শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
সুরমা নদী

আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

রক্তে আমার অনাদি অস্থি

দিলওয়ার

২৮. কবি দিলওয়ার কত সালে দৈনিক গণকণ্ঠে চাকরি করেন?

ক. ১৯৭৩-৭৪

খ. ১৯৭৪-৭৫

গ. ১৯৭৫-৭৬

ঘ. ১৯৭৬-৭৭

সঠিক উত্তর : ক. ১৯৭৩-৭৪

২৯. কার লক্ষ্য ছিল গণমানুষের মুক্তি?

ক. শামসুর রাহমান

খ. দিলওয়ার

গ. আহসান হাবীব

ঘ. সৈয়দ শামসুল হক

সঠিক উত্তর : খ. দিলওয়ার

৩০. 'দুই মেরু দুই ডানা' কার কবিতার নাম?

ক. আল মাহমুদ

খ. দিলওয়ার

গ. শহিদ কাদরী

ঘ. শামসুর রাহমান

সঠিক উত্তর : খ. দিলওয়ার

৩১. 'বাংলাদেশে জন্ম না নিলে' কী ধরনের গ্রন্থ?

ক. কাব্য

খ. গল্প

গ. উপন্যাস

ঘ. প্রবন্ধ

সঠিক উত্তর : ঘ. প্রবন্ধ

৩২. কবি দিলওয়ার কত খ্রি: মারা যান?

ক. ১০ অক্টোবর, ২০১০

খ. ১০ অক্টোবর, ২০১২

গ. ১০ অক্টোবর, ২০১৩

ঘ. ১০ অক্টোবর, ২০১৪

সঠিক উত্তর : গ. ১০ অক্টোবর, ২০১৩

৩৩. কবি দিলওয়ার কোন নদীর যৌবন চেয়েছে?

ক. ভৈরব

খ. সুরমা

গ. কুশিয়ারা

ঘ. সারী

সঠিক উত্তর : খ. সুরমা

৩৪. কবি দিলওয়ার কোন নদীর কাজল পলিতে গলিত হেম হতে চেয়েছেন?

ক. সুরমা

খ. পদ্মা

গ. মেঘনা

ঘ. কুশিয়ারা

সঠিক উত্তর : ক. সুরমা

৩৫. কবির কী ভয়ার্ত ঘূর্ণি?

ক. বিদ্বেষ

খ. ক্রোধ

গ. রাগ

ঘ. অভিমান

সঠিক উত্তর : খ. ক্রোধ

৩৬. কবি দিলওয়ার তার প্রাণশক্তিকে কোথায় রেখেছেন?

ক. দক্ষিণ চীন সাগরে

খ. নীল সাগরে

গ. ভারত সাগরে

ঘ. বঙ্গোপাসাগরে

সঠিক উত্তর : ঘ. বঙ্গোপসাগরে

৩৭. হেম শব্দের অর্থ কী?

ক. সোনা

খ. রুপা

গ. তামা

ঘ. কাঁসা

সঠিক উত্তর : ক. সোনা

৩৮. অনাদি শব্দের অর্থ কী?

ক. আদিহীন

খ. অক্ষয়

গ. চিরন্তন

ঘ. শাশ্বত

সঠিক উত্তর : ক. আদিহীন

৩৯. আঁখি শব্দের অর্থ কী?

ক. গাছ

খ. সোনা

গ. চোখ

ঘ. হাড়

সঠিক উত্তর : গ. চোখ

৪০. গণমানুষের কবি বলতে কী বোঝানো হয়েছে?

ক. জনগণের কবি

খ. গণমানুষের কবি

গ. সমাজতন্ত্রের কবি

ঘ. শ্রমিকদের কবি

সঠিক উত্তর : ক. জনগণের কবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<88946 and publish = 1 order by id desc limit 3' at line 1