বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

ফিন্যান্স ও ব্যাংকিং
রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক গড়ে ওঠে-

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ফিন্যান্স ও ব্যাংকিং থেকে মডেল টেস্ট (উত্তরসহ) দেওয়া হলো

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

মান : ৩০

১. ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক কীসের ওপর গড়ে ওঠে?

ক. চুক্তি খ. বন্ধুত্ব

গ. বিশ্বাস ঘ. দাতা-গ্রহীতা

সঠিক উত্তর : গ. বিশ্বাস

২. 'স্বল্প ব্যয়ে অধিক কাজ' এটি ব্যাংকের কোন নীতির অন্তর্গত?

ক. সচ্ছলতার নীতি

খ. উদ্দেশ্যের নীতি

গ. মুনাফার নীতি

ঘ. মিতব্যয়িতার নীতি

সঠিক উত্তর : ঘ. মিতব্যয়িতার নীতি

৩. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক-

ক. নিম্নমুখী খ. বিপরীতমুখী

গ. সমানুপাতিক ঘ. ঊর্ধ্বমুখী

সঠিক উত্তর : খ. বিপরীতমুখী

৪. উপমহাদেশে প্রতিষ্ঠিত প্রথম আধুনিক ব্যাংক কোনটি?

ক. ব্যাংক অব কলিকাতা

খ. দি হিন্দুস্থান ব্যাংক

গ. রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া

ঘ. ব্যাংক অব মাদ্রাজ

সঠিক উত্তর : খ. দি হিন্দুস্থান ব্যাংক

৫. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস হলো-

র. বিমা প্রিমিয়াম

রর. বিল বাট্টাকরণ

ররর. প্রতিনিধিত্ব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৬. কোন হিসাবের মাধ্যমে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যেতে পারে?

ক. স্থায়ী খ. সঞ্চয়ী

গ. চলতি ঘ. ডিপোজিট পেনশন স্কিম

সঠিক উত্তর : গ. চলতি

৭. বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণকে কী বলা হয়?

ক. আয় সিদ্ধান্ত খ. মূলধন ব্যয়

গ. মূলধন বাজেটিং ঘ. অর্থের সময়মূল্য

সঠিক উত্তর : গ. মূলধন বাজেটিং

৮. কোন নীতি বিবেচনায় বাণিজ্যিক ব্যাংক সব সময় ভোল্টে নগদ অর্থ সংরক্ষণ করে?

ক. সচ্ছলতা খ. নিরাপত্তা

গ. মুনাফা ঘ. তারল্য

সঠিক উত্তর : ঘ. তারল্য

৯. কোন কার্ডের মাধ্যমে বাকিতে পণ্য ক্রয়ের সুযোগ থাকে?

ক. ক্রেডিট কার্ড খ. ডেবিট কার্ড

গ. ভিজিটিং কার্ড ঘ. পাঞ্চ কার্ড

সঠিক উত্তর : ক. ক্রেডিট কার্ড

১০. সরকারি অর্থায়নের আয়ের খাত কোনটি?

র. ট্রেজারি বিল

রর. সরকারি হাসপাতাল

ররর. রপ্তানি শুল্ক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নাম্বার প্রশ্নের উত্তর দাও :

হালিম তার নিজস্ব অর্থ না থাকায় একটি ব্যাংকের মাধ্যমে ১৭% সুদে বছরে ১০,০০০ টাকা কিস্তিতে ৫ বছরে পরিশোধ করার নিমিত্তে একটি টেলিভিশন ক্রয় করেন।

১১। ব্যাংক কর্তৃক প্রদত্ত সুবিধাকে কোন পলিসির অন্তর্ভুক্ত করা হয়?

ক. ভোক্তা ঋণ

খ. গ্রাহকসেবা

গ. সুযোগ ব্যয়

ঘ. লিজিং

সঠিক উত্তর : ক. ভোক্তা ঋণ

১২। উদ্দীপকে হালিম ক্রয়কৃত টেলিভিশনের বর্তমান মূল্য কত?

ক. ১০,০০০ টাকা

খ. ২৫,৫৫১ টাকা

গ. ৩১,৯৯৩ টাকা

ঘ. ৪৮,৬৫০ টাকা

সঠিক উত্তর : গ. ৩১,৯৯৩ টাকা

১৩. গ্রম্নপ ব্যাংকব্যবস্থায় ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব হলো-

ক. সরকারের

খ. কেন্দ্রীয় ব্যাংকের

গ. সাবসিডিয়ারি ব্যাংকের

ঘ. হোল্ডিং কোম্পানির

সঠিক উত্তর : ঘ. হোল্ডিং কোম্পানির

১৪. নিচের কোনটি দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি?

ক. ঋণপত্র

খ. লিজিং

গ. শেয়ার বিক্রয়

ঘ. বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান

সঠিক উত্তর : খ. লিজিং

১৫. বিনিময় বিলের মেয়াদকাল হলো-

ক. ২ মাস খ. ৩ মাস

\হগ. ৪ মাস ঘ. ৬ মাস

সঠিক উত্তর : খ. ৩ মাস

১৬. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো-

র. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা

রর. সরকারকে সহায়তা করা

ররর. কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কাজ করা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর.

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : গ. রর ও ররর

১৭. সেকেন্ডারি মার্কেটে শেয়ারের মূল্যবৃদ্ধি পেলে কাদের লাভ হয়?

ক. স্টক এক্সচেঞ্জের

খ. শেয়ারহোল্ডারদের

গ. এসইসির

ঘ. সাধারণ মানুষের

সঠিক উত্তর : খ. শেয়ারহোল্ডারদের

১৮. নিচের কোন ব্যাংক নোট ও মুদ্রার প্রচলন করে?

ক. সোনালী ব্যাংক

খ. আন্তর্জাতিক ব্যাংক

গ. বাংলাদেশ ব্যাংক

ঘ. জনতা ব্যাংক

সঠিক উত্তর : গ. বাংলাদেশ ব্যাংক

১৯. বছরে চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?

ক. ৎ খ. হ

গ. স ঘ. র

সঠিক উত্তর : গ. স

২০. কখন কাগজী মুদ্রার প্রচলন ঘটে?

ক. বিংশ শতাব্দীতে খ. ঊনবিংশ শতাব্দীতে

গ. অষ্টাদশ শতাব্দীতে ঘ. সপ্তাদশ শতাব্দীতে

সঠিক উত্তর : খ. ঊনবিংশ শতাব্দীতে

২১. নিচের কোন দেশটি অর্থায়নের মূল চারণভূমি হিসেবে বিবেচিত?

ক. জার্মানি খ. যুক্তরাষ্ট্র

গ. ব্রিটেন ঘ. জাপান

সঠিক উত্তর : খ. যুক্তরাষ্ট্র

নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নাম্বার প্রশ্নের উত্তর দাও :

রূপান্তর টেক্সটাইল একটি প্রকল্পে ২০,০০০০ টাকা বিনিয়োগ করে। যেখান থেকে প্রতিবছর ৫০,০০০ টাকা করে পরবর্তী ৫ বছর পর্যন্ত নগদ আন্তঃপ্রবাহ সংঘটিত হবে। পে-ব্যাক সময় পদ্ধতি প্রতিষ্ঠানটির মূলধন বাজেটিং প্রক্রিয়া।

২২। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির পে-ব্যাক সময় কত?

ক. ৫ বছর খ. ৪ বছর ও ৫ মাস

গ. ৪ বছর ঘ. ০.২৫ বছর

সঠিক উত্তর : গ. ৪ বছর

২৩। প্রকল্পটির মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচনের সীমাবদ্ধতা হলো-

\হর. মুনাফার কোনো নির্দিষ্ট হার নেই

রর. সব বছরের নগদ প্রবাহ গণনা করা হয়নি

ররর. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়নি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

২৪। 'লকার ভাড়া' সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের নিকট থেকে কী আদায় করে?

ক. সার্ভিস চার্জ খ. সুদ

গ. কমিশন ঘ. বাট্টা

সঠিক উত্তর : ক. সার্ভিস চার্জ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মি. সিয়াম পড়াশোনা শেষ করে ব্যাংকার হতে ইচ্ছুক। তবে সে দেশের প্রধান ব্যাংকটির ব্যাংকার হতে চায়, যা অন্যান্য ব্যাংকের অভিভাবক এবং সার্বভৌমত্বের প্রতীক।

২৫। উদ্দীপকে মি. সিয়াম কোন ব্যাংকের ব্যাংকার হতে চায়?

ক. বাংলাদেশ ব্যাংক

খ. সোনালী ব্যাংক

গ. ওয়ার্ল্ড ব্যাংক

ঘ. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক

সঠিক উত্তর : ক. বাংলাদেশ ব্যাংক

২৬। ব্যাংক তহবিল সংগ্রহের প্রাথমিক ও প্রধান উৎস কোনটি?

ক. ধার গ্রহণ খ. পরিশোধিত মূলধন

গ. আমানত ঘ. সংরক্ষিত তহবিল

সঠিক উত্তর : খ. পরিশোধিত মূলধন

২৭. কোনো প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগ ১৪০,০০০ টাকা হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত?

ক. ৩০,০০০ টাকা খ. ৭০,০০০ টাকা

গ. ২৮০,০০০ টাকা ঘ. ১৪০,০০০ টাকা

সঠিক উত্তর : খ. ৭০,০০০ টাকা

২৮. ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?

ক. সুদ বৃদ্ধি খ. মুনাফা বৃদ্ধি

গ. তহবিল বৃদ্ধি ঘ. কর হ্রাস

সঠিক উত্তর : ঘ. কর হ্রাস

২৯. বাণিজ্য ঘাটতি পূরণে নিচের কোনটি বিশেষ ভূমিকা রাখে?

ক. রেমিট্যান্স খ. তৈরি পোশাক খাত

গ. আমদানি ঘ. পাট ও পাটজাত পণ্য

সঠিক উত্তর : ক. রেমিট্যান্স

৩০। বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে প্রধান পার্থক্যের ক্ষেত্র কোনটি?

ক. জামানত খ. সময়

গ. নিয়ন্ত্রণ ঘ. সুদের হার

সঠিক উত্তর : ক. জামানত

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<88519 and publish = 1 order by id desc limit 3' at line 1