শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
চন্ডীমঙ্গল কাব্য

প্রশ্ন : মনসা বিজয় ' কাব্যগ্রন্থের রচিয়তা কে?

উত্তর : বিপ্রদাস পিপিলাই, ১৪৯৫ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন : মনসামঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে কোন কবির বিশেষ খ্যাতি ছিল?

উত্তর : দ্বিজ বংশীদাস।

প্রশ্ন : দ্বিজ বংশীদাস কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।

প্রশ্ন : মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ক্ষেমানন্দের উপাধি কী ছিল?

উত্তর : কেতকা দাস।

প্রশ্ন : চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কী?

উত্তর : মানিক দত্ত।

প্রশ্ন : কোন শতকে চন্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে?

উত্তর : ষোড়শ শতকে।

প্রশ্ন : চন্ডীমঙ্গল কাব্যর রচনাকাল কত সময় পর্যন্ত বিস্তৃত?

উত্তর : ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত।

প্রশ্ন : চন্ডীমঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ট কবি কে?

উত্তর : কবি কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী।

প্রশ্ন : কবি মুকুন্দ রাম কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : বর্ধমান জেলার দামুন্যা গ্রামে।

প্রশ্ন : কবি মুকুন্দ রাম কার সভাসদ ছিলেন?

উত্তর : মেদিনীপুর জেলার অড় বা গ্রামের জমিদার রঘুনাথের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<88990 and publish = 1 order by id desc limit 3' at line 1