯৫ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন : মনসামঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে কোন কবির বিশেষ খ্যাতি ছিল?

উত্তর : দ্বিজ বংশীদাস।

প্রশ্ন : দ্বিজ বংশীদাস কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।

প্রশ্ন : মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ক্ষেমানন্দের উপাধি কী ছিল?

উত্তর : কেতকা দাস।

প্রশ্ন : চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কী?

উত্তর : মানিক দত্ত।

প্রশ্ন : কোন শতকে চন্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে?

উত্তর : ষোড়শ শতকে।

প্রশ্ন : চন্ডীমঙ্গল কাব্যর রচনাকাল কত সময় পর্যন্ত বিস্তৃত?

উত্তর : ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত।

প্রশ্ন : চন্ডীমঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ট কবি কে?

উত্তর : কবি কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী।

প্রশ্ন : কবি মুকুন্দ রাম কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : বর্ধমান জেলার দামুন্যা গ্রামে।

প্রশ্ন : কবি মুকুন্দ রাম কার সভাসদ ছিলেন?

উত্তর : মেদিনীপুর জেলার অড় বা গ্রামের জমিদার রঘুনাথের।

প্রশ্ন : মুকুন্দ রামকে কে কেন কবিকঙ্কন' উপাধি দেন?

উত্তর : জমিদার রঘুনাথ শ্রী শ্রী চন্ডীমঙ্গল কাব্য রচনার জন্য।

প্রশ্ন : মুকুন্দ রামের চন্ডীমঙ্গল কাব্যের অন্যান্য নাম কী কী?

উত্তর : অভয়ামঙ্গল, অধিকামঙ্গল, গৌরীমঙ্গল, চন্ডীমঙ্গল, প্রভৃতি।

প্রশ্ন : চন্ডীমঙ্গলের উলেস্নখযোগ্য কবির নাম কী?

উত্তর : দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ।

প্রশ্ন : ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি এবং কী কী?

উত্তর : দুটি। যথা : (ক) রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং (খ) লাউসেনের কাহিনী।

প্রশ্ন : ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?

উত্তর : ময়ূর ভট্ট।

প্রশ্ন : হাকন্দপুরান' কার রচিত কাব্য গ্রন্থ?

উত্তর : ময়ূর ভট্ট।

প্রশ্ন : শ্যাম পন্ডিত কে ছিলেন?

উত্তর : ধর্মমঙ্গলের অন্যতম কবি।

প্রশ্ন : নিরঞ্জন মঙ্গল কার কাব্য গ্রন্থের নাম?

উত্তর : শ্যাম পন্ডিত।

প্রশ্ন : সা' বারিদ খান রচিত মঙ্গল কাব্যের নাম কী?

উত্তর : বিদ্যাসুন্দর।

প্রশ্ন : কবিরঞ্জন কোন কবির উপাধি?

উত্তর : রাম প্রসাদ সেন।

প্রশ্ন : রামপ্রসাদ সেনকে কে কবিরঞ্জন' উপাধি প্রদান করেন?

উত্তর : নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।

প্রশ্ন : রামপ্রসাদ সেনের কাব্য গ্রন্থের নাম কী?

উত্তর : কবিরঞ্জন।

প্রশ্ন : অষ্টাদশ শতক বা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবে কোন কবি সুপরিচিত?

উত্তর : ভারতচন্দ্র রায় গুণাকর।

প্রশ্ন : অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর : ভারত চন্দ্র।

প্রশ্ন : ভারতচন্দ্র কে কে রায় গুণাকর উপাধি প্রদান করেন?

উত্তর : নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।

প্রশ্ন : ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন?

উত্তর : নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।

প্রশ্ন : ভারত চন্দ্র রায় রচিত মঙ্গল কাব্যের নাম কী?

উত্তর : অন্নদামঙ্গল কাব্য।

প্রশ্ন : ভারতচন্দ্র রায় গুণাকরের জন্মস্থান কোথায়?

উত্তর : হাওড়া জেলার পেঁড়ো (পান্তুয়া) গ্রামে।

প্রশ্ন : কোন কবির জীবনাবসানের মাধ্যমে মধ্যযুগের অবসান হয়েছে?

উত্তর : কবি ভারত চন্দ্র রায় গুণাকর।

প্রশ্ন : মর্সিয়া সাহিত্য কী?

উত্তর : এক ধরনের শোককাব্য।

প্রশ্ন : মর্সিয়া কথাটি এসেছে কোন ভাষা থেকে? এর অর্থ কী?

উত্তর : আরবি ভাষা থেকে; এর অর্থ শোক প্রকাশ করা।

প্রশ্ন : কোন মতবাদ প্রসারের ফলে মর্সিয়া সাহিত্য সৃষ্টির অনুকূল হয়েছে?

উত্তর : শিয়া মতবাদ।

প্রশ্ন : কাশিমের লড়াই মার্সিয়া কাব্যের রচয়িতা কে?

উত্তর : অষ্টাদশ শতকের কবি শেরবাজ।

প্রশ্ন : বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্য ধারার প্রথম কবি কে এবং তার কাব্যের নাম কি?

উত্তর : শেখ ফয়জুলস্নাহ, জয় নবের চৌতিশা।

প্রশ্ন : মর্সিয়া সাহিত্য ধারার অন্যতম হিন্দু কবি কে এবং তার কাব্যের নাম কী?

উত্তর : রাধাচরণ গোপ, ইমামগণের কেচ্ছা ও আফৎনামা।

প্রশ্ন : শায়ের কারা?

উত্তর : পুঁথি সাহিত্যের রচয়িতার শায়ের বলা হয়।

প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবির রচয়িতা কে?

উত্তর : ফকির গরীবুলস্নাহ।

প্রশ্ন : উলেস্নখযোগ্য শায়েরের নাম কী?

উত্তর : ফকির গরীবুলস্নাহ, সৈয়দ হামজা, মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী, দানেশ প্রমুখ।

প্রশ্ন : পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রণ ঘটেছে?

উত্তর : আরবি, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি।

প্রশ্ন : কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য?

উত্তর : পুঁতি সাহিত্য।

প্রশ্ন : পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে ছিলেন?

উত্তর : ফকির আবদুলস্নাহ।

প্রশ্ন : ফকির আবদুলস্নাহর শ্রেষ্ঠ কবি প্রতিভা কোন গ্রন্থে বিধৃত?

উত্তর : ইউসুফ- জুলেখা।

প্রশ্ন : প্রণয়োপাখ্যান জাতীয় উলেস্নখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?

উত্তর : ইউসুফ-জুলেখা, সয়ফুলমূলক-বদিউজ্জমান, লায়লী-মজনু, গুলে-বকাওলী।

প্রশ্ন : যুদ্ধ সম্পর্কিত উলেস্নখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?

উত্তর : জঙ্গনামা, আমীর হামজা, সোনাভান, কারবালার যুদ্ধ ইত্যাদি।

প্রশ্ন : পীর পাঁচালীবিষয়ক উলেস্নখযোগ্য পুঁথি সাহিত্য কী কী?

উত্তর : গাজী-কালু চম্পাবতী, সত্য পীরের পুঁথি ইত্যাদি।

প্রশ্ন : নাথ সাহিত্য কী?

উত্তর : বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণির যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্য।

প্রশ্ন : নাথ সাহিত্যের উলেস্নখ্যযোগ্য কবি কে কে?

উত্তর : শেখ ফয়জুলস্নাহ, ভীমসেন রায় ও শ্যামাদাস সেন।

প্রশ্ন : গোরক্ষ বিজয়ের রচয়িতা কে?

উত্তর : শেখ ফয়জুলস্নাহ।

প্রশ্ন : শেখ ফয়জুলস্নাহ গোরক্ষ বিজয় কার মুখে শুনে পুস্তকাকারে লিপিবদ্ধ করেন?

উত্তর : ভারত পাঁচাল রচয়িতা কবিন্দ্রের মুখে।

প্রশ্ন : ময়নামতি বা গোপীচন্দ্র অবলম্বনে রচিত গান প্রথম কে সংগ্রহ করেন?

উত্তর : জর্জ গিয়ার্সন। ১৮৭৮ সালে রংপুর থেকে।

প্রশ্ন : ময়নামতি গোপীচন্দ্রের গান কাব্যের উলেস্নখযোগ্য রচয়িতা কে কে?

উত্তর : দুর্লভ মলিস্নক, ভবানীদাস ও শুকুর আহমেদ।

প্রশ্ন : গোরক্ষ বিজয়ের উপজীব্য বিষয় কী?

উত্তর : নাথ বিশ্বাস জাত যুগের মহিমা এবং নারী ব্যভিচারপ্রধান সমাজচিত্রের বর্ণনা।

প্রশ্ন : শেখ ফয়জুলস্নাহ রচিত গ্রন্থের সংখ্যা কয়টি ও কী কী?

উত্তর : ৫টি। যথা- (ক) গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয় (খ) গাজী বিজয় (গ) সত্যপরী (ঘ) জয় নালের চৌতিশা (ঙ) রাসানাম।

প্রশ্ন : মীনচেতন কে রচনা করেছেন?

উত্তর : শ্যামাদাস সেন।

প্রশ্ন : মীনচেতন কে সম্পাদনা করেছেন?

উত্তর : ড. নলীনিকান্ত ভট্টশালী।

প্রশ্ন : মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম কবিগণের সর্বাপেক্ষা উলেস্নখযোগ্য অবদান কী?

উত্তর : রোমান্টিক প্রণয়োপাখ্যান।

প্রশ্ন : মধ্যযুগে ফারসি ভাষা থেকে অনূদিত প্রণয়োপাখ্যানগুলো কী কী?

উত্তর : ইউসুফ-জুলেখা, লাইলী-মজনু, গুলে বকাওয়ালী, সয়ফুলমুলুক বদিউজ্জামাল,

প্রশ্ন : মধ্যযুগে হিন্দি ভাষা থেকে অনূদিত প্রণয়োপাখ্যানগুলো কী কী?

উত্তর : পদ্মাবতী, সতীময় না লোরচন্দ্রনী, মধুমালতী, মৃগাবতী ইত্যাদি।

প্রশ্ন : গুলে বকাওয়ালী কে রচনা করেন?

উত্তর : নওয়াজিশ আলী খান।

প্রশ্ন : গুলে বকাওয়ালী অন্য কোন কবি রচনা করেন?

উত্তর : মুহাম্মদ মুকিম।

প্রশ্ন : সয়ফুলমুলুক বদিউজ্জামাল কাব্যের কাহিনী কী?

উত্তর : আরবীয় উপন্যাস বা আলীফ লায়লা।

প্রশ্ন : সয়ফুলমুলুক বদিউজ্জামাল কে রচনা করেন?

উত্তর : আলাওল।

প্রশ্ন : সয়ফুলমুলুক বদিউজ্জামাল অন্য কোন কোন কবি রচনা করেন?

উত্তর : দেনা গাজী চৌধুরী, ইব্রাহিম ও মালে মোহম্মদ।

প্রশ্ন : সপ্তপয় কর কে রচনা করেন?

উত্তর : আলাওল।

প্রশ্ন : সপ্ত পয়কর কোন কবির রচনার ভাবানুবাদ?

উত্তর : পারস্যর কবি নিজামী গঞ্জভীর সপ্তপয় কর কাব্যের।

প্রশ্ন : লাইলী মজনু কে রচনা করেন?

উত্তর : বহরাম খান।

প্রশ্ন : ইউসুফ-জুলেখা কে রচনা করেন?

উত্তর : শাহ মুহম্মদ সগীর।

প্রশ্ন : ইউসুফ-জুলেখা অন্য কোন কোন কবি রচনা করেন?

উত্তর : আব্দুল হাকিম, গরীবুলস্নাহ, গোলাম সাফাতউলস্নাহ, সাদেক আলী ও ফকির মুহাম্মদ।

প্রশ্ন : কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পর্যন্ত?

উত্তর : ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধে।

প্রশ্ন : কবিগানের উলেস্নখ্যযোগ্য কবিওয়ালের নাম কী কী?

উত্তর : গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ।

প্রশ্ন : কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত কে?

উত্তর : গোঁজলা গুঁই।

প্রশ্ন : গোঁজলা গুই এর উলেস্নখযোগ্য শিষ্য কে কে?

উত্তর : লালু নন্দলাল, রঘুনন্দ, রামজীবন দাস প্রমুখ।

প্রশ্ন : বাংলা টম্পাগানের জনক কে ছিলেন?

উত্তর : নিধু বাবু।

প্রশ্ন : নানা দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এটির রচয়িতা কে?

উত্তর : নিধু বাবু।

প্রশ্ন : টম্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের কোন ধারার সূত্রপাত?

উত্তর : বাংলা গীতিকবিতা।

প্রশ্ন : কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি কে অর্জন করেছিল?

উত্তর : ভবানী বেনে।

প্রশ্ন : কবিগানের কয়টি বিভাগ কী কী?

উত্তর : ৪টি। বন্দনা, সখী সংবাদ, বিরহ ও খেউর।

প্রশ্ন : হরু ঠাকুরের প্রকৃত নাম কী?

উত্তর : হরেকৃষ্ণ দিঘাড়ী।

প্রশ্ন : কবিয়াল কেষ্ট মুচির প্রকৃত নাম কী?

উত্তর : কৃষ্ণচন্দ্র চর্মকার।

প্রশ্ন : কবিগানের বিশেষ গৌরবের যুগ কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল?

উত্তর : ১৭৩০-১৮৩০ সাল পর্যন্ত।

প্রশ্ন : কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে আধুনিক মানসিকতা লালন করতেন কে?

উত্তর : রাম বসু।

প্রশ্ন : কবিওয়ালাদের মধ্যে পর্তুগিজ খ্রিস্টান কে ছিলেন?

উত্তর : অ্যান্টনি ফিরিঙ্গি।

প্রশ্ন : অনন্ত বড়ু এর ছদ্মনাম কী?

উত্তর : বড়ু চন্ডীদাস।

প্রশ্ন : অচিন্তকুমার সেনগুপ্ত এর ছদ্মনাম কী?

উত্তর : নীহারিকা দেবী।

প্রশ্ন : আব্দুল কাদির এর উপাধি কী?

উত্তর : ছান্দসিক কবি।

প্রশ্ন : আলাওল এর উপাধি কী?

উত্তর : মহাকবি।

প্রশ্ন : আব্দুল করিমের উপাধি কী?

উত্তর : সাহিত্য বিশারদ।

প্রশ্ন : ঈশ্বর গুপ্ত এর উপাধি কী?

উত্তর : যুগসন্ধিক্ষণের কবি।

প্রশ্ন : ঈশ্বরচন্দ্র এর উপাধি কী?

উত্তর : বিদ্যাসাগর।

প্রশ্ন : কাজেম আল কোরায়েশী এর উপাধি কী?

উত্তর : কায় কোবাদ।

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম এর উপাধি কী?

উত্তর : বিদ্রোহী কবি।

প্রশ্ন : কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম কী?

উত্তর : হুতোম পেঁচা।

প্রশ্ন : গোবিন্দ দাস এর উপাধি কী?

উত্তর : স্বভাব কবি।

প্রশ্ন : গোলাম মোস্তফা এর উপাধি কী?

উত্তর : কাব্য সুধাকর।

প্রশ্ন : চারুচন্দ্র মুখোপাধ্যায় এর ছদ্মনাম কী?

উত্তর : জরাসন্ধ।

প্রশ্ন : জসীমউদ্‌দীনের উপাধি কী?

উত্তর : পলস্নীকবি।

প্রশ্ন : জীবনানন্দ দাশের উপাধি কী?

উত্তর : রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, ধুসর পান্ডুলিপির কবি।

প্রশ্ন : ড. মনিরুজ্জামানের ছদ্মনাম কী?

উ : হায়াৎ মামুদ।

প্রশ্ন : ড. মোহাম্মদ শহীদুলস্নাহর উপাধি কী?

উত্তর : ভাষা বিজ্ঞানী।

প্রশ্ন : নারায়ণ গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কী?

উত্তর : সুনন্দ।

প্রশ্ন : নজিবর রহমান এর উপাধি কী?

উত্তর : সাহিত্যরত্ন।

প্রশ্ন : নীহাররঞ্জন গুপ্ত এর ছদ্মনাম কী?

উত্তর : বানভট্ট।

প্রশ্ন : নূরন্নেসা খাতুন এর উপাধি কী?

উত্তর : সাহিত্য সরস্বতী, বিদ্যাবিনোদিনী।

প্রশ্ন : প্যারীচাঁদ মিত্র এর ছদ্মনাম কী?

উত্তর : টেকচাঁদ ঠাকুর।

প্রশ্ন : ফররুখ আহমদের উপাধি কী?

উত্তর : মুসলিম রেনেসাঁর কবি।

প্রশ্ন : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী?

উত্তর : বনফুল।

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের উপাধি কী?

উত্তর : সাহিত্য সম্রাট।

প্রশ্ন : বাহরাম খানের উপাধি কী?

উত্তর : দৌলত উজীর।

প্রশ্ন : বিমল ঘোষ এর ছদ্মনাম কী?

উত্তর : মৌমাছি।

প্রশ্ন : বিহারিলাল চক্রবর্তীর উপাধি কী?

উত্তর : ভোরের পাখি।

প্রশ্ন : বিদ্যাপতি এর উপাধি কী?

উত্তর : পদাবলির কবি।

প্রশ্ন : বিষ্ণু দের উপাধি কী?

উত্তর : মার্কসবাদী কবি।

প্রশ্ন : প্রমথ চৌধুরী এর ছদ্মনাম কী?

উত্তর : বীরবল।

প্রশ্ন : ভারতচন্দ্র এর উপাধি কী?

উত্তর : রায় গুনাকর।

প্রশ্ন : মধুসূদন দত্ত এর উপাধি কী?

উত্তর : মাইকেল।

প্রশ্ন : মালাধর বসু এর উপাধি কী?

উত্তর : গুণরাজ খান।

প্রশ্ন : মুকুন্দরাম এর উপাধি কী?

উত্তর : কবিকঙ্কন।

প্রশ্ন : মুকুন্দ দাস এর উপাধি কী?

উত্তর : চারণ কবি।

প্রশ্ন : মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম কী?

উত্তর : গাজী মিয়া।

প্রশ্ন : মধুসূদন মজুমদার এর ছদ্মনাম কী?

উত্তর : দৃষ্টিহীন।

প্রশ্ন : মোহিত লাল মজুমদার এর ছদ্মনাম কী?

উত্তর : সত্য সুন্দর দাস।

প্রশ্ন : মোজাম্মেল হক এর উপাধি কী?

উত্তর : শান্তিপুরের কবি।

প্রশ্ন : যতীন্দ্রনাথ বাগচীর উপাধি কী?

উত্তর : দুঃখবাদের কবি।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কী?

উত্তর : বিশ্বকবি, নাইট।

প্রশ্ন : রাজশেখর বসু এর ছদ্মনাম কী?

উত্তর : পরশুরাম।

প্রশ্ন : রামনারায়ণ এর উপাধি কী?

উত্তর : তর্করত্ন।

প্রশ্ন : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপাধি কী?

উত্তর : অপরাজেয় কথাশিল্পী।

প্রশ্ন : শেখ ফজলুল করিম এর উপাধি কী?

উত্তর : সাহিত্য বিশারদ, রত্নকর।

প্রশ্ন : শেখ আজিজুর রহমান এর ছদ্মনাম কী?

উত্তর : শওকত ওসমান।

প্রশ্ন : শ্রীকর নন্দী এর উপাধি কী?

উত্তর : কবিন্দ্র পরমেশ্বর।

প্রশ্ন : সমর সেনের উপাধি কী?

উত্তর : নাগরিক কবি।

প্রশ্ন : সমরেশ বসুর ছদ্মনাম কী?

উত্তর : কালকূট।

প্রশ্ন : সত্যেন্দ্রনাথ দত্তর উপাধি কী?

উত্তর : ছন্দের যাদুকর।

প্রশ্ন : সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কী?

উত্তর : নীল লোহিত।

প্রশ্ন : সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি কী?

উত্তর : ক্লাসিক কবি।

প্রশ্ন : সুকান্ত ভট্টাচার্যর উপাধি কী?

উত্তর : কিশোর কবি।

প্রশ্ন : সুভাষ মুখোপাধ্যায়ের উপাধি কী?

উত্তর : পদাতিকের কবি।

প্রশ্ন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপাধি কী?

উত্তর : স্বপ্নাতুর কবি।

প্রশ্ন : হেমচন্দ্র এর উপাধি কী?

উত্তর : বাংলার মিল্টন।

প্রশ্ন : মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এর মহাকাব্যের নাম কী?

উত্তর : মেঘনাথ বধ কাব্য (১৮৬১)

প্রশ্ন : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যয় মহাকাব্যের নাম কী?

উত্তর : বৃত্রসংহার (১৮৭৫)

প্রশ্ন : নবীনচন্দ্র সেন মহাকাব্যের নাম কী?

উত্তর : রৈবতক (১৮৭৫), করুক্ষেত্র (১৮৯৩), প্রভাস (১৮৯৬)

প্রশ্ন : কায় কোবাদ মহাকাব্যের নাম কী?

উত্তর : মহাশ্মাশান (১৯০৪)

প্রশ্ন : ইসমাইল হোসেন সিরাজী মহাকাব্যের নাম কী?

উত্তর : স্পেন বিজয় কাব্য (১৯১৪)

প্রশ্ন : গীতিকবি স্বর্ণকুমারী এর গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : গাথা (১৮৮০), কবিতা ও গান (১৮৯৫)।

প্রশ্ন : গীতিকবি বিহারিলাল চক্রবর্তী এর গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : প্রেম প্রবাহিনী (১৮৭০), বঙ্গসুন্দরী (১৮৭০), নিসর্গ সন্দর্শন (১৮৭০), সারদা মঙ্গল (১৮৭৯)।

প্রশ্ন : গীতিকবি সুরেন্দ্রনাথ মজুমদারের গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : মহিলাকাব্য (১৮৮০), সবিতা সুদর্শন (১৮৭০), বর্ষবর্তন (১৮৭২)।

প্রশ্ন : গীতিকবি অক্ষয় কুমার বড়াল গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : প্রদীপ (১৮৮৪), এষা (১৯১৯)

প্রশ্ন : গীতিকবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : স্বপ্নপয়ন (১৮৭৩)।

প্রশ্ন : গীতিকবি কামিনী রায় গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : আলো ও ছায়া (১৮৮৯), মাল্য ও নির্মাল্য (১৯১৩), অশোক সংগীত (১৯১৪), দীপ ও ধুপ (১৯২৯)।

প্রশ্ন : গীতিকবি দ্বিজেন্দ্রলাল রায় গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : আর্যগাথা (১৮৮২), আষাঢ়ে (১৮৯৯), ত্রিবেনী (১৯১২)।

প্রশ্ন : গীতিকবি গোবিন্দ চন্দ্র দাস গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : প্রসুন (১২৯৪), প্রেম ও ফুল (১২৯৪), কুমকুম (১২৯৮), ফুল রেণু (১৩০৩)।

প্রশ্ন : গীতিকবি মোজাম্মেল হোসেন গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : কুসুমাঞ্জলী (১৮৮২), প্রেমহার (১৮৯৮)।

প্রশ্ন : গীতিকবি সৈয়দ এমদাদ আলী গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : ডালি (১৯১২), হাজেরা (১৯১২)।

প্রশ্ন : গীতিকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : ভানুসিংহের পদাবলি।

প্রশ্ন : গীতিকবি রজনীকান্ত সেন গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : বাণী (১৯০২), কল্যাণী (১৯০৫), অমৃত (১৯১০), আনন্দময়ী (১৯১০)।

প্রশ্ন : গীতিকবি কায় কোবাদ গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : অশ্রম্নমালা (১৮৯৫)।

প্রশ্ন : গীতিকবি অক্ষয় কুমার বড়াল গীতিকাব্যের নাম কী কী?

উত্তর : প্রদীপ, (১৮৮৪), এষা (১৯১৯)।

প্রশ্ন : গিরিশ চন্দ্র ঘোষ (১৮৪৪-১৯১২) এর প্রহসনের নাম কী কী?

উত্তর : সপ্তমীতে বিসর্জন, বেলিস্নক বাজার, বড়দিনের বকশিশ, সভ্যতার পান্ডা।

প্রশ্ন : জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর (১৮৪৯-১৯২৫)-এর প্রহসনের নাম কী কী?

উত্তর : কীঞ্চিৎ জলযোগ, (১৮৭২), এমন কর্ম আর করব না (১৮৭৭), হঠাৎ নবাব (১৮৮৪), হিতে বিপরীত (১৮৮৬), দায়ে পড়ে দারগ্রহ।

প্রশ্ন : রামনারায়ণ তর্করত্নর প্রহসনের নাম কী কী?

উত্তর : যেমন কর্ম তেমন ফল (১৯৭৯ বঙ্গাব্দ), উভয় সঙ্কট (১৯৬৯), চক্ষুদান (১৯৬৯)।

প্রশ্ন : মাইকেল মধুসূধন দত্ত (১৮২৪-১৮৭৪)-এর প্রহসনের নাম কী কী?

উত্তর : একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)।

প্রশ্ন : মীর মশারফ হোসেন ( ১৮৪৭-১৯১২) এর প্রহসনের নাম কী কী?

উত্তর : এর উপায় কী ( ১৮৭৫), ভাই, ভাই এই তো চাই (১৮৯৯), ফাঁস কাগজ, একি (১৮৯৯)।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)-এর প্রহসনের নাম কী কী?

উত্তর : বৈকণ্ঠের খাতা (১৮৯৭), ব্যঙ্গ কৌতুক (১৯০৭), হাস্য কৌতুক ( ১৯০৭), চিরকুমার সভা (১৯২৬), শেষ রক্ষা ( ১৯২৮)।

প্রশ্ন : দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩)-এর প্রহসনের নাম কী কী?

উত্তর : সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), জামাই বারিক (১৮৭২)।

যঃঃঢ় : //িি.িসপয়ংঃঁফু.পড়স/ঢ়ৎবঢ়ধৎধঃরড়হ/ংঁনল৪.ঢ়যঢ়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<87746 and publish = 1 order by id desc limit 3' at line 1